পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা PDF | পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে 2024

পশ্চিমবঙ্গের রাজ্যপালেপশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা | পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে | পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে 2024 | পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এর নাম কি | পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে | পশ্চিমবঙ্গের রাজ্যপালের বেতন |কতপশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে 2025 | পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি | পশ্চিমবঙ্গের রাজ্যপালের পুরো নাম কি | পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে | পশ্চিমবঙ্গের বর্তমান নাম কি | পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হল রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি।কোন রাজ‍্যের রাজ‍্যপাল ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছরের মেয়াদের নিযুক্ত হন। রাজ্যপালের সরকারি বাসভবন রাজভবন। ভারতে বর্তমানে (2024) 29 টি রাজ‍্য এবং 9 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আমরা এখানে পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল তালিকা প্রদান করছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

বর্তমানে মহামান্য  সি.ভি. আনন্দ বোস, 23 নভেম্বর 2022-এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ আর্টিকেলটিতে নাম সহ পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল, এবং পশ্চিমবঙ্গের 1947-2024 পর্যন্ত রাজ্যপালের নামের তালিকা রয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল
সম্বোধনরীতি মহামান্য
বাসভবন রাজভবন; কলকাতা
নিয়োগকর্তা ভারতের রাষ্ট্রপতি
মেয়াদকাল  5 বছর
ওয়েবসাইট rajbhavankolkata.gov.in

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা 1947-2024

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা 1947-2024 সম্পর্কে যেমন রাজ্যপালদের নাম ও তাঁদের কাজের সময়কাল নিচের টেবিলে আলোচনা করা হয়েছে।

 

ভারতের জাতীয় বিভিন্ন পুরস্কার

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা

নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব ত্যাগ
চক্রবর্তী রাজাগোপালচারী ১৫ আগস্ট ১৯৪৭ ২১ জুন ১৯৪৮
কৈলাশ নাথ কাটজু ২১ জুন ১৯৪৮ ১ নভেম্বর ১৯৫১
হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ১ নভেম্বর ১৯৫১ ৮ আগস্ট ১৯৫৬
ফণিভূষণ চক্রবর্তী (অস্থায়ী) ৮ আগস্ট ১৯৫৬ ৩ নভেম্বর ১৯৫৬
পদ্মজা নাইডু ৩ নভেম্বর ১৯৫৬ ১ জুন ১৯৬৭
ধর্মবীর ১ জুন ১৯৬৭ ১ এপ্রিল ১৯৬৯
দীপনারায়ণ সিনহা (অস্থায়ী) ১ এপ্রিল ১৯৬৯ ১৯ সেপ্টেম্বর ১৯৬৯
শান্তিস্বরূপ ধাওয়ান ১৯ সেপ্টেম্বর ১৯৬৯ ২১ আগস্ট ১৯৭১
অ্যান্টনি ল্যান্সলট ডায়াস ২১ আগস্ট ১৯৭১ ৬ নভেম্বর ১৯৭৯
ত্রিভুবন নারায়ণ সিংহ ৬ নভেম্বর ১৯৭৯ ১২ সেপ্টেম্বর ১৯৮১
ভৈরব দত্ত পান্ডে ১২ সেপ্টেম্বর ১৯৮১ ১০ অক্টোবর ১৯৮৩
অনন্ত প্রসাদ শর্মা ১০ অক্টোবর ১৯৮৩ ১৬ আগস্ট ১৯৮৪
সতীশ চন্দ্র (অস্থায়ী) ১৬ আগস্ট ১৯৮৪ ১ অক্টোবর ১৯৮৪
উমাশংকর দীক্ষিত ১ অক্টোবর ১৯৮৪ ১২ আগস্ট ১৯৮৬
সৈয়দ নুরুল হাসান ১২ আগস্ট ১৯৮৬ ২০ মার্চ ১৯৮৯
টি ভি রাজেশ্বর ২০ মার্চ ১৯৮৯ ৭ ফেব্রুয়ারি ১৯৯০
সৈয়দ নুরুল হাসান ৭ ফেব্রুয়ারি ১৯৯০ ১২ জুলাই ১৯৯৩
বি. সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্বে) ১৩ জুলাই ১৯৯৩ ১৪ আগস্ট ১৯৯৩
কে ভি রঘুনাথ রেড্ডি ১৪ আগস্ট ১৯৯৩ ২৭ এপ্রিল ১৯৯৮
আখলাকুর রহমান কিদোয়াই ২৭ এপ্রিল ১৯৯৮ ১৮ মে ১৯৯৯
শ্যামল কুমার সেন ১৮ মে ১৯৯৯ ৪ ডিসেম্বর ১৯৯৯
বীরেন জে. শাহ ৪ ডিসেম্বর ১৯৯৯ ১৪ ডিসেম্বর ২০০৪
গোপালকৃষ্ণ গান্ধী ১৪ ডিসেম্বর ২০০৪ ১৪ ডিসেম্বর ২০০৯
দেবানন্দ কোঁয়র (অতিরিক্ত দায়িত্বে) ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩ জানুয়ারী ২০১০
এম কে নারায়ণন ২৪ জানুয়ারী ২০১০ ৩০ জুন ২০১৪
ডি ওয়াই পাতিল (অতিরিক্ত দায়িত্বে) ৩ জুলাই ২০১৪ ১৭ জুলাই ২০১৪
কেশরী নাথ ত্রিপাঠী ২৪ জুলাই ২০১৪ ২৯ জুলাই ২০১৯
জগদীপ ধনখড় ৩০ জুলাই ২০১৯ ১৭ জুলাই ২০২২
লা. গণেশন (অতিরিক্ত দায়িত্বে) ১৮ জুলাই ২০২২ ১৭ নভেম্বর ২০২২
সিভি আনন্দ বোস ২৩ নভেম্বর ২০২২ শায়িত্ব

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল

বর্তমানে মহামান্য সি.ভি. আনন্দ বোস, 23 নভেম্বর 2022-এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 2 জানুয়ারী 1951তে কেরালা রাজ্যের কোট্টায়ম জেলায় জন্মগ্রহণ করেন। সি.ভি. আনন্দ বোস হলেন পশ্চিমবঙ্গের 22 তম রাজ্যপাল।

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রী তালিকা

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মহামান্য পদ্মজা নাইডু এবং তিনি পশ্চিমবঙ্গের পঞ্চম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পদ্মজা নাইডু 17 ই নভেম্বর 1900 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। 3 নভেম্বর 1956 থেকে 1 জুন 1967 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন।

ভারতের রাষ্ট্রপতি তালিকা

FAQs

প্রশ্ন-পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?

উত্তর- পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন সি. রাজাগোপালাচারী।

প্রশ্ন-পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

উত্তর-পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল।

প্রশ্ন-পশ্চিমবঙ্গের রাজ্যপাল কততম ?

উত্তর-22 তম।

প্রশ্ন -পশ্চিমবঙ্গের রাজ্যপালের বেতন কত ?

উত্তর – পশ্চিমবঙ্গের রাজ্যপালের বেতন 3 লক্ষ 50 হাজার।

প্রশ্ন-পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?

উত্তর-সি.ভি. আনন্দ বোস, 23 নভেম্বর 2022-এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন।

প্রশ্ন-রাজ্যে রাজ্যপালের কাজ কি?

উত্তর-রাজ্যপাল রাজ্যের প্রধান হলেও মূল ক্ষমতা রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রীসভার হাতে ন্যস্ত থাকে।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস 2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের বেতন
WB Primary TET Previous Year Question Papers পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এডমিট কার্ড 2023
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া 2023 WB প্রাইমারি TET রেজাল্ট
WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

 

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.