স্বাস্থ্য সাথী কার্ড চেক 2023 |স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট |স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন 2023 | swasthya sathi card name check |স্বাস্থ্য সাথী আপডেট
বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানসিক চাপ , অনিয়মিত খাওয়া-দাওয়া দূষিত পরিবেশ ইত্যাদি বিভিন্ন কারণে একজন মানুষের সুস্থ থাকা টা একটু কঠিন হয়ে দাঁড়ায় তখন মানুষের একটাই কথা মাথায় আসে স্বাস্থ্যই সম্পদ। এই কথা মাথায় রেখে স্বাস্থ্য ঠিক করার জন্য মানুষ ছুটে যায় ডাক্তারের কাছে স্বাস্থ্য সুস্থ করার লক্ষ্যে । কিন্তু সেখানে গিয়ে ডাক্তারের ফি ,ওষুধের খরচ, হাসপাতালের খরচ ইত্যাদি কারণে তাহলে ওটা হয় না ফলে মানুষের স্বাস্থ্য সুস্থ হয়ে ওঠে না তাই এই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প চালু করেছে সেটি হল স্বাস্থ্য সাথী প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে কম খরচে প্রত্যেকটি মানুষ চিকিৎসা করতে পারবেন ।
এই প্রকল্প আসার প্রথম দিকে এই প্রকল্পটি কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে নাগরিকরা সকলে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।এই ইনস্যুরেন্স স্কিম অনুযায়ী, প্রকল্পের আওতাধীন মানুষদের যে কোনও প্রাইভেট হাসপাতালে দেড় লক্ষ টাকা পর্যন্ত ‘ক্যাসলেস’ চিকিৎসা করানোর সুযোগ রয়েছে।
এই প্রকল্পের সুবিধা গুলি করার জন্য লক্ষ লক্ষ মানুষ তাদের নাম স্বাস্থ্য সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে |কিন্তু নথিভূক্ত কারী অনেক ব্যক্তি বুঝে উঠতে পারছেনা তার নামটি এ আয়াতে সঠিকভাবে নথিভূক্ত হয়েছে কিনা । এই সমস্যা সমাধানের জন্য নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক (Swasthya Sathi card name check) অথবা স্বাস্থ্য সাথী কার্ড নাম লিস্ট অনলাইন কিভাবে করবেন |
স্বাস্থ্য সাথী আপডেট
স্বাস্থ্য সাথী সম্পর্কে আমরা অনেকেই বিভিন্ন রকম তথ্য পেয়েছি তবে বর্তমানে, পুরোনো হলেও; নতুন একটি আপডেট উঠে এসেছে। অতীতে যখন স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করা হয়েছিল তখন রেশন কার্ড কে প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে জালিয়াতি ও এক নাম একাধিক কার্ডে এবং ভুল ভ্রান্তি শুধরাতে রাজ্য সরকার একটি নতুন আপডেট চালু করেছে। বর্তমানে প্রত্যেকটি স্বাস্থ্য সাথী কার্ড ধারক পরিবারকে তাদের স্বাস্থ্য সাথী কার্ড এর সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে। (এটি বাধ্যতামূলক)
বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতালে যাতে জনসাধারণ স্বচ্ছ ভাবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পেতে পারে সেই জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এটি যে যথেষ্ট কার্যকর তা বিভিন্ন কার্যক্রম ক্ষেত্রে প্রমাণিত।
স্বাস্থ্য সাথী প্রকল্পের বিবরণ
প্রকল্পের নাম | স্বাস্থ্য সাথী স্কিম |
চালু করেছেন | মমতা বন্দ্যোপাধ্যায় |
ঘোষণা করা হয়েছে | 26 November 2020 |
প্রযোজ্য | 1st December 2020 |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গ সমগ্র জনসংখ্যা |
উপকার | পাঁচ লক্ষ টাকা বীমা |
পূর্ববর্তী সুবিধাভোগীর সংখ্যা | 7.5 crore |
সরকারী ওয়েবসাইট | https://swasthyasathi.gov.in/ |
স্বাস্থ্য সাথী কার্ড চেক করার নিয়ম | স্বাস্থ্য সাথী কার্ড চেক urn
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন
- হোম পৃষ্ঠাটি আপনার সামনে উপস্থিত হবে।
- হোমপেজে, Find You Name অপশনে ক্লিক করুন।
- আপনার সামনে একটি নতুন ওয়েব পৃষ্ঠা উপস্থিত হবে
- এখানে, মোবাইল নম্বর পূরণ করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ খুলবে।
- এই পৃষ্ঠায় আপনাকে আপনার নিজের নাম জেলার নাম ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির নাম ইত্যাদি বিশদ পূরণ করতে হবে।
- এখানে আপনাকে Select By option এ স্বাস্থ্যসাথী তে এপ্লাই সময় যে docement দিয়েছিলেন সেটি সিলেক্ট করেন তার আইডি নাম্বার দিতে হবে ।
- এরপর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠায় আসবে এবং সেখানে আপনার নামটি এবং URN নাম্বার দেওয়া থাকবে। (যদি আপনার নামটি স্বাস্থ্য সাথী প্রকল্পের নথিভুক্ত হয়ে থাকে)
বিস্তারিত পড়ুন:
- বিশ্বের সর্বকালের সেরা যে পাঁচটি বই বদলে দেবে আপনার জীবন |
- স্বাস্থ্য সাথী কার্ড চেক অনলাইন কিভাবে করবেন ?
- দুয়ারে সরকার(duare sarkar) কি কি কাজ হবে ?
- কিভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করবো ?
- ডিজিটাল রেশন কার্ড কিভাবে আবেদন করবেন ?
Comments are closed.