About Us

thestudentstar.com কি?

The Student Star একটি বাংলা ভাষার ওয়েবসাইট। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার প্রতিবছর সরকারের কার্যকলাপ পরিচালনার জন্যে অনেক কর্মী নিয়োগ করে থাকে, সেই কর্মী নিয়োগের জন্যে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সময়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকে। চাকরির পার্থীদের সব সময় বিভিন্ন সরকারি ওয়েবসাইটের নোটিশ জানা সম্ভব হয়না অথবা,জানলেও অনেক সময় ব্যায় করতে হয়।

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রার্থী সুবিধার্থে thestudentstar.com দেশের সমস্ত সরকারি চাকরির খবর দিয়ে থাকে যাতে তারা সহজেই একই ওয়েবসাইটে দেশের বিভিন্ন সরকারের (বিশেষতঃ কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার) চাকরির নোটিশের ব্যাপারে জানতে পারে। আমরা দেশের বিভিন্ন সরকারের চাকরির অফিসিয়াল নোটিশের খোঁজ রাখি এবং তা সহজ বাংলা ভাষায় আমাদের ওয়েবসাইটে জানিয়ে থাকি। 

চাকরির খবর ছাড়াও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি।

theatudentstar.com এর উদ্দেশ্য

সময়ের সাথে তাল মিলিয়ে সুন্দর ভাবে সুনির্দিষ্ট পথে সমাজে প্রতিষ্ঠিত হওয়াই আমাদের জীবনের অন্যতম প্রধান লক্ষ। আর এই লক্ষে পৌঁছাতে গেলে চাই সঠিক প্রস্তুতি ও নিয়ানুবর্তিতা। চাই অর্থনৈতিক স্বাবলম্বন, এবং এর জন্য চাই একটি সরকারী এবং বেসরকারী চাকরী। এই চাকরী পাওয়ার জন্য চাই অসীম ধৈর্য্য, অনমনীয় সংযম, দৃঢ় অত্মপ্রত্যয় ও উপযুক্ত তথ্যের ভান্ডার। সেই লক্ষে এক পদক্ষেপ এগিয়ে, সকলধরনের প্রার্থীদের বিভিন্ন ধরণের তথ্য দিয়ে প্রতিটি প্রার্থীকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে কর্তব্য বলে মনে করে ‘দ্য স্টুডেন্ট স্টার’

আমরা প্রার্থীদের যে যে বিষয় নিয়ে সাহায্য করে থাকি সেগুলো হলো –

১) চাকরি খবর – দেশের বিভিন্ন সরকারি চাকরির খবর সহজ ভাষায় জানানো আমাদের প্রথম সাহায্য।

২) কারেন্ট অ্যাফেয়ার্স – বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্রায় সব পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন খবরের কাগজ, নিউজ ওয়েবসাইটে থেকে সংগ্রহ করতে হয়, তাতে অনেক সময় ব্যায় হয়, এই জন্যে thestudentstar.com এ পরীক্ষায় জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন আপলোড করে থাকি। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেশ জুড়ে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে দেওয়া  হয়। বিশেষ যে পরীক্ষা গুলো গুরুত্ব দেওয়া হয় সেগুলি হলো – 

  • WBCS,
  • WBPSC এর সমস্ত পরীক্ষা,
  • WBP SI,
  • WBP Constable, Lady Constable,
  • SSC,
  • Food Corporation, etc.

৩) পরীক্ষার সিলেবাস – যেকোনো পরীক্ষা প্রস্তুতি শুরু করার আগে সেই পরীক্ষার সিলেবাস টি জেনে নেওয়া দরকার। বিভিন্ন পরীক্ষার বিভিন্ন সিলেবাস থেকে থাকে। আমরা আমাদের ওয়েবসাইটে সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস জানিয়ে থাকি, যাতে প্রার্থীদের সুবিধা হয়।

৪) পরীক্ষার প্রশ্নপত্র – যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য সেই পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, সেইটা জানা খুব জরুরী। তুলনামূলক সব পরীক্ষারই আলাদা আলাদা নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয়। একটি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আছে সেটি জানার উপায় হলো সেই পরীক্ষার আগের বছরের প্রশ্ন গুলি দেখা। আমাদের এই ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা পরীক্ষার প্রতি বছরের প্রশ্নপত্র (Previous Year Question) শেয়ার করে থাকি। এক্ষেত্রে, যেকোনো পরীক্ষার আগের প্রশ্নপত্র খুব সহজেই তোমরা পেতে পারো।

৫) গুরুত্বপূর্ণ বই – কোন পরীক্ষার প্রস্তুতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল বই। একটি পরীক্ষাকে কেন্দ্র করে বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়, কিন্তু সব বই সেই পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক হয় না। সব প্রার্থীদের জন্য সব বই সঠিক হয়না। আমাদের অভিজ্ঞতাতে কোন প্রার্থীর কোন বইটি কেনা উচিত এবং বিভিন্ন সফল ক্যান্ডিডেটদের মত নিয়ে বিভিন্ন পরীক্ষার কোন বই পড়লে সফল হওয়া যাবে, সেই বিষয়ে আলোচনা করি। এর সাথে কোথাথেকে তোমরা সেই বই কিনতে পারবে তাও বলে থাকি।

৬) কাজের বিবরণ – পরীক্ষার্থীরা অনেক সময় কোন পদের জন্য আবেদন করার আগে জেনে নিতে চায় সেই পদের দায়িত্ব কি অর্থাৎ সেই চাকরিতে যোগ দিলে তাকে কি কাজ করতে হবে, তাতে তাদের আবেদনের সুবিধা হয় এবং জানতে সুবিধা হয় যে সেই কাজটি তার জন্য সঠিক কিনা। তাই আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন পদের যে দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানাই।

৭) বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিক এর e-book , PDF প্রদান করা ও অনলাইন মক টেস্ট আয়োজন প্রভৃতি।

৮)সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনার তথ্য প্রদান।

এতক্ষণ আপনারা আমার ওয়েবসাইট এর ব্যাপারে জান ছিলেন, এবার আমি কে সেটা জেনে রাখা দরকার।

আমি কে ? : Wasif Hossain (Abhi)

আমার নাম Wasif Hossain , আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের একজন বাসিন্দা। আমি  মুর্শিদাবাদ শ্রীপত সিং কলেজ থেকে BSc পাস করেছি। গ্রাজুয়েশনের সাথে ছোটদের পড়ানো এবং পাশাপাশি বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছি। বর্তমানে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। কিছু কিছু পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছি।

 

নাম Wasif Hossain
Website thestudentstar.con
Facebook Account Click Here
Instagram Account Click Here
Twitter Account Click Here
LinkedIn Account Click Here

কেন এই ওয়েবসাইট খুললাম (thestudentstar.com)

গ্রাজুয়েশন পাস করার পর আমি সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করি। শুরু করে অনেক সমস্যার স্মুখীন হই, প্রথমে জানতেই পারতাম না যে কোথায় চাকরির খবর দেখবো। চাকরির নোটিফিকেশনের খোঁজার জন্য অনেক সময় নষ্ট করেছি। এছাড়া, জানতেই পারতাম না কোন পদের জন্য আবেদন করছি এবং তার কাজ কি, কি দায়িত্ব পালন করতে হয়। যারা কর্মরত অবস্থায় আছে তাদের জিজ্ঞাসা করে জানার চেষ্টা করতাম। সিলেবাস জানতে প্রচুর সমস্যা হতো। আর প্রশ্নপত্র খোঁজার জন্য দামি বই কিনেছি। কিন্তু বইগুলো পুরনো প্রশ্নপত্র ছাপানো থাকতো নতুন প্রশ্নপত্র পেতে সমস্যা হতো।

কারেন্ট অ্যাফেয়ার্স কোন খবরের কাগজ থেকে সংগ্রহ করবো ইত্যাদি বুঝতে পারতাম না। কিন্তু দীর্ঘ কয়েক বছরের প্রস্তুতি নেওয়ার পর এখন আমি এই সব বিষয়গুলির অনেকটাই জানি এবং কোথা থেকে জানতে হয় সেটারও খোঁজ রাখি। বর্তমান চাকরির পরীক্ষার্থীদের যাতে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হয়, সেই জন্য আমি এই ওয়েবসাইটের মাধ্যমে এই বিষয়গুলি শেয়ার করে থাকি। এক্ষেত্রে নতুন পরীক্ষার্থীরা অনেকটাই সুবিধা পাবে বলে আমার মনে হয় এবং তাদের সময় বাঁচে পুরো সময়টা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে লাগাতে পারবে।