পশ্চিমবঙ্গ e District Portal রেজিস্টেশন করার পদ্ধতি 2023-2024

পশ্চিমবঙ্গ e District Portal | ইনকাম সার্টিফিকেট এর দরখাস্ত পঞ্চায়েত | বিডিও আয়ের শংসাপত্র ডাউনলোড করুন | ইনকাম সার্টিফিকেট ডাউনলোড | স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এর দরখাস্ত পঞ্চায়েত

পশ্চিমবঙ্গ e District Portalভারত সরকার একটি ডিজিটাল ইন্ডিয়া প্রচার শুরু করেছে।  এই প্রচারাভিযানের আওতায় নাগরিকদের অনলাইনে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে।  এটি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার e District পোর্টাল চালু করেছে।  এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা নিতে পারবেন।  এই নিবন্ধটি WB ই জেলা পোর্টাল সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ কভার করবে।  আপনি কীভাবে এই স্কিমের সুবিধা পেতে সক্ষম হবেন তা জানতে পারবেন।  তা ছাড়া আপনি এর উদ্দেশ্য, সুবিধা, বৈশিষ্ট্য, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত বিশদও পাবেন  অনলাইনে BDO ইনকাম সার্টিফিকেট 

Contents hide

পশ্চিমবঙ্গ সরকার e District পোর্টাল সম্পর্কে

পশ্চিমবঙ্গ সরকার  e District পোর্টাল চালু করেছে।  এই পোর্টালের মাধ্যমে, একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা উপলব্ধ করা হবে।  এখন বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পেতে সুবিধাভোগীদের কোনো সরকারি অফিসে যেতে হবে না।  এই পোর্টালের সাহায্যে এটি অনলাইনে করা যেতে পারে।  এই পোর্টালটি বাস্তবায়নের ফলে এখন নাগরিকরা তাদের সময় ও অর্থ সাশ্রয় করতে পারবে।  তা ছাড়া এই পোর্টাল দুর্নীতিও কমিয়ে দেবে।  সুবিধাভোগীরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন।  তা ছাড়া সুবিধাভোগীরা বিভিন্ন ধরনের শংসাপত্র যেমন আবাসিক শংসাপত্র, বর্ণ শংসাপত্র ইত্যাদির জন্য আবেদন করতে পারেন।

পশ্চিমবঙ্গ e District পোর্টালের উদ্দেশ্য

  • WB e জেলা পোর্টালের প্রধান উদ্দেশ্য হল অনলাইনে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা প্রদান করা।
  • এখন এই পরিষেবাগুলি পেতে সুবিধাভোগীদের কোনও সরকারি অফিসে যেতে হবে না৷
  • যেহেতু এটি অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে অনলাইনে করা যেতে পারে।
  • অনলাইনে এই পরিষেবাগুলির প্রাপ্যতা নাগরিকদের পরিষেবাগুলির আরও ভাল অ্যাক্সেস সরবরাহ করবে যা তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সক্ষম করবে।

WB ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে পরিষেবা দেওয়া হয়

  • Issuance of Domicile Certificate (Local Residence)
  • Issuance of Income Certificate
  • Issuance of Caste Certificate
  • Application for Land Records
  • Application for Building Plan Approval
  • Registration of Births and Deaths
  • Application for Trade License
  • Application for Arms License
  • Application for Pension

পশ্চিমবঙ্গ e District Portal প্রয়োজনীয় কাগজপত্র

  • Aadhar card
  • Residence certificate
  • Voter ID card
  • Electricity bill
  • Driving licence
  • Passport size photograph
  • Declaration of form
  • Affidavit

পশ্চিমবঙ্গ ই ডিস্ট্রিক পোর্টালে রেজিস্টেশন করার পদ্ধতি

  • প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ e District Portal অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • পোর্টালে রেজিস্ট্রেশন করতে সুবিধাভোগীদের হোমপেজে উপস্থিত নতুন নিবন্ধন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এর পরে, আপনার স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে।
  • এই পৃষ্ঠায়, আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা লিখতে হবে।
  • এর পরে, আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে।
  • এখন আপনাকে আপনার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  • এর পরে, আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে।
  • আপনি একটি OTP পাবেন।
  • আপনাকে OTP বক্সে OTP লিখতে হবে।
  • এর পরে, আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে।

কিভাবে পশ্চিমবঙ্গ ই ডিস্টিক পোর্টালের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট পাবেন

  • প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ ই-জেলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • হোমপেজে, আপনাকে  লগইন করতে হবে।
  • এর পরে আপনার স্ক্রিনে পরিষেবাগুলির তালিকা প্রদর্শিত হবে।
  • আপনাকে domicile certificate হিসাবে পরিষেবাটি নির্বাচন করতে হবে।
  • এর পরে আপনার স্ক্রিনে আবেদন ফর্ম প্রদর্শিত হবে।
  • আপনাকে এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে।
  • এখন আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • এর পর সাবমিট এ ক্লিক করতে হবে।

পশ্চিমবঙ্গে অনলাইনে ইনকাম সার্টিফিকেটের আবেদন পদ্ধতি  

  • প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টালে যান।
  • নিউ রেজিস্ট্রেশন অপশনটি রোবট ক্লিক করে নিজেকে রেজিস্টার করুন।
  • এবার প্রধান স্ক্রিনে গিয়ে লগইন করুন।
  • আপনার আগে থেকে রেজিস্টার করা থাকলে আপনি সোজাসুজি লগইন করতে পারেন।

পশ্চিমবঙ্গ e District Portal

  • এর পর  Certificate অপশনটিতে ক্লিক করুন ও তারপর ক্লিক করুন  Income Certificate

পশ্চিমবঙ্গ e District Portal রেজিস্টেশন করার পদ্ধতি

  • একটু নিচের দিকে স্ক্রল করে যান ও “Apply ” বোতামটিতে ক্লিক করুন।

  • আপনার সামনে ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে।
  • সমস্ত তথ্যগুলি সঠিকভাবে ভরে দিন।
  • এইবার চেক বক্সে ক্লিক করে “Save and Next” বোতামটিতে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গ e District Portal রেজিস্টেশন

  • একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। নিজের জমা দেওয়া তথ্য গুলি যাচাই করে নিন।
  • কোন ভুল থাকলে “Edit Application” এ ক্লিক করে সেটি ঠিক করে নিতে পারেন।
  • যদি সব ঠিক থাকে তাহলে “Attach supporting documents” বোতামটি ক্লিক করুন।
  • নির্দিষ্ট জায়গায় ডকুমেন্টস গুলি আপলোড করে দিন।
  • এইবার “Save and Next” বোতামটিতে ক্লিক করুন।
  • কোন ভুল থাকলে “Edit Application” এ ক্লিক করে সেটি ঠিক করে নিতে পারেন।
  • যদি কোন ভুল না থাকে তবে “Submit” বোতামে ক্লিক করে দিন।
  • আপনার অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে আপনার সামনে একটি একনলেজমেন্ট পেজ খুলে যাবে।

এই অকনোলিজমেন্ট পেজ টির একটি প্রিন্ট আউট নিয়ে সেটিকে রেখে দিন।

দ্রষ্টব্য – যদি তারপরেও না আসে তখন ওই acknowledgement রিসিপ্ট নিয়ে গিয়ে SDO বা BDO অফিসে যোগাযোগ করতে পারেন।

কিভাবে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টালে যান।
  2. আপনার একাউন্টে লগইন করুন।
  3. এর পর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করুন।
  4. আপনারা আবেদনের স্ট্যাটাসটি আপনার সামনে চলে আসবে।

অনলাইনে ইনকাম সার্টিফিকেট পেতে কতক্ষণ সময় লাগে

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট পেতে 7 দিন মত সময় লাগবে আবেদন জমা দেওয়ার পরে।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন e District পোর্টাল থেকে

পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে অনলাইনে e District  portal ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দেওয়া হয়।

আপনার ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পর্টালে যান।
  2. নিজের একাউন্টে লগইন করুন।
  3. তার পর অ্যাপ্রুভ ডকুমেন্টস এর উপর ক্লিক করুন ও তারপর ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
  4. ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন acknowledgement নাম্বারটি এন্টার করে সার্চ করুন।
  5. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
  6. ডাউনলোড প্রথম টিতে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট টি ডাউনলোড করে নিন।

যোগাযোগের ঠিকানা

Email- helpdesk.edistrict@wb.gov.in

Helpline- 18003455555

F.A.Qs পশ্চিমবঙ্গ e District Portal

কারা WB ই জেলা পোর্টাল চালু করেছে?

পশ্চিমবঙ্গ সরকার এই পোর্টাল চালু করেছে।  এই পোর্টালের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট কি বিনামূল্যে পাওয়া যাই?

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টাল থেকে বিনামূল্যে পাওয়া যাই।

ইনকাম সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে?

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট প্রায় 7 দিন মতো সময় লাগে আবেদন করার পর।

বিস্তারিত পড়ুন

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.