ভারতের 28 টি রাজ্যের নাম ও রাজধানী 2024 | Indian States And Capitals Name in Bengali

ভারতের 28 টি রাজ্যের নাম ও রাজধানী | ভারতের 29 টি রাজ্যের নাম কি কি |   | ভারতের রাজ্য ও রাজধানীর নাম pdf | ভারতের অঙ্গরাজ্য কয়টি 2024 | ভারতের বৃহত্তম রাজ্য কোনটি | ভারতের রাজ্য কয়টি | ভারতের রাজ্যের নাম কি |  ভারতের 29 টি রাজ্যের ম্যাপ |

ভারতের 28 টি রাজ্যের নাম ও রাজধানী 2024 : “ভারত বিশ্বের 7 তম বৃহত্তম দেশ এবং এছাড়াও 2 য় সর্বাধিক জনবহুল। ভারত একটি বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতি যা 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত, প্রত্যেকটির নিজস্ব স্বকীয় পরিচয়, ইতিহাস এবং প্রশাসনিক কেন্দ্র রয়েছে। ভারত এখানে অবস্থিত  দক্ষিণ এশিয়া। ভারত একটি সংসদীয় ফর্মের সরকার দ্বারা শাসিত হয়। একটি বড় দেশকে এক জায়গা থেকে পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়ে। তাই ভারতীয় সংবিধান কেন্দ্রীয় সরকারকে রাজ্যগুলিকে উপযুক্ত মনে করার অধিকার দেয়। এই নিবন্ধটির লক্ষ্য একটি ওভারভিউ প্রদান করা।  ভারতীয় রাজ্য এবং তাদের রাজধানী, জাতির প্রতি তাদের গুরুত্ব এবং অবদান প্রদর্শন করে।”

ভারতের রাজ্য এবং রাজধানী

প্রতিটি রাজ্য একজন মুখ্যমন্ত্রী নিয়োগ করে যিনি রাজ্য শাসন করেন। এখানে আমরা ভারতের 28 টি রাজ্যের নাম সহ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীগুলির তালিকা প্রদান করছি।  2000 সালে ছত্রিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাঞ্চল নামে 3টি নতুন রাজ্য গঠিত হয়েছিল।  একইভাবে 2014 সালে অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল।  তেলেঙ্গানা হল ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য । চলুন দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী।

ভারতের 28 টি রাজ্যের নাম ও রাজধানী 

ভারতের মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।  প্রতিটি রাজ্য ভারতের সাংস্কৃতিক টেপেস্ট্রিতে যোগ করে, দেশের পরিচয়কে সমৃদ্ধ ও শক্তি দেয়। ভারতের 28 টি রাজ্যের নাম ও রাজধানীগুলি নিম্নরূপ।

ভারতের ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল তালিক
ক্রম রাজ্য রাজধানী আয়তন (বর্গ-কিমি)
1 অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ 160,205
2 অরুণাচল প্রদেশ ইটানগর 83,743
3 অসম দিসপুর 78,438
4 বিহার পাটনা 94,163
5 ছত্তিশগড় রায়পুর 135,192
6 গোয়া পানাজি 3,702
7 গুজরাট গান্ধীনগর 196,244
8 হরিয়ানা চন্ডিগড় 44,212
9 হিমাচল প্রদেশ সিমলা 55,673
10 ঝাড়খন্ড রাঁচি 79,716
11 কর্ণাটক বেঙ্গালুরু 191,791
12 কেরালা তিরুবন্তপুরম 38,852
13 মধ্যপ্রদেশ ভোপাল 308,252
14 মহারাষ্ট্র মুম্বাই 307,713
15 মনিপুর ইমফল 22,327
16 মেঘালয় শিলং 22,429
17 মিজোরাম আইজল 21,081
18 নাগাল্যান্ড কোহিমা 16,579
19 ওড়িশা ভুবেনশ্বর 155,707
20 পাঞ্জাব চন্ডিগড় 50,362
21 রাজস্থান জয়পুর 342,239
22 সিকিম গ্যাংটক 7,096
23 তামিলনাড়ু চেন্নাই 130,060
24 তেলাঙ্গানা হায়দ্রাবাদ 114,840
25 ত্রিপুরা আগরতলা 10,486
26 উত্তরাখন্ড দেরাদুন 53,483
27 উত্তরপ্রদেশ লখনৌ 240,928
28 পশ্চিমবঙ্গ কোলকাতা 88,752

 

ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী

বর্তমান ভারতে এখন 28 টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।  জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে (UT) বিভক্ত হয়েছে।  নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি 5-6 আগস্ট 2020 তারিখে সংসদ দ্বারা পাস করা একটি পুনর্গঠন আইনের অধীনে গঠিত হয়েছে৷ বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে৷

ক্রম কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী আয়তন (বর্গ-কিমি)
1 জম্মু ও কাশ্মীর জম্মু (শীত) ও শ্রীনগর(গ্রীষ্ম) 222,236
2 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার 8,249
3 চন্ডিগড় চন্ডিগড় 144
4 দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ সিলভাসা 491
5 লাদাখ লেহ 111
6 দিল্লী দিল্লি 59,146
7 লাক্ষাদ্বীপ কাভারাত্তি 30
8 পুদুচেরি পুদুচেরি 490

ভারতের 29 টি রাজ্যের ম্যাপ 

আপনি ভারতের সর্বশেষ রাজনৈতিক মানচিত্রটি পরীক্ষা করতে পারেন যা বর্তমানে ভারতের মোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী প্রদান করে।

ভারতের 29 টি রাজ্যের ম্যাপ

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী নাম 2023- FAQs

ভারতে কয়টি রাজ্য আছে?

ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ইউনিয়ন।

ভারতে কতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

বর্তমান ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কি?

ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির হল উত্তরপ্রদেশ।

ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী?

ভারতের বৃহত্তম রাজ্যের নাম হলো রাজস্থান।

ভারতের রাজধানী কি?

নয়াদিল্লি ভারতের রাজধানী।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান কে?

লেফটেন্যান্ট গভর্নর হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান।

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যের নাম কি?

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যের নাম হলো লাদাখ।

ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 2024?

২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল

ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য?

তেলেঙ্গানা হল ভারতের সর্বশেষ অঙ্গরাজ্য।

ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম কি?

ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম হলো গোয়া(Goa) ।

ভারতের 29 টি রাজ্যের নাম 2023?

বর্তমান ভারতে 28 টি রাজ্য আছে রাজ্য গুলির নাম ওপরে সারণিতে দেওয়া আছে

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.