পদ্ম পুরস্কার 2022 সম্পূর্ণ তালিকা | Padma Awards 2022
পদ্ম সম্মান 2022 pdf | পদ্মশ্রী পুরস্কার কেন দেওয়া হয় | পদ্মবিভূষণ পুরস্কার 2022 pdf | পদ্মশ্রী পুরস্কার ২০২২ | পদ্মশ্রী পুরস্কার মূল্য | পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়
কিছু কিছু ভারতীয় যারা স্বার্থহীন হন এবং জনগণ ও দেশের স্বার্থে অর্থাৎ মানবজাতির উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে দেন বিভিন্ন কাজের মাধ্যমে। তাদের সেই ত্যাগ ও গৌরবময় কাজের জন্য ভারত সরকার কর্তৃক বহু সম্মান প্রদান করা হয়। অবশ্য সেই সম্মান তাদের কাজ নির্বিশেষে বিচার করা হয়। সরকার কর্তৃক পদার্থ যেসকল সম্মান বিভিন্ন সম্মানীয় ব্যক্তিকে দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হলো- “পদ্ম পুরস্কার“।
একদিক থেকে এটি অন্যতম পুরস্কার হিসেবে জন্য হলেও এর ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রের তুলনা হয়না। তাই “পদ্ম সম্মান 2022” হল দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই পদ্ম পুরস্কার আবার তিনটি বিভাগে প্রদান করা হয়, যথা-
- পদ্মবিভূষণ– এই পুরস্কার প্রদান করা হয় শিল্প, সমাজকর্ম, জনবিষয়ক বিষয়, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, নাগরিক পরিষেবা, ইত্যাদি।
- পদ্মভূষণ– ব্যতিক্রমী ও বিশিষ্ট মানের সমাজ সেবার জন্য।
- পদ্মশ্রী– যেকোনো ক্ষেত্রে বা কোন কাজে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে সে কাজের উপর সেবা প্রদান করার জন্য।
পদ্ম পুরস্কার 2022 ঘোষণা কাল:-
প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয়।
পদ্ম পুরস্কার বিতরণ প্রক্রিয়া:-
এই পুরস্কার ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে প্রদান করা হয় (মার্চ-এপ্রিল মাসে)।
পদ্ম সম্মান 2022:-
2 টি যুগল মামলাসহ 128 টি পদ্ম পুরস্কার অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে 4 টি পদ্মবিভূষণ, 17 টি পদ্মভূষণ, 107 টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে।
পদ্ম পুরস্কার প্রাপকদের বিবরণ:-
পদ্ম পুরস্কার প্রাপ্ত সকল সদস্যদের মধ্যে 34 জন মহিলা, 10 জন বিদেশি/NRI/PIO/OCI ও 13 জন মরণোত্তর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি রয়েছেন।
এখন নিম্নে তালিকায় 2022 সালে পদ্ম সম্মান প্রাপকদের বিবরণ দেওয়া হলো।
পদ্ম পুরস্কার 2022 এর তালিকা
পদ্ম বিভূষণ 2022 | |
|
|
পদ্মভূষণ 2022 | |
|
|
পদ্মশ্রী 2022 | |
|
|
F.A.Q
প্রশ্ন : পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ: পদ্ম পুরস্কারগুলি 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল
প্রশ্ন : যে বাঙালি তথা ভারতীয় ফুটবলার প্রথম পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ?
উঃ: বাইচুং ভুটিয়া।
প্রশ্ন : পদ্মশ্রী পুরস্কার মূল্য ?
প্রশ্ন:-শিল্পে পশ্চিমবঙ্গের কোন অভিনেতা 2022 এ পদ্ম ভূষণ পুরস্কার পেলেন?
উঃ:-শ্রী ভিক্টর ব্যানার্জি।
প্রশ্ন:-এবছর 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন কোন ভারতীয় জাভেলিন খেলোয়ার?
উঃ:- শ্রী নীরাজ চোপরা। (হরিয়ানা)* টোকিও অলিম্পিকে (2020) একমাত্র ভারতীয় হিসেবে সোনার পদক জয়ী।
প্রশ্ন:-এবছর 2022 সালে জম্মু-কাশ্মীরের খেলোয়ার তথা বাসিন্দা হয়ে পদ্মশ্রী পুরস্কার পেলেন কোন খেলোয়ার?
উঃ:-শ্রী ফাইসাল আলী দার।
প্রশ্ন:-শিক্ষা এবং সাহিত্যে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি 2022 এ পদ্মশ্রী পুরস্কার পেলেন?
উঃ:-শ্রী কালিপদ সারেন।
প্রশ্ন:-শিল্পকলা বা কলা বিভাগে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি 2022 এ পদ্মশ্রী পুরস্কার পেলেন?
উঃ:- শ্রী কাজী সিং।
প্রশ্ন:-বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি 2022 এ পদ্মশ্রী পুরস্কার পেলেন?
উঃ:- সংঘ্যামিত্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:-বাণিজ্য এবং শিল্পে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি 2022 এ পদ্মশ্রী পুরস্কার পেলেন?
উঃ:-শ্রী প্রহ্লাদ রায় আগারওয়ালা।