কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম 2023 | কৃষক বন্ধু প্রকল্প ফরম PDF Download 2023 | কৃষক বন্ধু প্রকল্প বিস্তারিত | কৃষক বন্ধু status
পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প চালু করেছে এর মধ্যে একটি অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প 2023। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু এই প্রকল্পের মূল উদ্দেশ্য গরিব চাষিদের জন্য আর্থিক সাহায্য করার। যে সমস্ত গরিব চাষীরা পয়সার অভাবে ঠিক ভাবে চাষ করতে পারেনা তাদের প্রত্যেক বছর দুই কিস্তিতে 10000 টাকা করে দুইবার দেওয়া হবে এবং বীমা স্বরূপ কোন কৃষকের মৃত্যু হলে 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
বাংলার কৃষক বন্ধু প্রকল্প 2023 নতুন আপডেট:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ডব্লিউবি কৃষক বন্ধু স্কিম চালু করেছেন। মুখ্যমন্ত্রী এখন এই প্রকল্পটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। 17 ই জুন 2021 -এ ঘোষণা করা হয়েছিল যে এই স্কিমের অধীনে আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। আগে কৃষকরা এক একর বা তার বেশি জমির জন্য প্রতি বছর 5000 টাকা পেতেন। এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে বছরে 10000 টাকা পাবে। ডব্লিউবি কৃষক বন্ধু স্কিমের সুবিধা দ্বিগুণ করা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 68 লক্ষ কৃষক উপকৃত।
কৃষক বন্ধু প্রকল্প বিস্তারিত 2023
Name Scheme | Krishak Bandhu Scheme |
Launched By | Mamta Banerjee |
Launched for | Farmers in West Bengal |
Launched on | 1 January 2019 |
Benefits | Providing incentives for the good life of farmers |
Official Website | https://krishakbandhu.net/ |
দুয়ারে সরকার(duare sarkar) কি কি কাজ হবে ?
কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কী কী?( What is Objectives of Krishak Bandhu Scheme)
পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যগুলি নীচে নীচে দেওয়া হল: –
- ত্রুটিযুক্ত চাষের মহড়াগুলির কারণে নিয়মিত পর্যাপ্ত ফসল উত্পাদন অস্বীকার করা হয় এমন দরিদ্র পালক এবং শ্রমিকদের সহায়তা করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটি উপস্থাপিত হয়েছে।
- পরিকল্পনায় সমস্ত দৌড়বিদদের জন্য মুদ্রা নির্দেশিকা সহ Rs. 10,000 বার্ষিক ভিত্তিতে, যা দুটি অংশে প্রদান করতে হয়।
- খরিফ ফসল রোপণের সময় এবং রবি মৌসুমে নগদের সমষ্টিটি পাত্তনা দেত্তয়া হবে।
- আর্থিক সুবিধাগুলি সরাসরি সঠিক প্রাপকের ঠিকানার দিকে সরানো হবে সেই লক্ষ্যটির সাথে যে সাহায্যটি সঠিক ব্যক্তির সাথে সংযুক্ত হয়।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা (Benefits Of The Krishak Bandhu Scheme):
প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিম্নলিখিত সুবিধা প্রদান করা হবে: –
- পরিকল্পনা অনুযায়ী প্রতিটি প্রাপককে 200000 টাকার বীমা সুরক্ষা দেওয়া হবে।
- চাষবাস করার আগে কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।
- কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে বছরে 10000 টাকা পাওয়া যায়।
- West Bengal Krishak Bandhu Death Benefit scheme ; “কৃষক বন্ধু” (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সের কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর মৃত্যুতে তাঁর আইন সম্মত উত্তরাধিকারী এককালীন দুই লক্ষ টাকা সহায়তা পাওয়ার যোগ্য। এই সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) আইন সম্মত উত্তরাধিকারী নির্ধারণ করে দেবেন বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষক বন্ধু প্রকল্পের অংশ (Parts of Krishak Bandhu Scheme) :
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের সকলের উপকারের জন্য এই স্কিমটি দুটি অংশে চালু করেছে: –
-
সুনিশ্চিত আয় :
“কৃষক বন্ধু” (সুনিশ্চিত আয়) প্রকল্পে নথিভুক্ত কৃষক (ROR) ও ভাগচাষী (recorded Bhagchasi) এক একর বা তার অধিক কৃষিযোগ্য জমির জন্য বছরে 10000/- টাকা (আগে ছিল 5000 টাকা) সহায়তা পাওয়ার যোগ্য। এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে সহায়তা পাবেন। তবে বছরে নূন্যতম 4000/- টাকা (আগে ছিল 2000 টাকা)পাবেন। এই টাকা দুই কিস্তিতে পাবেন। প্রথমটি খরিফ (Kharif) মুরশুমে ও দ্বিতীয় কিস্তি রবি (Rabi) মুরশুমে।
-
কৃষক বন্ধু মৃত্যু জনিত সহায়তা :
এই প্রকল্পের আওতায় 18 থেকে 60 বছর বয়সের কৃষকদের আত্মহত্যা সহ দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ বীমা পলিসির সুবিধা প্রদান করা হবে।
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আসার যোগ্যতা –
কৃষকদের নিজ নামে কৃষিযোগ্য জমির পরচা (RoR) / পাট্টা (Patta) / বনবিভাগের পাট্টা (Forest Patta) থাকতে হবে অথবা নিবন্ধীকৃত ভাগচাষী (recorded [in RoR] Bhagchasi) হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents) :
- সাম্প্রতিক চাষযোগ্য জমির পরচা / বর্গা নিবন্ধীকরণের নথী / পাট্টা / বনবিভাগের পাট্টার নথি।
- ভোটার কার্ড লাগবে কৃষকের।(না থাকলে আবেদন করতে পারবেন না)
- আধার কার্ড লাগবে(না থাকলে আবেদন করতে পারবেন না)
- ব্যাঙ্ক পাসবুক (Bank pass book 1st page) / বাতিল ব্যাঙ্ক চেক (Cancelled Cheque)
- এছাড়াও পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি ছবি এবং চালু মোবাইল ফোন নাম্বার দিতে হবে।
- আবেদনপত্র জমা করার সময় ব্যক্তিকে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে।
কৃষক বন্ধু প্রকল্প আবেদন পদ্ধতি | কৃষক বন্ধু প্রকল্প apply
পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে দুয়ারের সরকার ক্যাম্পের কৃষক বন্ধু কাউন্টারে থেকে আপনাকে একটি ফরম সংগ্রহ করতে হবে এবং সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে জমা দিতে হবে।
দুয়ারে সরকারকে বন্ধ হয়ে যাওয়ার পরেও কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা যাবে। দুয়ারের সরকার বন্ধ হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কাজ আপনার A.D.O অফিসে হবে। সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন।
প্রকল্প সম্পর্কে জানার পদ্ধতি (Procedure to Know About the Scheme)
নীচে প্রদত্ত কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে আপনি এই প্রকল্প সম্পর্কে জানতে পারবেন:-
- প্রথমত, আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের official website যেতে হবে। এর পরে, ওয়েবসাইটের হোমপেজটি আপনার সামনে খুলবে।
- ওয়েবসাইটের হোমপেজে আপনাকে “about Krishak Bandhu “বিকল্পটি ক্লিক করতে হবে। এর পরে আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে।
- এখানে পৃষ্ঠায় আপনি কৃষক বন্ধু স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করতে পারেন।
কৃষক বন্ধু death বেনিফিসারী ফর্ম
- ফর্মটি ডাউনলোড করার পরে, আপনি এই ফর্মটির একটি প্রিন্টআউট নেন। ফর্মের বিবরণ পূরণ করুন।
- ফর্ম পূরণ করার পরে আপনার জেলার সংশ্লিষ্ট ব্লকের সহকারী পরিচালক কৃষি বিভাগের কাছে আবেদন জমা দিন।
কৃষক বন্ধু death বেনিফিসারী ফর্ম PDF
কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম 2023 | কৃষক বন্ধু চেক লিস্ট | কৃষক বন্ধু নামের লিস্ট 2023
কৃষক বন্ধু নাম চেক করার জন্য কোন বিকল্প নেই। এই লিস্ট গুলি সাধারণত কৃষি দপ্তর এবং B.D.O ও A.D.O অফিসের মধ্যে অফিশিয়াল ভাবে থাকে। আপনার যদি ভাবেন কৃষক বন্ধু প্রকল্প নামের লিস্ট অনলাইন চেক করবেন তাহলে আপনি ভুল ভাবছেন। এই লিস্ট সাধারণ মানুষদের জন্য নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু চেক করার জন্য কোন অনলাইন বন্দোবস্ত করা নেই। আপনি যদি একান্ত চেক করতে চান তাহলে B.D.O অফিসে গিয়ে বা আপনারা স্থানীয় অঞ্চলে গিয়ে কৃষক বন্ধু নাম চেক করতে পারেন।
কৃষক বন্ধু প্রকল্প ফরম PDF download | কৃষক বন্ধু ফর্ম
কৃষক বন্ধু প্রকল্প ফরম আপনি দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করলে কৃষক বন্ধু প্রকল্প ফরম pdf পেয়ে যাবেন।
কৃষক বন্ধু প্রকল্প ফরম PDF Download
কৃষক বন্ধু প্রকল্প হেল্পলাইন নম্বর
Number– 8336957298, 6291720406 (Time- 10am to 6pm)
E-Mail– krishak.bandhu@ingreens.in
কৃষক বন্ধু নিয়ে কিছু প্রশ্ন উত্তরঃ–
প্রশ্ন -কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে কত বয়স লাগবে?
উত্তর-18 বছর লাগবে।
প্রশ্ন – কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন?
উত্তর-নিজের নামে জমির পরচা লাগবে কিংবা নথিভুক্ত ভাগচাষী এইরূপ সমস্ত কৃষক।
প্রশ্ন – কৃষক বন্ধু প্রকল্প ফরম PDF কোথাও পাওয়া যাবে?
উত্তর- আবেদন ফর্ম দুয়ারে সরকার শিবিরে পাওয়া যাবে কিংবা নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে পাওয়া যাবে।এছাড়াও অনলাইন থেকেও ডাউনলোড করা যাবে www.matirkatha.gov.in ও www.matirkatha.net এই দুটো ওয়েবসাইট থেকে কিংবা উপরের ডাউনলোড লিংক থেকেও।
Comments are closed.