আধার কার্ড চেক করার অ্যাপস | আধার কার্ড ওয়েবসাইট | আধার কার্ড download | নিউ আধার কার্ড | আধার কার্ড চেক অনলাইন | আধার কার্ড চেক স্ট্যাটাস | আধার কার্ড চেক করার নিয়ম 2023
দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্পগুলিতে সরাসরি আধার নিবন্ধীকরণ ও সংশোধন সংক্রান্ত পরিষেবা দেওয়া যাবে না। কারণ, আধার পরিষেবার জন্য ব্যবহৃত মেশিনগুলি “জিওলোকেশন ফেন্সিং” দ্বারা আবদ্ধ। এর অর্থ UIDAI অনুমোদিত স্থায়ী আধার কেন্দ্র থেকে সেখানকার কোনো মেশিন স্থানান্তরিত করলে সেগুলির সফটওয়্যার আর কাজ করতে পারে না।
সারা রাজ্যের বিভিন্ন জেলায় আধার পরিষেবা সংক্রান্ত কয়েকটি তথ্য
- বিভিন্ন জেলায় স্থায়ী আধার কেন্দ্রগুলি থেকে আধার পরিষেবা পাওয়া যাবে। প্রতিটি আধার কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপ থেকেও পাওয়া যাবে।
- প্রতিটি জেলার UIDAI অনুমোদিত স্থায়ী আধার কেন্দ্রগুলির তালিকা থেকে নিকটবর্তী আধার কেন্দ্রগুলির নাম-ঠিকানা সংগ্রহ করে ক্যাম্পে টাঙিয়ে দিলে পরিষেবাপ্রার্থীরা উপকৃত হবেন।
- কোনো গ্রাহকের নতুন আধার নিবন্ধীকরণ বা আধার সংশোধন সংক্রান্ত পরিষেবা প্রয়োজন হলে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প থেকে তাঁকে নিকটবর্তী স্থায়ী আধার কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে হবে।
- আধার পরিষেবা সংক্রান্ত যেকোনো ফর্ম আধার কেন্দ্র থেকে বিনামূল্যে পাওয়া যায় ।
নতুন আধার কার্ডের ক্ষেত্রে
নতুন আধার কার্ড করতে হলে পরিচিতির প্রমাণ (Pol / Proof of Identity) এবং ঠিকানার প্রমাণ ( POA / Proof of Address) অবশ্যই লাগবে।
- ফটোকপি এক্ষেত্রে গ্রাহ্য নহে।
- ছবিসহ পরিচিতির প্রমাণটিকে (POI) UIDAI এর তালিকা অনুসারে হতে হবে।
- ঠিকানার প্রমাণপত্রটিকেও (POA) অবশ্যই UIDAI-এর তালিকা অনুসারে হতে হবে। ৪। এর জন্য কোনো ফি লাগে না। এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়।
আধার সংশোধনের (Update) ক্ষেত্রে UIDAI-এর তালিকা অনুসারে সংশ্লিষ্ট প্রমাণপত্র লাগবে
- পরিচয় সংক্রান্ত প্ৰমাণপত্ৰ (Pol / Proof of Identity)
- ঠিকানা সংক্রান্ত প্ৰমাণপত্ৰ (POA / Proof of Address)
- সম্পর্ক সংক্রান্ত প্ৰমাণপত্ৰ (POR / Proof of Relation)
- জন্মতারিখের প্রমাণ (DOB / Date of Birth
- বায়োমেট্রিক সংশোধনে (ছবি / হাতের ছাপ / চোখের ছাপ) ফি ১০০টাকা এবং ডেমোগ্রাফিক সংশোধনে (নাম / লিঙ্গ /বাস/ঠিকানা / মোবাইল নম্বর / ই-মেইল) ফি ৫০ টাকা। এই পরিষেবা বিনামূল্যে
পাওয়া যায় না।
0-5 বছর বয়সী শিশুদের আধার কার্ড করার জন্য নিম্নলিখিত প্রমাণপত্র লাগবে
- জন্মের শংসাপত্র (Birth Certificate)
- সম্পর্ক সংক্রান্ত প্রমাণপত্র (Proof of Relation )
- যিনি শিশুর আধার কার্ডের আবেদন জানাবেন তাঁর (বাবার মায়ের) আধার কার্ড
- এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। 5 এবং 15 বছর বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক সংশোধনের (Update) ক্ষেত্রে কোনো ফি নেওয়া হয় না। এক্ষেত্রে আলাদা করে কোনো প্রমাণপত্র লাগে না। যার আধার তাকে উপস্থিত থাকতে হয়।