ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

অনলাইনে পুরাতন ভোটের কার্ড কে ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

কিভাবে ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করব?

যাদের পুরানো ভোটার কার্ড রয়েছে তাদের যদি পুরানো ভোটার কার্ডটি ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে চান তবে অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম নং 001 একবার আপনি এই ফর্মটি অনলাইনে জমা দিলে আপনি আপনার পুরানোটির পরিবর্তে একটি ডিজিটাল ভোটার কার্ড পাবেন। অনলাইন থেকে আপনি কীভাবে নিজের কাছে Digital Voter Card নেবেন সেই বিকল্পটি নির্বাচন করতে পারেন আপনি চাইলে পোস্টের মাধ্যমে এই ডিজিটাল ভোটার কার্ডটি পেতে পারেন। আপনি যদি পুরানো ভোটার কার্ডটি ডিজিটাল ভোটার কার্ডে পরিবর্তন করতে চান তবে নীচের লিঙ্কটিতে ক্লিক করে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন।

আবেদন করার জন্য নিচের বিবরণ গুলি ভাল করে পড়ুন

  • নিচে দেওয়া Apply Now এ ক্লিক করুন
  • ‌এরপর আপনাদের সামনে একটি Login  পেজ আসবে

ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

 

  • এরপর আপনাদের কাছে যদি UserName আর Password থাকে তাহলে তা দিয়ে লগইন করুন কিংবা আপনাদের কাছে যদি UserName আর UserName না থাকে তাহলে Register as a new user এ ক্লিক করে UserName আর Password তৈরি করুন |

ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

  • ‌ নতুন UserNamePassword তৈরি করার পর লগ ইন পেজ UserName আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন |
  • ‌ এরপর আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে
  • এই পেজের বাঁদিকের শেষে “Replacement of Elector’s Photo Identity Card” অপশন টি ক্লিক করবেন

Digital voter Card

  • এরপর আপনাদের সামনে দুটি অপশন আসবে একটি Self এবং অপরটি Family .
  • ‌এরপর আপনি নিজের অপশনটি বেছে নিয়ে ভোটার কার্ডের Epic no টি দিয়ে Next ক্লিক করবেন

ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

 

  • এরপর আপনার সামনে একটি ফর্ম আসবে সেখানে আপনি আপনার কিছু কিছু বিবরণ চেঞ্জ করতে পারবেন
  • এই পেজে আপনি তিনটি অপশন পাবেন আপনার Digital Voter Card নেওয়ার জন্য। আপনার ইচ্ছামত আপনি সেটি সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করবেন

ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

 

 

  • Submit এ ক্লিক করার পর আপনাকে একটি Reference I’d দেওয়া হবে যার দ্বারা আপনি পরে আপনার আপনার Card টি Track করতে পারবেন।

Apply Now

কিভাবে আমার অ্যাপ্লিকেশনটি check করব?

  • নিচে দেওয়া বাটনে ক্লিক করার পর আপনি একটি Web Page চলে যাবেন সেখানে আপনার Reference I’d দিয়ে Track Status এ ক্লিক করেন আপনি আপনার Application Status চেক করতে পারবেন l

ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করার পদ্ধতি

আপনার যদি বুঝতে সমস্যা হয় বা কোনও প্রশ্ন থাকে তবে নীচের মন্তব্য বাক্সে মন্তব্য করতে ভুলবেন না।

 

বিস্তারিত পড়ুন   West Bengal Voter List 2021 Download

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.

Comments are closed.