শৌচাগার নির্মাণের জন্য পরিবার প্রতি 12 হাজার টাকা দিচ্ছে সরকার।

শৌচাগার নির্মাণের জন্য পরিবার প্রতি 12 হাজার টাকা দিচ্ছে সরকার|Swachh bharat mission gramin|toilet scheme|

অবশেষে গ্রামীণ এলাকার জনগণের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। পৌরসভার মতো এবার গ্রামীণ এলাকাতেও কেন্দ্র সরকার ফ্রিতে স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্যে শৌচাগার নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে বারো হাজার টাকার আবেদন করার জন্য আহবান জানিয়েছেন। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটি পরিবারের অন্তত একটি করে শৌচাগার থাকা উচিত। এই স্বচ্ছ ভারত স্কিমে আবেদনের জন্য এ পি এল ও বিপিএল অন্তর্ভুক্ত পরিবার অগ্রাধিকার পাবেন। এখন নিম্নে আমরা জেনে নেব আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায়।

অফলাইন প্রক্রিয়া:-

এক্ষেত্রে আপনাকে আপনার নিজস্ব এলাকার গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে প্রধানের কাছে আর্জি জানিয়ে একটি দরখাস্ত লিখতে হবে এবং শৌচালয় নিমার্ণ করার জন্য আবেদন জানাতে হবে।

এজন্য আপনাকে যে যে ডকুমেন্ট গুলোর জেরক্স নিয়ে নিতে হবে, সেগুলি হল,

১. আধার কার্ড (বাধ্যতামূলক)

২. সক্রিয় ব্যাংকের পাসবুক (বাধ্যতামূলক)

৩. ভোটার কার্ড ও জব কার্ড (ঐচ্ছিক)

৪. এপিএল/বিপিএল লিস্টের প্রতিলিপি।

 

অনলাইন প্রক্রিয়া:-

জনগণের সুবিধার্থে এবং দুর্নীতি দমনের চেষ্টায় অন্যান্য প্রকল্পের ন্যায় এই প্রকল্পতেও অনলাইন প্রক্রিয়া চালু করে জনগণের সুবিধার পথ প্রশস্ত করা হয়েছে। এখন আমরা নিম্ন জেনে নেব কিভাবে অনলাইনে আবেদন করা যায়।

১. প্রথমত আপনাকে ওয়েবসাইটে click here চলে যেতে হবে এবং সেখানে গিয়ে এই অপশনে ক্লিক করতে হবে এবং এটি ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে যেটিতে লগইন করার জন্য আপনাকে বলা হবে। যেহেতু আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান সেহেতু উপরে উল্লেখিত সিটিজেন রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশনের জন্য নতুন পেজে চলে যাবেন।

২. রেজিস্ট্রেশন click hereপেজে আসার পর আপনার মোবাইল নম্বর, আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও নির্দিষ্ট রাজ্য সিলেক্ট করে নিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল হলে আপনাকে পুনরায় আবার লগইন click here পেজে চলে যেতে হবে, লগইন পেজে গিয়ে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এর জায়গায় নিজের ফোন নম্বরের শেষ চারটি সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে।

৪. লগ ইন করার পরবর্তীতে আপনাকে সর্ব প্রথমে পুরনো পাসওয়ার্ড লিখে, দ্বিতীয় ও তৃতীয় অপশনে নতুন পাসওয়ার্ড লিখে সাবমিট করে দিতে হবে।

৫. নতুন পাসওয়ার্ড তৈরি করার পর আপনার নাম লেখা একটি নতুন পেজ খুলে যাবে, সেই পেজে বাঁদিকের উপরে তিনটি লাইনে ক্লিক করে আপনি নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আপনাকে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল:-

  •  আধার কার্ড
  • ব্যাংকের বই এর স্ক্যান কপি (200 KB এর মধ্যে)
  •  চালু মোবাইল নম্বর

৬. এপ্লিকেশন ফর্মে প্রদত্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নিয়ে এবং সর্বশেষে ব্যাংক একাউন্ট পাসবুকের স্ক্যান কপি আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, পুনরায় আপনি বাঁদিকের তিনটি লাইনে ক্লিক করে ভিউ অ্যাপ্লিকেশন অপশন এ ক্লিক করে আপনার আবেদনের বর্তমান স্থিতি জানতে পারবেন।

আপনি যদি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে কোনরকম অসুবিধা সম্মুখীন হন, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা যথাসাধ্য সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।

 

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and love to create & share study-related content on the internet. I always try to serve you the best and correct information.