কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স উচ্চ মাধ্যমিকে সহকারী সাব-ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন প্রক্রিয়ার বিশদ বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি নীচে দেওয়া হল।
1.পদের নাম- Assistant Sub Inspector (Steno)
Employment No- | A.V. VI. 19/2022-Rectt-DA-3 |
মোট শূন্যপদ- | 143 টি। (UR-58, EWS-14,OBC-39, SC-21, ST-11) |
বেতন- | পে লেভেল 5 অনুযায়ী 29200/- টাকা থেকে 92300/- টাকা। |
2.পদের নাম- Head Constable (Ministerial)
Employment No- | A.V. VI. 19/2022-Rectt-DA-3 |
মোট শূন্যপদ- | 1315 টি। (UR-532, EWS-132, OBC-355, ST- 99, SC-197) |
বেতন- | পে লেভেল 5 অনুযায়ী 25500/- টাকা থেকে 81100/- টাকা। |
বয়স-
উভয় পদের জন্য প্রার্থীদের বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত সরকারি নিয়ম অনুযায়ী, ক্যাটাগরির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশে করে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি-
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন। প্রার্থীদের নিবন্ধন করার সময় বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান এবং আপলোড করতে হবে।
Official Notification: | Download Now |
Apply Now: | Click Here |
আবেদনের শুরু ও শেষ তারিখ-
4 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, 2023
WhatsApp Group | Click Here |
Telegram | Click Here |
Facebook Page | Click Here |