স্মার্ট রেশন কার্ড (Smart Ration Card) কি ? 2023

পশ্চিমবঙ্গ স্মার্ট রেশন কার্ড | smart ration card west bengal | স্মার্ট রেশন কার্ড কি । What is smart ration card 

শুরু হচ্ছে স্মার্ট রেশন কার্ড প্রজেক্ট। বিগত দুই এক বছর থেকে আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের আদেশ অনুসারে রেশন কার্ডের সাথে আধার কার্ডের যোগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সফল হয়েছে। তবে বর্তমানে রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন আপডেট উঠে এসেছে। নিম্ন বিস্তারিতভাবে তা আলোচনা করা হলো।

স্মার্ট রেশন কার্ড

স্মার্ট রেশন কার্ড কি?

স্মার্ট রেশন কার্ড হলো একটি উন্নত ধরনের রেশন কার্ড, যা আপনার বর্তমান তথ্যের সাথে আপনাকে প্রদান করা হবে। অনেক সময় আপনারা রেশন কার্ড সংশোধন করার পরেও হাতে কার্ড না পাওয়ায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন। 

 একদিক থেকে দেখতে গেলে সেই সমস্যার সমাধান করতে এই স্মার্ট রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক কথায় বলা যায় যে সকল ব্যক্তি তার রেশন কার্ড হাতে পাননি তারা পুনরায় এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে আপনারা আপনাদের রেশন কার্ড এক মাসের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেয়ে যাবেন।

প্রকল্প এর নাম স্মার্ট রেশন কার্ড
কারা পাবে সমস্ত রেশন কার্ডের গ্রাহক
কবে থেকে পাবে সঠিক তারিক একোনো বলা হয় নি।

কারা কারা আবেদন করতে পারবেন?

সমস্ত রেশন কার্ডের গ্রাহক এজন্য আবেদন করতে পারেন।

বিশেষত যে যে ক্ষেত্রে আবেদন করলে রেশন কার্ড গ্রাহক সবচেয়ে বেশি উপকার লাভ করবেন সেগুলি হল-

  •  অনেকের পরিবারে এমন কিছু কিছু সদস্য আছে, যারা এখনো রেশন কার্ড হাতে পায়নি। তারা এই প্রকল্পের মাধ্যমে অনলাইন থেকে রেশন কার্ড বের করে, তার যে রেশন কার্ড আছে, সেটার যথাযথ প্রমাণ দিয়ে আবেদন করে রেশন কার্ডটি হাতে পেতে পারে।
  •  কিছু কিছু সদস্য যারা নিজেদের রেশন কার্ড হারিয়ে ফেলেছেন তারাও অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করে এই প্রকল্পে আবেদন করতে পারেন।
  • তবে যদি কোন ব্যক্তির রেশন কার্ড নম্বর অজানা থাকে তাহলে নিকটবর্তী কম্পিউটারের দোকানে বা খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করে তার রেশন কার্ড নম্বরটি সহজে পেয়ে যেতে পারেন।
  • অনেকে এমন আছেন যারা রেশন কার্ড সংশোধন করতে দিয়েছেন এবং কার্ডটি সংশোধন হওয়ার পরেও আপনারা সেটি হাতে পাননি। তাই আপনারা আপনাদের সংশোধন হওয়া  কার্ডটি পেতে চাইলে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারেন।

smart ration card প্রকল্পের আরো বিস্তারিত তথ্য আসতে বাকি আছে। তা জানতে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত চোখ রাখুন। সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলেই ,আপনারা এর কার্যকলাপ সম্পর্কে এবং মেয়াদ কত দিন এবং কি পদ্ধতিতে করা হবে, এগুলি সব জানতে পারবেন।

 আপাতত সুত্র অনুযায়ী কার্ড পিছু সরকার 50 টাকা করে নেবে এবং যে সমস্ত কর্মী এই প্রকল্পের আওতায় কাজ করবে তারা কি পরিমান সার্ভিস চার্জ নেবে তা এখনো আলোচনার মধ্যে আছে।

F.A.Q

প্রশ্ন – smart ration card এবং ডিজিটাল রেশন কার্ড কি দুটি আলদা জিনিস ?

উত্তর – অবশ্যই আলাদা জিনিস। ডিজিটাল রেশন কার্ড দেখতে যেমন, smart ration card ঠিক তেমনটি দেখতে হলেও, বর্তমানে স্মার্ট রেশন কার্ডে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কার্ডের আকৃতি পরিবর্তন করা হয়েছে। যা প্রমাণ করে যে এই দুটি আলাদা জিনিস।
বিশেষত যে সকল পরিবারে PHH/SPHH/AAY এই ধরনের কার্ড গুলি থাকা সত্ত্বেও, অন্যান্য নতুন সদস্যের RKSY 1 কার্ড পেয়েছিলেন। বর্তমানে সেই কার্ড পরিবর্তন হয়ে পরিবারের যেমন কার্ড ঠিক তেমনটি অনেকাংশে হয়ে যাচ্ছে। এইজন্য স্মার্ট রেশন কার্ড সম্পূর্ণ আলাদা ও উন্নত প্রযুক্তি সম্পন্ন।

প্রশ্ন – আমার ডিজিটাল রেশন কার্ড নাই আমি কি smart ration card এ আবেদন করতে পারবো ?

উত্তর – আপনার কাছে যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলেও অবশ্যই আপনি স্মার্ট রেশন কার্ডে আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে ইন্টারনেট থেকে একটি ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি বের করে নিতে হবে ‌

প্রশ্ন – প্রত্যেক ক্যাটাগরির গ্রাহক রা কি smart ration card পাবে ?

উত্তর – রেশন কার্ডের সমস্ত গ্রাহক অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির গ্রাহকরা স্মার্ট রেশন কার্ডে আবেদন করতে পারবেন এবং স্মার্ট রেশন কার্ডের অন্তর্ভুক্ত সমস্ত সুবিধাও উপভোগ করতে পারবেন।

 

আরও পড়ুন –

 

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and love to create & share study-related content on the internet. I always try to serve you the best and correct information.