প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন-উত্তর 2025 | প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ইন্টারভিউ বই pdf download | Primary interview questions in bengali | ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর pdf | প্রাইমারি ভাইভা সহায়িকা pdf
প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন-উত্তর এর নমুনা আমরা নিচে বিস্তারিত হবে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাই আমরা বিগত বছরের ইন্টারভিউ কি কি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেগুলো বিভিন্ন প্র্যাক্টের কাছ থেকে সংগ্রহ করেছি তাই তোমাদের সুবিধার্থে জন্য সেই কোশ্চেনগুলি নিজে খুব সুন্দরভাবে আলোচনা করা হলো । আজ এই নিবন্ধে ইন্টারভিউ এর প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য সেই ধরনের কিছু কমন প্রশ্ন (Primary Teacher Interview Questions) এখানে আলোচনা করছি।
পরীক্ষার নাম | West Bengal Teachers Eligibility Test (WB Primary TET) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার স্তর | রাজ্য-স্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbprimaryeducation.org |
প্রশ্ন-পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে শেষ কবে পাঠক্রম পরিবর্তন করা হয়?
উত্তর-পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 2013 সালে এবং নবম ও দশম শ্রেণীর 2015 সালে ।
প্রশ্ন-ছাত্র শিক্ষকের সম্পর্কে আপনার উপপব্ধি কি?
উত্তর-শিক্ষা বিষয়ে শিক্ষকের ভূমিকা হবে ইতিবাচক। প্রথম শিক্ষক দেখে নেবেন শিক্ষার্থীর কতটা ক্ষমতা আছে, শিক্ষার্থীগণ ক্ষমতা বুঝে বিষয়বস্তু উপস্থাপন নতুনত্ব ও সহজবোধ্য এনে শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তুলতে সচেষ্ট হতে হবে। শিক্ষার্থীকে প্রয়োজনমতো উৎসাহ দান করতে হবে সহানুভূতির সাথে এবং সম্পর্ক তৈরি হবে বন্ধুর মতো।
প্রশ্ন-কোন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি কি করবেন?
উত্তর-স্যার প্রথমে লক্ষ্য রাখব ছাত্র যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছে তা ওইদিনের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত কিনা। যদি প্রশ্নগুলো বিষয়গত হয় তাহলে অবশ্যই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে শিক্ষার্থীর জানার ইচ্ছা কে উৎসাহ দেব।
প্রশ্ন-যদি বিষয় বহির্ভূত প্রশ্ন হয় তাহলে কি করবেন?
উত্তর-স্যার তাহলে শিক্ষার্থীর জ্ঞান আরোহণের উৎসাহ লক্ষ্য রেখে ক্লাসের শেষে প্রশ্ন করতে বলব। প্রশ্নের উত্তর আমার যদি যথাযথ জানা থাকে তাকে বলে দেব, আর যদি জানা না থাকে তাকেও প্রশ্ন উত্তর খোঁজার উৎসাহ দান করব এবং পরবর্তী ক্লাসে প্রশ্নের উত্তর ব্যাখ্যা ও উদাহরণসহ বলে দেব।
প্রশ্ন-আপনি কিভাবে ছাত্রদের মধ্যে পাঠ্য বিষয়টিকে অধিক আগ্রহ করে ভুলতে পারবেন?
উত্তর-স্যার শ্রেণীতে দানের পূর্বেই পাঠক্রমে অন্তর্গত পাঠ্যসূচি গুলোকে লেসন প্লান তৈরি করে নেব এবং পাঠদানের সময় সেটিকে যথাযথ পাঠের সহায়ক হিসেবে প্রয়োগ করবো।
প্রশ্ন-শ্রেণিকক্ষে আপনার পড়ানোর সময় কোন এক ছাত্র কোন এক বিষয়ে আপনার ভুল ধরিয়ে দিল তখন আপনি কি করবেন?
উত্তর-স্যার আমার অনেক ছোট ভুলের জন্য সাথে সাথে স্বীকার করে নেব এবং অসাবধানতাবশত ভুল করার জন্য ছাত্র এর কাছে দুঃখ প্রকাশ করব।
প্রশ্ন-আপনার শ্রেণিকক্ষে কিছু শিক্ষার্থী অল্প বুদ্ধি সম্পন্ন এবং কিছু মেধাবী শিক্ষার্থী আছে। আপনি কিভাবে সবার চাহিদা একসাথে মেটাবেন?
উওর-আমাদের রাজ্য সরকারি স্কুলগুলিতে এটি একটি বাস্তব সমস্যা। এই ক্ষেত্রে আমি শিক্ষণের মাত্রাটি এমনভাবে তৈরী করব যাতে সবারপক্ষেই বোধগম্য ও নান্দনিক হয়। মাত্রা ঠিক রাখতে গিয়ে অবশ্যই নজর রাখব অল্প বৃদ্ধি সম্পন্ন ছাত্র-ছাত্রীদের বিষয়টি কঠিন যেন মনে না হয় এবং মেধাবী ছাত্রদের মধ্যে যেন বিরক্তি সৃষ্টি না করে।
প্রস্ন-কোন ছাত্র-ছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে, তাকে কিভাবে মূলস্রোতে ফিরিয়ে আনবেন?
উওর-প্রথমে তার সাথে আলাদা করে কথা বলব, তার সমস্যাগুলি জানার চেষ্টা করে যথাযথ সমাধান করব এবং দ্বিতীয়ত পড়াশোনা ও সহপাঠক্রমিক কাজে ব্যস্ত রাখবার চেষ্টা করব যাতে অন্য দিকে মন দিতে না পারে। এই ভাবে কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখব। তারপর দরকার হলে প্রধান শিক্ষক বা অভিভাবকের সাথে এই বিষয়ে আলোচনা করব।
প্রশ্ন-আপনি আপনার বিষয় ছাড়া co-curricular activities হিসাবে শিক্ষার্থীদের কি কি শেখাতে পারেন?
উওর- (ছেলে পরীক্ষার্থীদের ক্ষেত্রে) আমি দুই-একটা খেলা করতে পারি সেগুলো শেখাতে পারি, বিতর্কসভার আয়োজন যাত্রা বা নাটক ইত্যাদি শেখাতে পারি। (মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে) আমি আবৃত্তি, সঙ্গীত, বিভিন্ন হাতের কাজ ইত্যাদি শেখাতে পারি।
প্রশ্ন-স্কুলের বাইরে শিক্ষার্থীর কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাববার কোন প্রয়োজন আছে কি?
উওর-হ্যাঁ আছে, কারণ স্কুলের বাইরের পরিবেশ থেকে ছাত্র-ছাত্রীদের অনেক ভালো দিক শেখার যেমন সুযোগ আছে তেমনি খারাপ দিক শেখার সুযোগ আছে। ছাত্রছাত্রীরা যাতে সমাজের অপ্রীতিকর কিছু না শেখে বা কোন কিছু মাদক দ্রব্যের উপর আসক্তি না হয়ে পড়ে সেই সব দিকগুলোর একজন আদর্শ শিক্ষক হিসেবে অবশ্যই নজর রাখা উচিত।
প্রশ্ন-বর্তমানে কিশোর কিশোরীরা মোবাইল গেম খেলায় আসক্ত হয়ে পড়ছে, আপনি জানতে পারলেন আপনার এক শিক্ষার্থী সেও মোবাইল গেম খেলায় আসক্ত হয়ে পড়েছে। তাহলে আপনি কি ভূমিকা পালন করবেন?
উওর-প্রথমে ছাত্রটিকে অতিরিক্ত গেম খেলার শারীরিক ও মানসিক ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরও যদি দেখি ছাত্রটি গেম খেলার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না তাহলে তাকে কাউন্সিল করানোর ব্যবস্থা করব।
প্রস্ন-আপনার পড়ানোর বিষয়বস্তু ছাত্রছাত্রীরা কতটুকু গ্রহণ করতে পারল তা আপনি কিভাবে বুঝবেন?
উওর-আমি নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু ছাত্রদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে যদি ছাত্র ছাত্রীরা অর্থবহ ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে সেই দিনের পাঠ কতটা গ্রহণে সক্ষম হয়েছে তা যাচাই করার সত্তর।
প্রশ্ন-আপনার ক্লাসে কোন ছাত্র যদি নিয়মিত অনুপস্থিত থাকার চেষ্টা করে তাহলে আপনি কি ভূমিকা পালন করবেন?
উওর- প্রথমে নিয়মিত না আসার কারণ অনুসন্ধান করর এবং ছাত্রটির অভিভাবকের সাথে কথা বলবো যাতে প্রতিদিন তাদের সন্তানের সুশিক্ষায় শিক্ষিত মানুষ করার জন্য বিদ্যালয়ে পাঠায়।
প্রস্ন-শ্রেণিতে নতুন বিষয়ে পাঠদানের সময় আপনি কি ভূমিকা পালন করবেন?
উওর-নতুন বিষয়ে সূচনা করার সময় অবশ্যই মনে রাখব যে বিষয়টি ছাত্রদের সম্পূর্ণভাবেই অজ্ঞাত। তাই ছাত্রদের প্রথমেই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেব এবং বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য আদান প্রদান করব।
প্রস্ন-আপনি কিভাবে শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলবেন?
উওর-আমার ব্যক্তিত্বের মাধ্যমে প্রত্যেক ছাত্র ছাত্রীর সাথে সুসম্পর্ক তৈরি করব, ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান করব। আমি তাদের “বন্ধু, দার্শনিক এবং পরিচালক” হিসেবে আস্থা অর্জন করব আশা করি এই ভাবে প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে আমি গ্রহণযোগ্য হয়ে উঠব।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন | |
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস 2023 | প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 |
WB Primary TET Previous Year Question Papers | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন-উত্তর 1 |
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া 2023 | পিকক মডেল কি? |