NSOU এর Admit Card কিভাবে ডাউনলোড করব?
অবশেষে অনেক অপেক্ষার পর নেতাজি ওপেন ইউনিভার্সিট এক্সামের জন্য এডমিট এর মেসেজ তোমার ফোনে পাঠিয়ে দিলাম কিন্তু এখন পর্যন্ত এক্সামের ডেট কিছুই বলেনি আজ আমরা দেখে নেব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব।এই এডমিট কার্ডটা আপনি আপনার ফোনে কিংবা কম্পিউটার দুটো থেকে ডাউনলোড করতে পারেন।
এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করুন
এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করুন;
- প্রথমে আপনি নেতাজি ওপেন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে যান অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করুন | click here
- এবার আপনার সামনে একটি ওয়েব পেজ আসবে |
- এবার আপনি তিনটি অপশন দেখতে পাবেন এর মধ্যে ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করুন |
- এরপর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ আসবে এবং এই ওয়েব পেজের উপরের লেখাটিতে ক্লিক করুন |
- ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি আসবে সেখানে আপনার Enrollment নাম্বারটা দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন।
কিভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তার পুরো গাড়ির আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের শেয়ার করলাম।আশা করি আপনাদের আর কোন সমস্যা হবে না আপনারা এই আর্টিকেলটি পড়ে ঠিক ভাবে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।সার্ভারের প্রবলেম এর জন্য এমন ফল্ট হয়ে থাকে।তাছাড়াও কোন অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের সমাধান করে দেয়া হবে।
বিস্তারিত পড়ুন Asutosh College Kolkata Admission 2021