অগ্নিপথ প্রকল্প কি |অগ্নিপথ প্রকল্প apply | অগ্নিপথ প্রকল্প যোগ্যতা | অগ্নিপথ প্রকল্প কি |অগ্নিপথ প্রকল্প উচ্চতা | অগ্নিপথ স্কিম কি | অগ্নীপথ স্কিম | অগ্নিপথ যোজনা | অগ্নীপথ স্কিম ডিটেলস | Agnipath scheme apply online | Agneepath recruitment 2022 | অগ্নিপথ প্রকল্প apply date | অগ্নিপথ প্রকল্প application |
আমাদের দেশে অনেক নাগরিক আছেন যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান। এই কথা মাথায় রেখেই অগ্নিপথ প্রকল্প চালু করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । এই প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের 4 বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে। এই নিবন্ধে আপনাকে অগ্নিপথ প্রকল্পের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হবে। এই নিবন্ধটি পড়ে, আপনি অগ্নিপথ যোজনার অধীনে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। এছাড়াও, এই স্কিমের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত তথ্যও জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেওয়া যাক অগ্নিপথ যোজনা কী এবং কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়।
অগ্নিপথ প্রকল্প (Agneepath Yojana) কি
ভারত সরকার অগ্নিপথ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে, দেশের সমস্ত যুবক যারা ভারতীয় সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে চায় তাদের স্বপ্ন পূরণ করতে পারে। অগ্নিপথ যোজনার মাধ্যমে, ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখায় প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে যা সেনা, নৌ ও বিমান বাহিনী। অগ্নিপথ প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে।
এই প্রকল্পের অধীনে, 4 বছরের জন্য সৈনিক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাবাহিনীর তিন শাখার প্রধানরা এই প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত যুবকদের অগ্নিবীর ( Agniveer )বলা হবে। মাইক্রো অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অগ্নিপথ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকার এই স্কিমটি চালু করার সিদ্ধান্ত 14 জুন 2022 এ নেওয়া হয়েছিল। এই প্রকল্পটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতেও কার্যকর প্রমাণিত হবে। এছাড়াও, এই প্রকল্পটি পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তাও জোরদার হবে। এই পরিকল্পনা শুরু করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিন সেনাপ্রধানও এই পরিকল্পনার প্রক্ষেপণ করেছিলেন।
প্রকল্পের নাম | অগ্নিপদ স্কিম / অগ্নিপথ যোজনা |
পদ | ভারতীয় সেনা (Indian Army) |
শুন্যপদ | 46 হাজার |
বেতন | 80 হাজার টাকা |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
নোটিফিকেশন | Click Here |
অগ্নিপথ যোজনার মূল উদ্দেশ্য
- এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের যুবকদের 4 বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা। যাতে সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক দেশের সব তরুণদের স্বপ্ন পূরণ হয়।
- এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে দেশের নিরাপত্তা জোরদার হবে। অগ্নিপথ প্রকল্পের অধীনে, যুবকদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে, যেখানে তাদের সেনাবাহিনীর উচ্চ-দক্ষ প্রশিক্ষণ দেওয়া হবে।
- এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল হয়ে উঠতে পারবেন। দেশের বেকারত্বের হার কমাতেও এই প্রকল্প কার্যকর প্রমাণিত হবে। এছাড়াও, এই প্রকল্পের মাধ্যমে দেশের নাগরিকরা শক্তিশালী এবং স্বনির্ভর হতে সক্ষম হবে।
অগ্নিপথ প্রকল্পে বেতন
প্রথম বছরে Agniveer দের 4.76 লাখ টাকার প্যাকেজ প্রদান করা হবে। এই প্যাকেজটি 4 বছরে 6.92 লাখ টাকা হতে পারে। আগুনবীরদের প্রথম বছরে প্রতিমাসে 30,000 বেতন দেওয়া হবে ।যার মধ্যে 30% অর্থাৎ ₹ 9000 PF কেটে নেওয়া হবে । তাহলে প্রতি মাসে ₹21000 এর বেতন প্রদান করা হবে। সরকার কর্তৃক বছরে 10% বেতন বৃদ্ধি চতুর্থ বছরে প্রতিমাসে ₹40000 বেতন দেওয়া হবে ।
এছাড়াও, 4 বছর পর অগ্নিবীরকে 11.71 লক্ষ টাকার একক পরিষেবা তহবিল প্রদান করা হবে। যার উপর কোন কর আরোপ করা হবে না। এছাড়া কোনো কঠিন জায়গায় পোস্টিং হলে সেক্ষেত্রে সেনাবাহিনীর অন্যান্য সৈনিকদের মতো উচ্চ জাহাজ ভাতাও দেওয়া হবে। বিমা কভার Agniveer কর্মীদের 48 লক্ষ টাকা প্রদান করা হবে এবং 4 বছরের চাকরির সময় মৃত্যু হলে, Agniveer পরিবারকে ₹ 10000000 ক্ষতিপূরণ প্রদান করা হবে। Agniveer কর্মীদের একটি ব্যাঙ্ক ঋণ সুবিধাও দেওয়া হবে।
অগ্নিপথ স্কিম পরিকল্পনার শর্তাবলী
- এই প্রকল্পের অধীনে 4 বছরের জন্য নিয়োগ করা হবে।
- যাঁদের নিয়োগ করা হবে ‘অগ্নিবীর’ হিসেবে পরিচিতি পাবেন।
- নিয়োগপ্রাপ্ত নাগরিকদের আলাদা পদমর্যাদা দেওয়া হবে।
- অগ্নিবীররা 4 বছরের সময়সীমা শেষ করার পরে স্থায়ী তালিকাভুক্তি পেতে পারেন।
- অগ্নিবীরদের প্রায় 25% নিয়োগ করা হবে।
- এ বছর 46 হাজার অগ্নিবীরদের নিয়োগ দেওয়া হবে।
- এই স্কিমের অধীনে তালিকাভুক্তি অনলাইন কেন্দ্রীভূত সিস্টেম, সমাবেশ এবং ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে।
- সর্বভারতীয় সকল শ্রেণীতে তালিকাভুক্তি করা হবে।
- এই স্কিমের অধীনে আবেদন করার সর্বনিম্ন বয়স হল 17 বছর এবং সর্বোচ্চ বয়স হল 21 বছর৷
- 4 বছর পর স্কিল গেইন সার্টিফিকেট, ক্রেডিট ফর হায়ার এডুকেশন সার্টিফিকেট পাবেন প্রশিক্ষণপ্রাপ্তরা।
- এই প্রকল্পের অধীনে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী।
অগ্নিপথ প্রকল্প যোগ্যতা
অষ্টম শ্রেণি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। যেমন –
পদ | শিক্ষাগত যোগ্যতা |
Agniveer Clerk / Store Keeper (Technical) (All Arms) | উচ্চ মাধ্যমিক পাশ (Arts, Commerce, Science) যেকোনো বিভাগে করলেই আবেদন করতে পারবেন। কমপক্ষে সবমিলিয়ে ৬০% নাম্বার থাকতে হবে ও প্রতি বিষয়ে ৫০% করে নাম্বার থাকতে হবে। |
Agniveer (General Duty) (All Arms) | 45% নম্বর সহ মাধ্যমিক পাশ থাকতে হবে। এবং প্রতিটি বিষয়ে 33% নাম্বার থাকতে হবে। |
Agniveer (Technical) (All Arms) & Agniveer (Technical) (Aviation & Ammunition Examiner) |
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন 50% নম্বর এবং প্রতিটি বিষয়ে 40% নাম্বার পেয়ে পাস থাকতে হবে ।
অথবা যেকোনো স্বীকৃত রাজ্য শিক্ষা বোর্ড বা কেন্দ্রীয় শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় NSQF লেভেল 4 বা তার উপরে প্রয়োজনীয় ক্ষেত্রে ন্যূনতম এক বছরের NIOS এবং lTl কোর্স অন্তর্ভুক্ত করতে হবে। |
অগ্নিপথ প্রকল্প আবেদনকারীর উচ্চতা এবং ওজন
সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী তা নির্ধারিত হবে।
ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা-
- Group A– আবেদনকারীরা 1600 মিটার দৌড় 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে পাবেন ৬০ নম্বর। 10 টি Pull Ups করলে আরো 40 নম্বর দেওয়া হবে। (Agneepath Scheme Apply Online 2022)
- Group B– আবেদনকারীরা 1600 মিটার দৌড় 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে পাবেন 48 নম্বর। 9 টি Pull Ups করলে 33, 8 টি Pull Ups করলে 27, 7 টি Pull Ups করলে 21 এবং 6 টি Pull Ups করলে 16 নম্বর প্রদান করা হবে।
এরপর পরবর্তী ধাপে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।
অগ্নিপথ নিয়োগ প্রকল্পের গুরুত্বপূর্ণ বিবরণ 2022
Issuance of Guidelines for recruitment(NAVY) | 25th June 2022 |
First batch recruits to join training program(NAVY) | 21st November 2022 |
Beginning of the registration process (Air force) | 24th June 2022 |
Commencement of online examination for Phase 1 (Air force) | 24th July 2022 |
First batch recruits to join training program (Air force) | 30 December 2022 |
Issuance of notification of army | 20th June 2022 |
Issuance of notification by various recruitment units of the force | 1st July 2022 |
Joining date of a second lot of recruits | 23rd February 2023 |
F.A.Q
প্রশ্ন – অগ্নিপথ প্রকল্প কি ?
উত্তর – এই প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের 4 বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে
প্রশ্ন – অগ্নিবীর কাদের বলা হয় ?
উত্তর – অগ্নিপথ স্কিম এর মাধ্যমে যেসব সৈন্যদের নিয়োগ করা হবে তাদের বলা হয় অগ্নিবীর।
প্রশ্ন – অগ্নিপথ প্রকল্পের আবেদনের বয়সসীমা কত ?
উত্তর – সর্বনিম্ন বয়স হতে হবে 17 বছর এবং সর্বোচ্চ বয়স 21 ।
প্রশ্ন – মহিলারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবে ?
উত্তর – হ্যাঁ ।
প্রশ্ন – অগ্নিপথস্কিমের জন্য আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টাল কোনটি?
উত্তর – পোর্টালগুলি হল careerindianairforce.cdac.in, joinindiannavy.gov.in এবং joinindianarmy.nic.in
বিস্তারিত পড়ুন
- কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে আবেদন করবেন
- পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ম
- স্বাস্থ্য সাথী কার্ড নাম চেক অনলাইন কিভাবে করবেন