পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম pdf | পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কি কি | পশ্চিমবঙ্গের নতুন জেলা | পশ্চিমবঙ্গের জেলা কয়টি | পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও সদর শহর | পশ্চিমবঙ্গের জেলার মানচিত্র | পশ্চিমবঙ্গের কয়টি জেলা ও কি কি 2024? | পশ্চিমবঙ্গের 30 টি জেলার নাম কি? |পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি 2024? |2024 সালের পশ্চিমবঙ্গের তালিকায় কয়টি জেলা আছে?
ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিক বৈচিত্র্যময় রাজ্য। রাজ্যটি বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত, প্রতিটির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তাত্পর্য রয়েছে। এই নিবন্ধে পশ্চিমবঙ্গের জেলার তালিকা, নবগঠিত জেলা এবং প্রশাসনিক বিভাগের বিবরণ রয়েছে।
পশ্চিমবঙ্গের জেলার তালিকা 2025
-
আলিপুরদুয়ার (Alipurduar)
-
বাঁকুড়া (Bankura)
-
বীরভূম (Birbhum)
-
কোচবিহার (Cooch Behar)
-
দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur/ South Dinajpur)
-
দার্জিলিং (Darjeeling)
-
হুগলী (Hooghly)
-
হাওড়া (Howrah)
-
জলপাইগুড়ি (Jalpaiguri)
-
ঝাড়গ্রাম (Jhargram)
-
কালিম্পং (Kalimpong)
-
কলকাতা (Kolkata)
-
মালদা (Malda)
-
মুর্শিদাবাদ (Murshidabad)
-
নদিয়া (Nadia)
-
উত্তর 24 পরগনা (North 24 Parganas)
-
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)
-
পশ্চিম বর্ধমান (Paschim Burdwan : বর্ধমান)
-
পূর্ব বর্ধমান (Purba Burdwan: বর্ধমান )
-
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)
-
পুরুলিয়া (Purulia)
-
দক্ষিণ 24 পরগনা (South 24 Parganas)
-
উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)
পশ্চিমবঙ্গের জেলার মানচিত্র 2025
বর্তমানে পশ্চিমবঙ্গ 5টি প্রশাসনিক বিভাগ এবং 23টি জেলায় বিভক্ত। বিভাগগুলি বিভাগীয় কমিশনার দ্বারা এবং জেলাগুলি জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হয়। কলকাতা, রাজ্যের রাজধানী, কলকাতা জেলায় অবস্থিত। অন্যান্য জেলাগুলিকে মহকুমা ও ব্লকে ভাগ করা হয়েছে। এগুলি যথাক্রমে মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক দ্বারা নিয়ন্ত্রিত হয়৷ এই রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট।
গ্রাম পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থা “গ্রাম পঞ্চায়েত” নামে পরিচিত, ব্লক স্তরে “পঞ্চায়েত সমিতি” এবং জেলা স্তরে “জেলা পরিষদ” নামে পরিচিত। 2017 খ্রিস্টাব্দে, বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় বিভক্ত করা হয়। এই বছর ঘোষিত আরও দুটি জেলা হল ঝাড়গ্রাম জেলা এবং কালিম্পং জেলা।
পশ্চিমবঙ্গের জেলার তালিকা: প্রশাসনিক বিভাগ
পশ্চিমবঙ্গ রাজ্যটি 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত এবং মোট 23টি জেলা নিয়ে গঠিত। বিস্তারিত নীচে দেখুন
- জলপাইগুড়ি বিভাগ: এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। জলপাইগুড়ি বিভাগ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলা নিয়ে গঠিত।
- মালদা বিভাগ: এটি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলা নিয়ে গঠিত।
- বর্ধমান বিভাগ: বর্ধমান বিভাগ হল বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা নিয়ে গঠিত পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ।
- মেদিনীপুর বিভাগ: মেদিনীপুর বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত।
- প্রেসিডেন্সি বিভাগ: প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি। এটি হাওড়া, কলকাতা, নদীয়া, উত্তর 24 পরগণা, দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে গঠিত।
পশ্চিমবঙ্গের 23 টি জেলা সম্পর্কিত FAQs
পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি ?
উত্তর 24পরগনা
পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
কালিম্পং জেলা।
পশ্চিমবঙ্গের নতুন জেলার নাম কি?
সাত নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সাত নতুন জেলা হল, সুন্দরবন, ইছামতী (উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা ও বাগদা নিয়ে), বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি।
পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও সদর শহর?
ওপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
WhatsApp Group | Click Here |
Telegram | Click Here |
Facebook Page | Click Here |