অয়েল ইন্ডিয়া লিমিটেডে মাধ্যমিক পাশে প্রচুর নিয়োগ, বেতন 26,600/- টাকা

Spread the love

অয়েল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024 বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে, আপনারা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভালো চাকরি খুঁজছেন তারা এখানে আবেদন করতে পারেন। বিস্তারিত নিচে দেওয়া আছে.

পদের নাম GRADE-III
মোট শূন্যপদ 421 টি
Employment No. HRAQ/REC-WP-B/2023-81
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। ট্রেড অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন নূন্যতম বেতন 26000/- টাকা।
বয়সসীমা আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে ৫ বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
Group D Notification Download Now
Application Form:
Download Now

অয়েল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024 বিজ্ঞপ্তি

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে নিজেকে নিবন্ধন করুন। তারপরে আপনার নাম, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করুন। অবশেষে একবার তথ্য যাচাই করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

আবেদন ফি- শুধুমাত্র সাধারণ এবং ওবিসি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে 200/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন আবেদনকারীরা।

আবেদনের শেষ তারিখ- 30 জানুয়ারি, 2024।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস 2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের বেতন
WB Primary TET Previous Year Question Papers ইন্টারভিউ টিপস
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া 2023 পিকক মডেল কি?
WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

Spread the love

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.