পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023 বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন, যোগ্যতা, স্যালারি

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023 | wb primary tet notification 2023 | primary tet 2023 notification | Wb primary tet notification 2023 syllabus | Wb primary tet notification 2023 pdf download | Wb primary tet notification 2023 pdf |primary tet 2023 exam date | wb tet 2023 exam date | পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর mcq | পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023 পরীক্ষা  ডিসেম্বর 24 তারিখ অনুষ্ঠিত হবে। মোট শূন্য পদ এখনো জানানো হয়নি । পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের (ডব্লিউবিবিপিই) সভাপতি গৌতম পাল ঘোষণা করেছ যে 14.09.2023 তারিখ থেকে প্রাথমিক টেট রেজিস্ট্রেশন শুরু হবে।

প্রাথমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী খুব 24.12.2023 তারিখ পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের প্রস্তুতির জন্য হাতে খুব কম সময় থাকবে। তাই আজকের পোস্টে আপনাদের জন্য প্রাইমারি টেটের সিলেবাস , কারা পরীক্ষায় বসতে পাবেন , শিক্ষাগত যোগ্যতা এছাড়াও প্রাইমারি টেট পরীক্ষার বিগত কিছু বছরের প্রশ্নপত্র প্রদান করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার বিগত  বছরের প্রশ্নপত্র দেওয়া আছে।

এই প্রশ্নপত্র গুলি আপনাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা এবং আগত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে।

Name of the Examination West Bengal Teachers Eligibility Test (WBTET)
Exam Conducting Organization West Bengal Board of Primary Education
Mode of Application Online
Mode of Examination Offline
Qualification HS Pass 
Level of Exam State Level
Contents hide

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট বিজ্ঞপ্তি 2023(primary tet 2023 notification)

ইতিমধ্যে 2023 সালের টেট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে WB প্রাইমারি TET 2023 বিজ্ঞপ্তিতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেমন আবেদন প্রক্রিয়ার তারিখ, যোগ্যতা, আবেদনের নির্দেশিকা, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার কেন্দ্র ইত্যাদি। এই পেজে, প্রার্থীরা WB প্রাইমারি TET 2023 পরীক্ষার সাথে সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য পাবেন যা WBBPE দ্বারা আপডেট করা হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023 গুরুত্বপূর্ণ তারিখ

 Notification 2023 Released 13.09.2023
Start WBTET Application Form 14.09.2023
Last WBTET Application Form 04.10.2023
Last Date to Submit Registration Fees 05.10.2023
WBTET Exam Dates 24.12.2023
Result Date of WBTET To be Notified
Official website https://www.wbbpe.org/
wb primary tet official notification 2023 Click Here

প্রাথমিক টেট যোগ্যতার মানদণ্ড 2023

TET পরীক্ষার জন্য আবেদন করার আগে প্রার্থীদের WB প্রাইমারি TET যোগ্যতা জেনে রাখা গুরুত্বপূর্ণ। বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আলোচনা করা হয়েছে। WBBPE ন্যূনতম বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই যোগ্যতা পূরণ করতে হবে এবং সেই সম্পর্কিত সত্য ও বৈধ তথ্য প্রদান করতে হবে। জালিয়াতি তথ্যের ক্ষেত্রে, আবেদন বাতিল করা হবে। নীচে প্রয়োজনীয় WB প্রাইমারি TET যোগ্যতা দেখে নিন।

WB TET বয়স সীমা

পশ্চিমবঙ্গ প্রাইমারি TET পরীক্ষার জন্য, আবেদকারী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ 18 বছরের বেশি বয়স হতে হবে। সর্বোচ্চ বয়স সীমা 40 বছর।

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেস্ট শিক্ষাগত যোগ্যতা

(i) Persons having:

Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 2 year Diploma in Elementary
Education (by whatever name known)
OR
Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 4 year Bachelor of Elementary
Education (B.El.Ed.)
OR
Senior Secondary (or its equivalent) with at least 50% marks and having Diploma in Education
(Special Education), a course recognized by the Rehabilitation Council of India (R.C.I.)
OR
Graduation and 2 year Diploma in Elementary Education (by whatever name known)
5% relaxation of marks in Senior Secondary or its equivalent examination (i.e. 45%) will be
allowed for the Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Other Backward Classes (OBC-A
and OBC-B), Exempted Category (EC), Ex-Servicemen Category, Differently Abled Category
(DAC) and for DH (Die-in-harness) category candidates.

(ii) Persons who have appeared for the final examination for a 2-year D.El.Ed. Course from NCTE recognized
institutions on the date of this notification and the result is yet to be released.
OR
Persons who have appeared for the final examination for a 4-year B.El.Ed. Course from NCTE recognized
institutions on the date of this notification and the result is yet to be released.
OR
Persons who have appeared for the final examination to a 2-year D.Ed. (Special Education) Course from
RCI recognized institutions on the date of this notification and the result is yet to be released.
OR
Persons who are pursuing D.El.Ed./D.Ed. (Special Education)/4-year B.El.Ed. Course in NCTE/RCI
recognized institutions.

 

প্রাথমিকের পরীক্ষার তারিখ 2023

WB প্রাইমারি TET 2023 পরীক্ষার তারিখ 24.12.2023 অনুষ্ঠিত হবে ৷ প্রার্থীদের অবশ্যই WB প্রাইমারি TET 2023 পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি শুরু করতে হবে ৷ WBBPE অফিসিয়াল ওয়েবসাইটে WB TET 2023 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। WB প্রাইমারি TET অফিসিয়াল বিজ্ঞপ্তিতে WB TET পরীক্ষা 2023 সম্পর্কিত সমস্ত বিবরণ থাকবে।

প্রাথমিক টেট পরীক্ষার আবেদন ফী Primary TET Application Fee 2023

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার আবেদন ফি অনলাইন মাধ্যমে দিতে হবে। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবে।

Category Each Candidate
General 500/-
OBC-A / OBC-B 400/-
SC/ST/DCA/EC 250/-

এছাড়াও কিছু অ্যাডিশনাল চার্জ এপ্লাই হবে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক TET এডমিট কার্ড 2023

WB TET 2023 অ্যাডমিট কার্ড WB প্রাইমারি TET 2023 পরীক্ষার আগে WBBPE দ্বারা প্রকাশ করা হবে। প্রার্থীরা WB TET অফিসিয়াল ওয়েবসাইট থেকে WB TET 2023 অ্যাডমিট কার্ড অ্যাক্সেস করতে পারেন। WB প্রাইমারি TET 2023 অ্যাডমিট কার্ড সাধারণত WB TET 2023 পরীক্ষার 15 দিন আগে প্রকাশ করা হয়। প্রার্থীদের অবশ্যই এটি ডাউনলোড করতে হবে এবং WB TET 2023 অ্যাডমিট কার্ডের একটি প্রিন্টআউট নিতে হবে। তাদের অবশ্যই WB প্রাইমারি TET 2023 অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন

বিগত বছরের প্রশ্নপত্র প্রকৃত পরীক্ষার অসুবিধা স্তর সম্পর্কিত তথ্যের একটি ভাল উৎস প্রমাণ করতে পারে। প্রার্থীরা নিজে কমেন্টের এর মাধ্যমে জিজ্ঞাসা করা প্রশ্নের ধরন এবং পরীক্ষায় অসুবিধার স্তর পরীক্ষা করতে পারেন। WB প্রাইমারি TET বিগত বছরের প্রশ্নপত্রগুলি ডাউনলোড করার লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে।

WB Primary TET Previous Year Question Papers

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন

যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি কৌশল তৈরি করতে এবং সেই অনুযায়ী সময় এবং প্রস্তুতি পরিচালনা করতে সহায়তা করে। এখানে দেওয়া WB প্রাইমারি TET সিলেবাসে লিখিত পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে এমন সমস্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রার্থীরা নীচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত WB প্রাইমারি TET সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন দেখতে পারেন।WB Primary TET Previous Year Question Papers

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস 2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের বেতন
WB Primary TET Previous Year Question Papers পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট এডমিট কার্ড 2023
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া 2023 WB প্রাইমারি TET রেজাল্ট

FAQs

প্রশ্ন- West Bengal Primary Tet পরীক্ষা কবে হবে?

উত্তর- 24.12.23 তারিখ এ।

প্রশ্ন – পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষায় B.Ed রা কি বসতে পাবে ?

উত্তর – না ।

প্রশ্ন – West Bengal TET পরীক্ষায় কোন নেগেটিভ মার্ক আছে ?

উত্তর – না।

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.