অস্কার প্রাপ্ত ভারতীয় সিনেমার তালিকা: Indian Oscar Winners List 2024 in bengali

অস্কার প্রাপ্ত ভারতীয় সিনেমার তালিকা 2024 | অস্কার পুরস্কার ২০২৩ তালিকা | অস্কার প্রাপ্ত বাংলা সিনেমার তালিকা | অস্কার পুরস্কার 2022 pdf | Indian Oscar Winners List in bengali 

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, যা অস্কার নামে পরিচিত, হলিউডের শৈল্পিক এবং প্রযুক্তিগত যোগ্যতার জন্য বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান।  বিভিন্ন বিভাগের বিজয়ীদের একটি ট্রফি হিসাবে একটি সোনার মূর্তির একটি অনুলিপি দেওয়া হয়, যাকে আনুষ্ঠানিকভাবে “অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট” বলা হয়, যদিও সাধারণভাবে এটির ডাকনাম, “অস্কার” দ্বারা উল্লেখ করা হয়।  বেশ কিছু ভারতীয় ব্যক্তি এবং চলচ্চিত্র বিভিন্ন বিভাগে একাডেমি পুরস্কারের (অস্কার নামেও পরিচিত) জন্য মনোনীত হয়েছে বা মনোনীত হয়েছে।  2023 সাল পর্যন্ত, 24 জন ভারতীয় মনোনীত হয়েছেন এবং 8 জন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিভাগে অস্কার জিতেছেন।

অস্কার পুরস্কার ২০২৩ তালিকা (Indian Oscar Winners 2024)

লস অ্যাঞ্জেলেস  অনুষ্ঠিত 95তম একাডেমি পুরস্কার সেরা মৌলিক গান এবং সেরা ডকুমেন্টারি বিভাগে 2টি অস্কার জিতেছে ভারত। তিনটি মনোনয়নের মধ্যে, ভারত 95তম একাডেমি অ্যাওয়ার্ড ফাংশনে 2টি একাডেমিক পুরস্কার জিতেছে।  এম.এম.  এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ ‘নাতু নাটু’ গানের জন্য অস্কার অ্যাওয়ার্ড এনেছেন কিরাভানি এবং চন্দ্রবোস৷  ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জন্য সেরা ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরির পুরস্কার জিতেছেন গুনীত মঙ্গা।  শৌনক সেন আমান মান সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত হয়েছেন “অল দ্যাট ব্রেদস” এর জন্য 

অস্কার প্রাপ্ত ভারতীয় সিনেমার তালিকা ( Indian Oscar Winners List )

Recipien Category Year
Bhanu Athaiya Best Costume Design  1982
Satyajit Ray Honorary Award 1992
Resul Pookutty Best Sound Mixing 2009
A R Rahman Best Original Score and Best Original Song 2009
 Kartiki Gonsalves and Guneet Monga Best Documentary Short 2023
RRR Naatu Naatu Best Original Song 2023

সেরা মৌলিক গান, সেরা ডকুমেন্টারি, সেরা সাউন্ড মিক্সিং, সেরা মূল স্কোর এবং সেরা পোশাক ডিজাইনের মতো বিভিন্ন বিভাগে ভারত 55তম, 81তম এবং 95তম একাডেমি পুরস্কারে অস্কার পুরস্কার জিতেছে।  আসন্ন একাডেমিক অ্যাওয়ার্ড শোতে, ভারতে আসার অপেক্ষায় আরও অস্কার থাকবে৷  আজ অবধি ভারতীয় অস্কার বিজয়ীদের তালিকা নীচে তালিকাভুক্ত করা হয়েছে।

Oscar Award 2024- Best Original Song Award (Naatu Naatu)

এম এম কিরাভানি এবং চন্দ্রবোসের আরআরআর সিনেমার তেলেগু গান “Naatu Naatu ” সেরা মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কার জিতেছে।  সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য অন্য মনোনীত ব্যক্তিরা হলেন করতালি (Tell It Like a Woman), হোল্ড মাই হ্যান্ড (Top Gun: Maverick), লিফট মি আপ (Black Panther: Wakanda Forever) এবং দিস ইজ এ লাইফ (Everything Everywhere All at Once) . এর আগে Slumdog Millionaire-এর এ আর রেহমানের হিন্দি ভাষার গান জয় হো ফেব্রুয়ারি 2009-এ 81তম একাডেমি পুরস্কারে সেরা মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার পেয়েছিল।

অস্কার পুরস্কার 2024- সেরা ডকুমেন্টারি শর্ট অ্যাওয়ার্ড (এলিফ্যান্ট হুইস্পারার্স)

The Elephant Whisperers কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত, 95 তম একাডেমি পুরস্কারে সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট জিতেছে।  ক্যাটাগরির অন্য চারজন মনোনীত হলেন Haulout, The Martha Mitchell Effect, Stranger At The Gate, and How Do You Measure A Year?.  মুদুমালাই ন্যাশনাল পার্কে স্থাপিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স, একটি আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির যত্নে রঘু নামে একটি অনাথ হাতি বাছুরের গল্প।  The Elephant Whisperers 2022 সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায়।

FAQs

2024 সাল পর্যন্ত ভারত মোট কতটি অস্কার পুরস্কার জিতেছে?

আজ অবধি, ভারত 6 টি বিভাগে অস্কার পুরস্কার জিতেছে- সেরা মৌলিক গান, সেরা তথ্যচিত্র, সেরা সাউন্ড মিক্সিং, সেরা মৌলিক স্কোর এবং সেরা পোশাক ডিজাইন ।

2024 সালে অস্কার পুরস্কার পেয়েছে কোন ভারতীয় চলচ্চিত্র?

‘ দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ -এর জন্য সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম জিতে 2023 সালের প্রথম অস্কার জিতেছিল।

প্রথম অস্কার জয়ী বাঙালি কে?

প্রথম বাঙালি চলচ্চিত্রকার হিসেবে সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২) বিশ্ব চলচ্চিত্রের সব চেয়ে সম্মানজনক পুরষ্কার ‘অস্কার’ জিতে নেন।

সত্যজিৎ রায়ের অস্কার প্রাপ্ত সিনেমা কোনটি?

অনেকেই জানেন পথের পাঁচালী অস্কার জয়ী চলচিত্র। আসলে সত্যজিৎ রায় নিজে অস্কার জিতেছিলেন চলচিত্রে নিজের অবদানের জন্য।

২০২৩ সালে অস্কার বিজয়ী চলচ্চিত্র কোনটি?

‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’। সেরা ভিজুয়াল এফেক্টস বিভাগে এই ছবির পুরস্কার জিতে নেয়।

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.