পশ্চিমবঙ্গের বাজেট 2021 হাইলাইট
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাজেট 2021 ( west bengal state budget 2021 ) ঘোষণা করলেন। আজ আমরা এই বাজেটের বিভিন্ন দিক যেমন West Bengal health budget , West Bengal education budget , Total Budget of West Bengal ইত্যাদি গুলি নিয়ে আলোচনা করব।
অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র এ বারের বাজেট পেশ করতে পারননি। তাঁর বদলে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করেন। একাধিক নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি। যদিও এ রাজ্যের কোষাগারের অবস্থা মোটেও ভালো নয় এখন । Covid এখানেও তার প্রভাব বিস্তার করেছে। একথা মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রতিধ্বনি করেছে। এদিন বাজেট প্রস্তাবে মোট প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ৬৮৮ কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।আরো কিছু মাস পরে রাজ্যের বিধানসভার ভোট।
পশ্চিমবঙ্গের বাজেট 2021 হাইলাইট (west bengal state budget 2021 highlight ):
- মাননীয় মুখ্যমন্ত্রী বলেন 100 দিনের কাজে বাংলা প্রথম স্থান এবং সংখ্যালঘু বৃত্তি প্রদানের প্রথম স্থান। 100 দিন প্রকল্পে 1.1 কোটি মানুষের রাজ্য সরকার কাজ দিয়েছে। বাংলার আবাস যোজনা প্রথম স্থান পেয়েছে এবং 9.22 লাখের বেশি নতুন পাকা বাড়ি তৈরি হয়েছে। আবারো তিনি বলেন 20 হাজার কিঃমিঃ রাস্তা নির্মাণ করে দেশের প্রথম স্থানের মধ্যে পশ্চিমবঙ্গ । 2.8 গুণেরও বেশি পেয়েছে রাজ্য সরকার রাজস্ব আদায় ।
- পশ্চিমবঙ্গে এই corona অতি মহামারী, আম্পান ও কেন্দ্রীয় বঞ্চনা হয়েছে বাংলা মুখ্যমন্ত্রী বলেন । তেলে নতুন অর্থনৈতিক দিক খুলছে অশোকনগরে । আন্তর্জাতিক বিমানবন্দর অন্ডালে এবং সিলিকন গেলি নিউটাউনে।পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক দিক হতে চলেছে এবং বিশ্ব মানচিত্রে বাংলা প্রথম স্থান অধিকার করেছে।
- পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলেন , হিন্দি উর্দু নেপালি কামতাপুরী জন্য 100 টি নতুন স্কুল নির্মাণ করা হবে। প্যারামেডিকেল টিচার নিয়োগ করা হবে 300 । চা বাগান এলাকায় 100 নতুন স্কুল হবে। রাজবংশী ভাষায় 200 বিদ্যালয় সরকারি অনুমোদন, এবং তাদের আর্থিকভাবে সাহায্যের জন্য 50 কোটি টাকা প্রদান করা হবে।এছাড়াও তপশিলি উপজাতিদের ঘরে নির্মাণের জন্য কুড়ি লক্ষ টাকা। নতুন বাড়ি নির্মাণ হবে আবারও আগামী পাঁচ বছরের মধ্যে।
- 1.5 হাজার কোটি টাকা বরাদ্দ হবে কৃষক বন্ধু প্রকল্পে 5 থেকে 6 হাজার টাকা করা হয়েছে।
- কৃষক সম্মান নিধি প্রকল্পের সবাইকেই নিয়ে আসা হবে। ঋণের ঘোষণা করেছেন 25 হাজার কোটি টাকা এটা কেন্দ্র সরকারের কে বলা হয়েছে।
- মাতৃবন্দনা নামে নতুন কর্মসূচি করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীকে আরো এর আয়ত্তে নিয়ে আসা হবে এবং 150 কোটি টাকা বরাদ্দ করা হবে।
- মমতা বললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে আজাদ হিন্দ নির্মাণ এটা নিউটাউনে হবে । এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি জেলায় আজাধীন ভবন নির্মাণ করা হবে।
- কলকাতা পুলিশের নতুন নেতাজি ব্যাটেলিয়ান হবে এর জন্য 10কোটি টাকা বরাদ্দ করা হবে।
- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসা বিনামূল্যে এটা প্রতিবছর ধারাবাহিক ভাবে চলবে এর জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- IAS এবং IPS প্রত্যাশীদের প্রশিক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রতি বছর l 100 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং রাজ্য সরকার তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবে। পাশাপাশি একটি উপবৃত্তি দেওয়া হবে।
- তারুনার স্বপ্ন প্রকল্পের আওতায় 9 লাখ শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে। এই সুবিধাটি প্রতি বছর উচ্চ মাধ্যমিকের জন্য উপস্থিত শিক্ষার্থীদের জন্য বাড়ানো হবে।
- রাজ্যে যাত্রী বহনের সব যানবাহন এর ক্ষেত্রে 1 লা জানুয়ারি 2021 থেকে ৩০ শে জুন, 2021পর্যন্ত রোড ট্যাক্স সম্পূর্ণ মুকুট ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- দুয়ারে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় ইস সমাধান কর্মসূচি এখনি শেষ হবেনা এবার থেকে এই কর্মসূচি প্রতিবছর দুবার করে করা হবে।
- পদ্মশ্রী প্রকল্প 10 হাজার কিমি রাস্তা তৈরি করা হবে।নন্দীগ্রাম থেকে হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করা হবে।
- 2.5 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ। দরিদ্র মাঝারিদের আগামী অর্থবছর থেকে হাজার টাকা ভাতা দেওয়া হবে।
- কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত 4 লেনের রাস্তা হবে।
- সেচের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হলো।
- দশ বছরে চার লক্ষ জনপদ নিয়োগ শূন্যপদ পূরণের আরো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এটা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- তাজপুর গভীর সমুদ্র বন্দর ও অশোকনগরের গ্যাসের উত্তোলন প্রকল্প ও রঘুনাথপুর পুরুলিয়া শিল্পের নাগরিক এই পর্যন্ত শিল্পের বিকাশ করা হবে।
- Juvashakti রাজ্য সরকার প্রবর্তিত একটি নতুন প্রকল্প যেখানে প্রতি তিন বছরে 10,000 শিক্ষার্থীকে ইন্টার্ন হিসাবে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদেরকে সরকারী সংস্থায় কাজ করার সুযোগ দেওয়া হবে।
- সরকার একটি সাধারণ রান্নাঘর তৈরি করবে যেখানে লোকেরা খুব স্বল্প ব্যয়ে তাদের খাবার খেতে পারে।
- রাজ্যের প্রতিটি জেলায় নির্মিত হবে জয় হিন্দ ভবন।
- দেড় লাখ শরণার্থীকে পদক্ষেপে জমির দলিল দেওয়া হবে। এই লক্ষ্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- 45 লক্ষ নির্মাণ ও পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এক হাজার টাকা দেওয়া হবে।
25.10 লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠীর জন্য 25,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীগুলির নাম রাখা হবে Matribandana। তাদের আগামী পাঁচ বছরে সমবায় ব্যাংক থেকে লন দেওয়া হবে।
Comments are closed.