যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন | বিশ্বের সেরা বইয়ের তালিকা

বিশ্বের সেরা বইয়ের তালিকা |পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত বই কোনটি | পৃথিবীর বিখ্যাত বই |বাংলায় অনুবাদ করা বিখ্যাত বই |পৃথিবীর সবচেয়ে ভালো বই কোনটি

  • আজ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ বিশ্বের সর্বকালের সেরা যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই বইগুলি হয়ে উঠতে পারে আপনাদের জীবনের নতুন টার্নিং পয়েন্ট। একটি বই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বই যেমন একদিকে জ্ঞানের ভান্ডার কে সমৃদ্ধ করে অপরদিকে হয়ে উঠতে পারে আমাদের বন্ধু। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের সামনে দুটি প্রশ্ন করলাম উত্তর গুলি কমেন্ট বক্সে জানান।
  • শেষ কবে বই পড়েছেন?
  • কোন বইটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে?

নিয়মিত বই পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি আবার অন্যের দৃষ্টি ভঙ্গি দিয়ে জীবনকে ভিন্ন রূপে উপলব্ধি করতে পারি। যা আমাদের সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। জীবনের সাফল্য অর্জনের জন্য আমরা প্রায়ই পৃথিবীর সকল ব্যক্তিদেরই অনুসরণ করি তাই একথা কারোরই অজানা নয় যে বিশ্বের সকল প্রতিষ্ঠিত ব্যক্তিদের একটি কমন বৈশিষ্ট্য হলো যে তারা প্রচুর বই পড়তেন যেমন Bill Gates, Elon Musk, Warren Buffett ,Mark Zuckerberg এর মত বিশিষ্ট ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ সময় ব্যয় করতেন বই পড়ে। সফল ব্যক্তিদের সর্বদাই বই পড়েন কারণ তারা নতুন কিছু শিখতে আগ্রহী হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

যদি আপনি শিখতে আগ্রহী না হন নিজেকে পরিবর্তন না করেন, নিজেকে নতুন রূপে প্রকাশ না করেন তাহলে আপনি কখনোই পূর্বের থেকে ভালো অবস্থানে যেতে পারবেন না। আর আপনি যদি নিজেকে উন্নত করতে না পারেন তাহলে আপনাকে অনেক পিছিয়ে পড়তে হবে। তাই আপনাকে এগিয়ে দে হলে নিজের মনকে সর্বদা নতুন তথ্য দ্বারা সমৃদ্ধ করতে হবে। তাই আজ আমরা জীবনে গুরুত্বপূর্ণ বিশ্বের সর্বকালের সেরা যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন  নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ আর্থিক , আত্মিক এবং শারীরিক প্রতিটি ক্ষেত্রে আপনাকে জীবনের নতুন পর্যায়ে নিয়ে যাবে।

যে ৫ টি বই আপনাকে নতুন করে ভাবাতে সাহায্য করবে

Think And Grow Rich

যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন 

প্রথমেই যে বইটি কথা আপনাদের বলব সেটি হল বিশ্বের সর্বকালের সেরা বইয়ের মধ্যে একটি Think And Grow Rich |থিংক অ্যান্ড গ্রো রিচ বইটি লিখেছেন আমেরিকার বিখ্যাত লেখক Napoleon Hill। সাধারণ চিন্তা-ভাবনা ও আচরণ কিভাবে মানুষকে সফল হওয়ার নেতৃত্ব দেন তা উদঘাটন করার জন্য তিনি 20 বছর ধরে বিভিন্ন বিলিওনিয়ারদের সাক্ষাৎকার নিয়েছেন। আপনার মনের বিকাশের জন্য এই বইটি একটি সত্যিকারের ই গোল্ড মাইন।পরিবর্তন করতে চান তাহলে এই বইটি আপনার জন্য। নেপোলিয়নের এই বইটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনার স্বপ্নকে বাস্তব রুপ দিতে হয় এবং সফল ব্যাক্তিদের বৈশিষ্ট্যগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হয়।

” আপনি আপনার ভাগ্যের কর্তা। আপনি আপনার নিজের পরিবেশকে প্রভাবিত করতে পারেন, সরাসরি পরিচালনা করতে পারেন। আপনি নিজের জীবন যা চান তা তৈরি করতে পারেন “

                                                                                                           Napoleon Hill 

Unlimited Power

যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন

দ্বিতীয় বইটি হচ্ছে Unlimited Power। সর্বকালের সেরা সফল ব্যক্তিদের একজন হচ্ছে Tony Robbins। আপনি আপনার জীবনকে কিভাবে গড়ে উঠতে চান তা আবিষ্কার করতে আপনাকে সাহায্য করবে টনি রবিনসনের লেখা আনলিমিটেড পাওয়ার বইটি । এই বইটিতে হিউম্যান সাইট তৈরীর ব্যাপারে সকল বিষয় রয়েছে। এমনকি বইটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে মিনিটের মধ্যে মনকে রি প্রোগ্রাম করতে হয় এবং মন থেকে যে কোন প্রকার ভয় এবং ফোবিয়া দূর করতে হয়। টনি রবিনসনের মতে কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনিও অন্যদের মতো সফল হতে পারবেন। যদি আপনি সত্যি সফল হতে চান এবং জানতে চান একজন মানুষের মন কিভাবে কাজ করে তাহলে এ বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে।

“একটি বাস্তব সিদ্ধান্ত মাপা হয় যে আপনি একটি নতুন পদক্ষেপ নিয়েছেন। কোনও পদক্ষেপ না নিলে আপনি সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেননি। “

                                                                                                        Tony Robbins

How to Win Friends and Influence People

যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন

তৃতীয় যে বইটার কথা আপনাদের বলব যে বইটি হচ্ছে How to Win Friends and Influence People। এ বইটি লিখেছেন বিখ্যাত আমেরিকান লেখক Dale Carnegie। আপনি কি একটি অন্যদের সাথে ব্যক্তিগত বা ব্যবসায়িকভাবে সুসম্পর্ক গড়তে চান এবং কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয় তা জানতে চান তাহলে এ বইটি আপনার জন্য।কিভাবে সম্মান দিতে হয় কিভাবে সম্মান দিতে হয় এবং কিভাবে অন্যদের সাথে কথোপকথন করতে হয় এবং কিভাবে চারপাশে সফল মানুষের সার্কেল তৈরি করতে হয় তা জানতে হলে আপনাকে অবশ্যই ডেল কার্নেগী হাউ টু উইন ফ্রেন্ডস অন্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি পড়তে হবে। এখন পর্যন্ত এ বইটি প্রায় 15 মিলিয়নের বেশি কফি বিক্রি হয়েছে। আশাকরি ডেল কার্নেগী এর বাস্তব উপদেশ আপনার জীবনের নতুন পরিবর্তন নিয়ে আসবে।

“বিশ্বের প্রত্যেকে সুখ খুঁজছেন  এবং এটির সন্ধানের একটি নিশ্চিত উপায় রয়েছে। এটি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করে। সুখ বাইরের অবস্থার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে অভ্যন্তরীণ অবস্থার উপর।” 

                                                                                                             Dale Carnegie

The 4-Hour Workweek

বিশ্বের সেরা যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন 

চার নম্বরের যে বইটি কথা আপনাদের বলব সে বইটির কথা আপনাদের বলব সেটি হল The 4-Hour Workweek। এ বইটি লিখেছেন বিখ্যাত লেখক Tim Ferriss। যদি আপনি চান নিজেকে আরও উন্নত করতে এবং কম সময়ে কাজ করে বেশি অর্থ উপার্জন করতে চান তাহলে টিম প্যারিসের এ বইটি আপনার জন্য। সফল ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সফল ব্যক্তিরা নিজের সময় সময় অপ্রয়োজনীয় বিষয়ে জন্য ব্যয় করেনা। তাই আপনার সময় অপচয় হয় এমন কাজ করা থেকে আপনি নিজেকে বিরত রাখুন। সর্বদা আপনি নিজের জন্য সময় বের করুন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার সময়কে লাগানোর চেষ্টা করুন। লেখক তার এই বইয়ে বলেছেন সপ্তাহে 4 ঘন্টা কাজ করে অর্থাৎ আপনি যদি কম পরিশ্রম করে বেশি উপার্জন করেন তাহলে এটি অবশ্যই আপনার একটি স্মার্ট বিনিয়োগ।
“আপনার যে প্রশ্নটি করা উচিত তা নয়,” আমি কী চাই? ” বা “আমার লক্ষ্য কি?” তবে “কী আমাকে উত্তেজিত করবে?”
                                                                                                                   Tim Ferriss

The 7 Habits of Highly Effective People

ভালো বইয়ের তালিকা

শেষ বই অর্থাৎ পাঁচ নম্বরে কে বইটির কথা আপনাদের বলব সেটি হল The 7 Habits of Highly Effective People। এই বইটি বিশিষ্ট লেখক লিখেছেন Stephen R. Covey। কিভাবে সফল এবং কর্মক্ষম ব্যক্তি কে পরিচালিত করতে হয় তা শিখতে হলে স্টিফেন কবে লেখা দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটি পড়তে হবে। স্টিভেন কবে বলেন কর্মক্ষম ব্যাক্তিদের কিছু বৈশিষ্ট্য হয়েছে যেমন প্রো-অ্যাকটিভ হওয়া , হতাশ না হয়ে যে কোন কাজ নতুনভাবে করা করা, যেকোনো প্রয়োজনীয় কাজ আগে করা , যেকোনো জিনিস নিজে আগে বোঝার চেষ্টা করো তারপরে অন্যদেরকে বোঝানো, সর্বদা মিলেমিশে একসাথে কাজ করার মনোভাব রাখা এবং দূরদৃষ্টি সম্পন্ন হওয়া । স্টিভেন কোভিদ জীবন সংক্রান্ত নির্দেশনা আপনাকে ভালো অভ্যাসের বিকাশ ঘটাতে সাহায্য করবে কারণ এই অভ্যেসের অর্জনই পারে আপনাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে। বইটির একটি বিখ্যাত উক্তি হলো;
“Sow a thought, reap an action; sow an action, reap a habit; sow a habit, reap a character; sow a character, reap a destiny.”
                                                                                                  Stephen R. Covey
সফল হতে গেলে জানার বিকল্প নেই আর জানতে হলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। এক্ষেত্রে এই ধরনের আত্মউন্নয়নমূলক বই আপনার মনের বিকাশে অত্যন্ত সহায়কব্যাক্তিদের মত চিন্তা ধারা করতে সক্ষম হবেন। আপনাদের নিজের উপর বিশ্বাস রাখতে সাহায্য করবে আর আপনিও অর্জন করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য কে। আর আমরাও চাই পৃথিবীর এমন কিছু বইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে যেগুলো পড়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এই ধরনের আরও কিছু বইয়ের নাম জানতে চাইলে কমেন্ট করে জানান।

List of prime ministers in India with date

 

Comments are closed.