ঘরে বসেই অনলাইন রেশন কার্ড আধার লিঙ্ক জানুন কীভাবে ? 2022

রেশন কার্ড আধার লিংক চেক | আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার | রেশন কার্ড আধার কার্ড মোবাইল নম্বর লিংক | রেশন কার্ড আঁধার লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল | আধার কার্ড লিংক | রেশন কার্ড আধার লিংক অ্যাপ |রেশন কার্ড মোবাইল নম্বর লিংক | রেশন কার্ড চেক করা অ্যাপস

এবার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রেশনের খাদ্য সামগ্রী পেতে, গ্রাহককে ই-পোস ডিভাইসে আঙুলের ছাপ দিয়ে তার আধার নম্বর যাচাই করতে হবে। অথবা গ্রাহকরা তাদের মোবাইল থেকে অনলাইনে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। যে সমস্ত গ্রাহকদের আধার নম্বর ইতিমধ্যেই লিঙ্ক করা হয়েছে, তাদের জন্য জুন থেকে এই ব্যবস্থা চালু করা হবে, খাদ্য বিভাগ জানিয়েছে।

তিনি আরও বলেছিলেন যে যারা এখনও রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করেননি তারা আগস্টের মধ্যে এটি করে ফেলুন, আধার কার্ড এবং মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিঙ্ক করুন। আগস্টের পর থেকে রেশনের খাদ্য সামগ্রী পাওয়া গুরুত্বপূর্ণ।

অনলাইন রেশন কার্ড আধার লিঙ্ক

রাজ্যের খাদ্য দফতর একটা নতুন টুইট করেছে সেখানে একদম সহজ উপায়ে দেখানো হয়েছে কিভাবে আপনি ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক {wb ration card aadhar link} করাবেন। যদিও আমরা অনেক আগেই এই নিয়ে পোষ্ট করেছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনি পশ্চিমবঙ্গে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করাবেন।

কিভাবে রেশন কার্ডের সাথে আধার নং এর লিংক করবেন ?

  • প্রথমত, আপনাকে নিচে প্রদত্ত লিংকে ক্লিক করে রেশন কার্ডের ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে,
  • লিংকে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ চলে আসবে, যেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ডের ক্যাটাগরি লিখতে বলা হবে।

"রেশন কার্ড এ আধার লিঙ্ক "

  • যেভাবে আপনার কাছে তথ্যগুলি চাওয়া হয়েছে, যেভাবে আপনি সেগুলি প্রদান করে সার্চ বক্সে ক্লিক করলেই প্রদত্ত রেশন কার্ডের তথ্য আপনার সামনে বেরিয়ে আসবে।
  • পরবর্তী পদক্ষেপ অবলম্বন করার পূর্বে অবশ্যই আপনি আপনার রেশন কার্ডের তথ্য গুলি যাচাই করে নেবেন, তথ্যগুলো সঠিক হলে, নিচে দুটি লিংক দেখতে পাবেন, যা বক্স যুক্ত লিংক এর মতো দেখতে। একটিতে লেখা থাকবে⏹️ link aadhar and mobile number ও অন্যটিতে ⏹️update nubile number লেখা থাকবে।

"রেশন কার্ড এ আধার লিঙ্ক "

  • আপনি যদি আপনার আধার মোবাইল দুটোই লিঙ্ক করতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন, অথবা যদি আপনি শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্ক করতে চান বা আপডেট করতে চান তাহলে আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করবেন।
  • সবচেয়ে বেশি জরুরি যেটি হল, রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ, তাই আপনাকে প্রথম অপশনটিতে ক্লিক করে আপনার আধার নম্বর লিখে সেন্ড ওটিপি অপশন ক্লিক করতে হবে,

রেশন-আধার কার্ড লিঙ্ক

  • এরপরে আপনার প্রদত্ত আধার নম্বর এর সাথে যুক্ত থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে যেটিকে আপনাকে সেন্ট  অপশনে ক্লিক করার পর আসা আরেকটি বক্সে বসাতে হবে। সেই বক্সে আধার ওটিপি বসিয়ে confirm অপশনে ক্লিক করার পর আপনার আধার ডিটেলস আপনার কম্পিউটারে ভেসে উঠবে।
  • কম্পিউটার স্ক্রিনে ভাসমান সেই ব্যক্তি যদি আপনার প্রদত্ত রেশন কার্ডের সাথে মিলে যায়, তাহলে আপনাকে ভেরিফাই এন্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • সাবমিট হয়ে গেলেই আপনার রেশন কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণ সফল হয়েছে এরকম একটি নোটিফিকেশন আপনি কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাবেন।
  • সেই নোটিফিকেশনে ওকে ক্লিক করার পরে আপনাকে মোবাইল নাম্বার আপডেট করার জন্য জিজ্ঞেস করা হবে, যদি আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে Yes অথবা যদি না করতে চান তাহলে No অপশন এ ক্লিক করবেন।
  • মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নম্বর লেখার জন্য একটি বক্স দেখতে পাবেন, প্রদত্ত বক্সে আপনার মোবাইল নম্বর লিখে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে ওটিপি দেওয়ার জন্য আরেকটি বস আপনার কম্পিউটারের স্ক্রিনে দৃশ্যমান হয়ে উঠবে,
  • সেই বক্সে ওটিপি দিয়ে কনফার্ম করে দিলেই রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ সফলভাবে সম্পন্ন হবে।

অফলাইনের মাধ্যমে আধারের সাথে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন?

অফলাইনের মাধ্যমে আধারের সাথে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন?

ট্যুইটে বলা হয়েছে, আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে চারটি জায়গায় গেলেই হবে কার্যসিদ্ধি। নিচে দেওয়া হল সেই জায়গাগুলির নাম।

1.যেকোন রেশনের দোকান:

খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয়েছে, যেকোনও রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহক।নীচে নোটিশটি দেওয়া হয়েছে।

2.যেকোন বাংলা সহায়তা কেন্দ্র:

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে আপনাকে সাহায্য করবে ‘বাংলা সহায়তা কেন্দ্র’। এই নির্দিষ্ট কেন্দ্রে গেলেই হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক।

3.যেকোন ফুড ইনস্পেক্টরের অফিস:

 ওপরের দুই জায়গার সঙ্গে আপনার কাজে আসতে পারে ফুড ইনস্পেক্টরের অফিস। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে যেতে পারেন এই তৃতীয় বিকল্প স্থানে।
নোট- খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।

4.হোয়াটস্যাপ এর মাধ্যমে : 

বর্তমানে আপনি খাদ্য দপ্তর এর হোয়াটস্যাপ নং এ জোগাজোগ করেও এই কাজটি সুম্পূর্ণ করতে পারবেন। হোয়াটস্যাপ নং -৯৯০৩০৫৫৫০৫

গুরুত্বপূর্ণ তথ্য :-

শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যে সকল বাচ্চাদের আধার কার্ড নেই, তাদের যাতে রেশন পেতে অসুবিধা না হয় সেজন্য আপনি আপনার বাচ্চার রেশন কার্ড ও আধার কার্ডের জেরক্স নিকটবর্তী খাদ্য দপ্তরে জমা করে আসলে, তারা আপনার বাচ্চার রেশন কার্ডটি জন্ম সার্টিফিকেট এর সঙ্গে লিংক (demo authentication) করে দেবে।

Latest Update:- 

যে সমস্ত রেশন কার্ড গ্রাহক আছেন তাদের মধ্যে অনেকে এমন আছেন যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের মিল নেই। এমন কিছু জন আছেন যাদের আধার কার্ডের নাম ও রেশন কার্ডের নাম সম্পূর্ণ আলাদা। সেই সমস্ত রেশন কার্ড যত শিগগির পারবেন তত তাড়াতাড়ি নিজেদের নাম সংশোধনের জন্য পাঁচ নম্বর ফরম ফিলাপ করে জমা দিয়ে দিলে তারা সেই সমস্যা থেকে নিস্তার পাবেন।

শূন্য থেকে দশ বছর বয়স অব্দি যে সকল বাচ্চাদের এখন আধার কার্ড হয়নি। তাদের জন্ম সার্টিফিকেট ও রেশন কার্ডের জেরক্স নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে জমা করে আসতে হবে। অবশ্য কার্ড বন্ধ হলে এই প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। দশ বছরের উপরের বাচ্চাদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। অনলাইনের মাধ্যমে আধার ওটিপি দিয়ে লিংক করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা এখন কিছুটা পরিবর্তন হয়েছে। যাদের রেশন কার্ড ও আধার কার্ডে নাম একই তারা শুধুমাত্র অনলাইনে লিঙ্ক করতে পারবে, বাকিদের খাদ্য দপ্তর অফিসে গিয়ে হাতের ছাপ দিয়ে অথবা আধার ও রেশন কার্ডে জেরক্স দিয়ে তাদের কার্ড চালু করে নিতে হবে।

 

আরো পড়ুন >

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.