পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 | WBP Constable Syllabus 2024 in Bengali

Spread the love

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024 | পশ্চিমবঙ্গ পুলিশ ইন্টারভিউ প্রশ্ন | পশ্চিমবঙ্গ পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf 

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস নিচে আলোচনা করা হলো এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অনেক উপকৃত হবেন । একজন প্র্যাকটিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস জানা অত্যন্ত জরুরী।তাই পরীক্ষাটি ক্লিয়ার করতে, প্রতিটি বিষয় ভালোভাবে শিখুন এবং সংশোধন করুন, আপনার দুর্বলতা কোথায় সেটা বুঝুন এবং সেই অনুযায়ী নিজের প্রস্তুতি আরো মজবুত করে তুলুন । নীচে দেওয়া বিষয়ভিত্তিক সিলেবাসটি দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস: হাইলাইটস

WBP Constable Syllabus 2024
Organization West Bengal Police Recruitment Board (WBPRB)
Name of the exam West Bengal Police Constable 2024
Selection process
  1. Preliminary Written Exam
  2. Physical Measurement Test (PMT)
  3. Physical Efficiency Test (PET)
  4. Final Written Examination
  5. Interview
Exam Mode Offline
Negative Marking 0.25 marks
Job Location West Bengal
Official website www.prb.wb.gov.in or www.wbpolice.gov.in

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নির্বাচন প্রক্রিয়া 2024

সিলেবাসে ডুব দেওয়ার আগে, প্রথমে পরীক্ষা নির্বাচন পদ্ধতিটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত পাঁচটি রাউন্ড উত্তীর্ণ করার পর আপনি পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল হতে পারবেন।

  1. Preliminary Written Exam
  2. Physical Measurement Test (PMT)
  3. Physical Efficiency Test (PET)
  4. Final Written Examination
  5. Interview

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার সিলেবাস 2024 

এটি পরীক্ষার প্রথম পর্যায়, যা শুধুমাত্র যোগ্যতার উদ্দেশ্যে এবং MCQ প্রশ্ন নিয়ে গঠিত। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা 1 ঘন্টা স্থায়ী হয় এবং প্রতিটি সঠিক উত্তরের মূল্য এক নম্বর। অনুগ্রহ করে মনে রাখবেন যে উত্তর না দেওয়া প্রশ্নগুলির জন্য কোনও নেগেটিভ নম্বর নেই, তবে ভুলভাবে উত্তর দেওয়া প্রতিটি প্রশ্নের জন্য ¼তম নম্বরের নেতিবাচক চিহ্ন রয়েছে।

যে সকল প্রার্থীরা এই পর্যায়ে উত্তীর্ণ হতে ব্যর্থ হবেন তারা পরবর্তী পর্যায়ে শারীরিক পরীক্ষা এবং ফাইনাল লিখিত পরীক্ষা দিতে অযোগ্য হবেন। এই পরীক্ষার প্রশ্নগুলি শুধুমাত্র বাংলা এবং নেপালি ভাষায় সেট করা হবে।

Subject No. Question Marks
General Awareness and General Knowledge 50 50
Elementary Mathematics (Class 10th standard) 20 20
Logical Reasoning 30 30
Total 100

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল শারীরিক পরিমাপ পরীক্ষা (Physical Measurement Test)

প্রার্থীদের শারীরিক মান (উচ্চতা এবং ওজন) পরীক্ষা করা হবে ইলেকট্রনিক মেশিন ব্যবহার করে যারা প্রাথমিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন।

click here for Physical Measurement Test

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Efficiency Test)

Parameter Male Female
1 Mile / 1.6 km Run Within 6 (six) minutes, and 30 (thirty) seconds N/A
800 m Run N/A Within 4 (four) minutes

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চূড়ান্ত লিখিত পরীক্ষার প্যাটার্ন

এটি পরীক্ষার চতুর্থ পর্যায়, এবং এতে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে। এর ফলাফল চূড়ান্ত মেধা তালিকা কম্পাইল করতে ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চূড়ান্ত লিখিত পরীক্ষা এক ঘন্টা স্থায়ী হবে এবং এতে 85টি প্রশ্ন রয়েছে। এখানে প্রতিটি প্রশ্ন একটি করে চিহ্ন বহন করে। অনুগ্রহ করে সচেতন থাকুন যে প্রশ্নের উত্তর না দিয়ে রাখার জন্য কোনো জরিমানা নেই, তবে ভুল উত্তর দেওয়া প্রতিটি প্রশ্নের জন্য একটি ¼ম নম্বরের শাস্তি রয়েছে।

“ইংরেজি” অংশের প্রশ্নগুলি ব্যতীত, এই পরীক্ষার সমস্ত প্রশ্ন শুধুমাত্র বাংলা বা নেপালি ভাষায় হবে। এই পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

Subject  No. Question Marks
General Awareness & General Knowledge 25 25
English 10 10
Elementary Mathematics 25 25
Reasoning & Logical Analysis 25 25
Total 85

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ইন্টারভিউ

শুধুমাত্র অল্প সংখ্যক প্রার্থীকে তাদের যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হবে। সাক্ষাত্কারের সময় প্রার্থীর সাধারণ সচেতনতা এবং জনসেবার জন্য ফিটনেস মূল্যায়ন করা হবে। ইন্টারভিউয়ের জন্য নম্বর থাকে 15 শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস 2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের বেতন
WB Primary TET Previous Year Question Papers পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এডমিট কার্ড 2023
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া 2023 WB প্রাইমারি TET রেজাল্ট

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল FAQ

প্রশ্ন-WB পুলিশ কনস্টেবল পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে ?

উত্তর-হ্যাঁ , প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা হবে।

প্রশ্ন-WBP কনস্টেবল পরীক্ষাটি কোন ভাষায় হয় ?

উত্তর-বাংলা এবং নেপালি।

বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করুন 
WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here


Spread the love

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.