নতুন ডিজিটাল রেশন কার্ড 2022 দুয়ারের সরকার এ কিভাবে আবেদন পদ্ধতি | খাদ্যসাথী রেশন কার্ড 2022 | ডিজিটাল রেশন কার্ড চেক |ডিজিটাল রেশন কার্ড ফর্ম
রেশন কার্ড হল অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি দলিল ভারতবাসীদের জন্য। সরকার কর্তৃক চালু করা কিছু স্কিমের সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ড থাকা দরকার। আজকের এই নিবন্ধে আলোচনার বিষয় হলো কিভাবে রেশন কার্ড আধার লিঙ্ক করবেন ?, রেশন কার্ড ট্রান্সফার করবেন, নতুন সদস্য কিভাবে যোগ করবেন?,কোন কাজের জন্য কত নম্বর ফরম লাগবে ইত্যাদি বিষয় । এছাড়াও, এই নিবন্ধে, আমরা আমাদের পাঠকদের সাথে 2022 সালের পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড নিয়ে আলোচনা করব।
নতুন ডিজিটাল রেশন কার্ড 2022
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য একটি ডিজিটাল রেশন কার্ডের ধারণা চালু করেছে যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসীদের রেশন কার্ড ডিজিটাল পদ্ধতিতে সকল বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। WBPDS বাস্তবায়নের মাধ্যমে, নাগরিকরা অনেক সুবিধা পাবেন কারণ অনেক লোককে সব জায়গায় পুরনো কাগজের রেশন কার্ড বহন করতে হবে না।
এছাড়াও ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে, বাসিন্দাদের জন্য যে কোনো সময়ে রেশন কার্ড প্রদান করা খুব সহজ হবে। ডিজিটাল রেশন কার্ড ডিজিটালাইজেশন প্রক্রিয়ার দিকে একটি দুর্দান্ত পদক্ষেপ যা ভারতে দীর্ঘদিন ধরে চলে আসছে।
খাদ্যসাথী অন্তর্গত যেসব সুবিধা পাবেন
পরিবারের কোনো সদস্যের যদি এখনও পর্যন্ত রেশন কার্ড না হয়?
পরিবারের কোন সদস্য রেশন কার্ড না থাকলে নতুন রেশন কার্ড আবেদনের পত্র নেওয়ার জন্য আপনাকে দুয়ারে সরকারের ক্যাম্পের খাদ্যসাথী কাউন্টারে যেতে হবে এবং সেখান একটি ফ্রম নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
- ফরম নং-দুয়ারে সরকার ক্যাম্পে খাদ্যসাথী কাউন্টারে আপনি 4 নং ফর্ম নিয়ে ফিলাপ করে জমা করলেই রেশন কার্ড পেয়ে যাবেন।
- যে সমস্ত ডকুমেন্টস লাগবে – পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড জেরক্স, আধার কার্ড লাগবে যদি 5 বছরের নিচে হয় তাহলে জন্মের প্রমান পত্র, ভোটার কার্ড ও মোবাইল নাম্বার।
রেশন কার্ড 4 নম্বর ফরম পিডিএফ | নতুন রেশন কার্ড ফরম পিডিএফ
ডিজিটাল রেশন কার্ড ভুল সংশোধন সুবিধাঃ–
পরিবারের কোন সদস্য রেশন কার্ড নাম কিংবা অন্য কিছু ভুল থাকলে তা সংশোধন করার জন্য আপনাকে দুয়ারে সরকারের ক্যাম্পের খাদ্যসাথী কাউন্টারে যেতে হবে এবং সেখান একটি ফ্রম নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
- ফরম নং- 5 নং ফর্ম নিয়ে ফিলাপ করে জমা করতে হবে। রেশন কার্ড 5 নম্বর ফরম ফিলাপ
- যে সমস্ত ডকুমেন্টস লাগবে – সঠিক ডকুমেন্টস,আবেদন কারীর ডিজিটাল রেশন কার্ডের জেরক্স,মোবাইল নাম্বার।
রেশন কার্ড 5 নম্বর ফরম pdf
রেশন দোকান পরিবর্তন সুবিধাঃ–
বর্তমান রেশন দোকান পরিবর্তন করার জন্য দরকার ক্যাম্পের খাদ্যসাথী কাউন্টার যেতে হবে। সেখানে দোকান পরিবর্তন সংক্রান্ত আরও তথ্য পাবেন। সেখান একটি ফ্রম নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
- ফরম নং- 6 নং ফর্ম ফিলাপ করে জমা করতে হবে।
রেশন কার্ড 6 নম্বর ফরম পিডিএফ
ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদনঃ-
রেশন কার্ড যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় অথবা ইত্যাদি কারণে ডুবলিকেট রেশন কার্ড আবেদন করতে চাইলে সেটি দুয়ারের সরকার ক্যাম্পের স্বাস্থ্যসাথী কাউন্টারেই হবে।
- ফরম নং- 9 নং ফিলাপ করে জমা করতে হবে।
- যে সমস্ত ডকুমেন্টস লাগবে – নষ্ট হলে সেই রেশন কার্ডের জেরক্স। আর হারিয়ে গেলে ডিজি নাম্বার থানা থেকে আনতে হবে।
রেশন কার্ড 9 নম্বর ফরম পিডিএফ
ডিজিটাল রেশন কার্ড আঁধার লিংক এবং ডিজিটাল রেশন কার্ড মোবাইল নাম্বার লিংক–
ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক কিংবা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের খাদ্য সাথী কাউন্টার যেতে হবে। সেখান একটি ফ্রম নিয়ে পূরণ করে জমা দিতে হবে।
- ফরম নং- 11 নং ফিলাপ করে জমা করতে হবে।আপনি চাইলে অনলাইনেও রেশন কার্ড আধার কার্ড লিংক করডে পারেন।
- যে সমস্ত কাগজ লাগবে- আধার কার্ড জেরক্স ও রেশন কার্ড জেরক্স সাথে বৈধ মোবাইল নাম্বার।
রেশন কার্ড 11 নম্বর ফরম পিডিএফ
এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত অন্যান্য রেশন সমস্ত কাজ আপনি করতে পারবেন দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে।
খাদ্য সাথী সম্পূর্ণ বিবরণ pdf |
বিস্তারিত পড়ুন
-
দুয়ারের সরকার প্রকল্প লিস্ট 2021
-
কারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবে ?
-
কিভাবে স্বাস্থ্য সাথীর আবেদন করবেন এবং স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক করবেন
1 thought on “নতুন ডিজিটাল রেশন কার্ড 2022 | ডিজিটাল রেশন কার্ড নাম লিস্ট ট২১”