চোখের আলো প্রকল্প বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Spread the love

বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ‘চোখের আলো প্রকল্প’ কর্মসূচি চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

চোখের আলো প্রকল্প – Chokher Alo Scheme

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নতুন বছরে, 2021 সালে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে তিনি সাংবাদিকের মাধ্যমে নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করেন। ‘চোখের আলো প্রকল্প ‘ (Chokher Alo Scheme), পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে সবার জন্য চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করার কথা রাজ্য সরকার বলেন। ‘চোখের আলো’পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের (Chokher Alo Scheme) উদ্দেশ্য কি কি?

  •  রাজ্যের বৃদ্ধ, বয়স্ক , যুবক ও শিশু অথবা সকলের জন্য চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা।
  •  মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন ২০২৩ থেকে২০২৫ সালের মধ্যে সমগ্র রাজ্যবাসী চক্ষু পরীক্ষা করা । তিনি বলেন ‘আই হেলথ ফর অল’ (Eye Health for All by 2023 to 2025 )।
  • শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের ব্যক্তিরা এই প্রকল্পের বিনামূল্যে অংশগ্রহণ প্রাপ্তি করা হবে।

 

চোখের আলো প্রকল্পের (Chokher Alo Scheme) পশ্চিমবঙ্গের রাজ্যের সুবিধা কি কি?

 

  • পশ্চিমবঙ্গের রাজ্যে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
  • রাজ্যে 20 লক্ষের বেশি মানুষের সম্পূর্ণ বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে আগামী 5 বছরে মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে।
  • পশ্চিমবঙ্গের রাজ্যে দরিদ্রদের জন্য বিনামূল্যে চশমা দেওয়া হবে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় 8 লক্ষ 25 হাজার বেশি বিনামূল্যে চশমা বিতরন করা হবে।
  • রাজ্যে সরকারি স্কুলের পড়ুয়াদেরও বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে । এমনকি প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হতে পারে। মোট 4 লক্ষ্য পড়ুয়া ও ছাত্র-ছাত্রী বিনামূল্যে চশমা পাবে রাজ্য সরকার বলেন।
  • সরকার রাজ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা হবে বলে সাংবাদিক এর মাধ্যমে জানাই।

 

পশ্চিমবঙ্গে রাজ্যে কবে চালু হবে ওই প্রকল্প?

বর্তমানে চোখের আলো প্রকল্প চালু হয়ে আছে | 05.01.2021 তারিখ থেকে রাজ্যের 1200 টি গ্রাম পঞ্চায়েত ও শহরের 120 টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চোখের আলো প্রকল্প শুরু হয়ে আছে। পরে সব গ্রাম পঞ্চায়েত ও শহরকে চোখের আলো প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

 

পশ্চিমবঙ্গের রাজ্য কারা ‘আলো প্রকল্পের’ অধীনে আসতে পারবে?

রাজ্যের শুধুমাত্র বয়স্ক ব্যক্তি নয় , এই ‘চোখের আলো’ প্রকল্পের সকলের রাজ্যবাসী জন্যই, এবং রাজ্যের সবাই চোখের চিকিৎসার সুবিধা থাকবে।

 

পশ্চিমবঙ্গের রাজ্যে প্রকল্পটি কতদিন ধরে চলবে ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাংবাদিককে মাধ্যমে ‘চোখের আলো’ প্রকল্পটি আগামী 5 বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত চলবে। পরবর্তীকালে আরো সময় বৃদ্ধি করা হতে পারে।

2021 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নবান্নে চোখের আলো প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[ আরও পড়ুন: Karma Sathi Prakalpa 2021- Application Form, Eligibility ]


Spread the love

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.

Comments are closed.