পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

 

 

1.পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ২০২১:

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) পশ্চিমবঙ্গ পুলিশ টেলিযোগযোগে ওয়্যারলেস সুপারভাইজার (কারিগরি) গ্রেড – দ্বিতীয় । ওয়্যারলেস অপারেটর – ২০২০ এর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।পশ্চিমবঙ্গ সিভিল ইমারজেন্সি ফোর্স( WBCEF) ও পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, ওয়াটার উইং সিভিল ডিফেন্সে (WWCD) আগ্রাগামি দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ, সরকার এর অধীনে

পশ্চিমবঙ্গ 2021 এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ, সরকারের অধীনে পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, ডব্লিউবিএনভিএফ অগ্রগ্রামী পদে পশ্চিমবঙ্গ, ২০১৯। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২২ফেব্রুয়ারী থেকে ২২ মার্চ ২০২১ অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ wbpolice.gov.in এ অনলাইন মোডের মাধ্যমে ডব্লিউবি পুলিশ নিয়োগ ২০২১ এর জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, কেবল প্রশিক্ষিত পুরুষ ডাব্লুবিএনভিএফ স্বেচ্ছাসেবক এবং প্রাক্তন-সৈনিকরা। মহিলা আবেদনকারীরা ডাব্লুবিএনভিএফ অগ্রগ্রামী পদে আবেদনের যোগ্য নন।

 

2. গুরুত্বপূর্ন তারিখগুলো হল:

  • অনলাইন আবেদনের শুরু করার তারিখ – 22 ফেব্রুয়ারী 2021
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: 21মার্চ 2021
  • ফি জমা দেওয়ার শেষ তারিখ – 24 মার্চ 2021

পশ্চিমবঙ্গ পুলিশের শূন্যপদের বিবরণওয়্যারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্রেড – II ওয়্যারলেস অপারেটর অগ্রগামী [পশ্চিমবঙ্গ সিভিল ইমার্জেন্সি ফোর্স (WBCEF)] এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্সে (WWCD) আগ্রাগামী ডাব্লুবিএনভিএফ অগ্রগামী ডাব্লুবি পুলিশ ওয়্যারলেস সুপারভাইজার, ওয়্যারলেস অপারেটর এবং অগ্রগামী পদগুলির জন্য যোগ্যতার লাগবে ।

 

3.শিক্ষাগত যোগ্যতা:

ওয়্যারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্রেড – কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বা রেডিও ফিজিক্স বা ইলেকট্রনিক্স এবং টেলিযোগযোগ বা বৈদ্যুতিক প্রকৌশল বা কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি ওয়্যারলেস অপারেটর – উচ্চ মাধ্যমিক শিক্ষা পশ্চিমবঙ্গ কাউন্সিল কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (10+ 2) বা পদার্থবিজ্ঞান এবং গণিত সহ বিজ্ঞানের কোনও স্বীকৃত বোর্ডের সমমানের পরীক্ষা|

অগ্রগামী (WBCEF] এবং (WWCD) – আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা এর সমমানের বোর্ডের মধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক হওয়া উচিত এবং সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের অধীনে সিভিল ডিফেন্স ফাউন্ডেশন প্রশিক্ষণ অবশ্যই শেষ করতে হবে। WBNVF অগ্রগামী– আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা এর সমমানের মধ্যমমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

4.বয়স সীমা:

ওয়্যারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্রেড – 21 থেকে 27 বছর
ওয়্যারলেস অপারেটর – 18 থেকে 27 বছর
অগ্রগামী [পশ্চিমবঙ্গ সিভিল ইমার্জেন্সি ফোর্স (WBCEF)] এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্সে (WWCD) আগ্রাগামী – 18 থেকে 40 বছর
ডাব্লুবিএনভিএফ অগ্রগ্রামী – 18 থেকে 40 বছর|

 

5. পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন 2021?

আবেদন ফর্মগুলি অন লাইন মাধ্যমে 22 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ 2021 ,  5 PM অবধি জমা দেওয়া যেতে পারে।
অনলাইনে আবেদন করুন  wbpolice.gov.in

 

পশ্চিমবঙ্গের বাজেট 2021 হাইলাইট