কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে অস্থায়ী ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- | STM/DT/01/017/2023 |
পদের নাম- | Laboratory Technician |
মোট শূন্যপদ- | 1টি। |
শিক্ষাগত যোগ্যতা- UGC অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 55 শতাংশ নম্বর নিয়ে Life Science -এ M.Sc করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন 18 হাজার টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- GLT, First Floor, Calcutta School Of Tropical Medicine.
ইন্টারভিউয়ের তারিখ- 2 ফেব্রুয়ারি, 2023 (সকাল 11 টা)
Official Website: | Download Now |
Official Notification: | Download Now |
যে কোন সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন
WhatsApp Group | Click Here |
Telegram | Click Here |
Facebook Page | Click Here |