বাংলা শস্য বীমা আবেদন করেননি? এখুনি জানুন কী করতে হবে! বিপুল সুবিধা

Spread the love

বাংলা শস্য বীমা যোজনা | BSB | বাংলা শস্য বীমা ফর্ম PDF 2022 | Shasya Bima Status check | শস্য বীমার টাকা| বাংলা শস্য বীমা যোজনা 2023 | বাংলা শস্য বীমা ফরম ফিলাপ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য বরাবরই সুবিধার কথা ভেবে এসেছে। ঠিক এরকম একটি সুবিধার কথা ভেবে। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য “বাংলা শস্য বীমা যোজনা” নামে একটি প্রকল্প চালু করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানির দ্বারা জারি করা কৃষকদের জন্য শস্য বীমা প্রকল্পের জন্য একটি আবেদন যা কোনো কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে এবং এই যোজনাটি যে ফসল গুলির মধ্যে পড়ে সেগুলি হল আমন ধান, আউশ ধান,পাট এবং ভুট্টা। AIC অর্থাৎ ভারতের এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি এর সহযোগিতায় এই যোজনাটি 2019 সালে চালু করা হয়।

সবথেকে সুবিধার খবর হলো এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের কোন প্রিমিয়ামের পরিমাণ দিতে হবে না। কৃষকদের পক্ষে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বাংলা শস্য বীমা প্রেমিয়াম বহন করে চলবে।

প্রকল্পের নাম বাংলা শস্য বীমা যোজনা
আবেদন পদ্ধতি অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইট https://banglashasyabima.net/

বাংলা শস্য বীমা যোজনা আবেদনের যোগ্যতা

  1. কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. কৃষককে অবশ্যই কোন ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকতে হবে।
  3. পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ঋণ গ্রহনকারী সকল কৃষক ও মজুর বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা লাভ করতে পারে।
  4. আবার অন্য ক্ষেত্রে যে সকল কৃষক ঋণ গ্রহন করেননি তারাও এক্ষেত্রে আবেদনের যোগ্য।
  5. যেহেতু প্রত্যেক কৃষক তাদের ফসল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তারপরে তারা সেই ক্ষতিগ্রস্ত ফসলের ভরতে কি পান, তাই ভর্তু কি পেতে হলে সেই কৃষককে ক্ষতিগ্রস্থের যথাযথ প্রমাণ দিয়ে আবেদন করতে হবে।
  6. আবেদন করে কৃষক কে ঋণ নিয়ে ব্যাংক খেলাপি (টাকা শোধ না দেওয়া) হওয়া উচিত না।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  • পরিচয় প্রমাণ: প্যান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টিটি কার্ড ইত্যাদি।
  • ঠিকানার প্রমাণ: প্যান কার্ড, বৈধ পাসপোর্ট, ইউটিলিটি বিল,
  • ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী.
  • আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি।
  •  আবেদনকারীদের স্বাক্ষর যাচাইকরণ
  •  কৃষক আইডি প্রুফ
  •  জমির পরিমাপের দলিল
  •  ফসলের ব্যর্থতার পরিমাণ সম্পর্কিত নথি
  •  বিদ্যমান ঋণ এবং পরিশোধের ট্র্যাক রেকর্ডের বিশদ বিবরণ
  • প্রয়োজনে অন্য কোনো নথি

বাংলা শস্য বীমা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিমান প্রদানকারী কোম্পানি:-ভারতীয় কৃষি বিভা কোম্পানি অর্থাৎ AIC

যে সকল জেলাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে:-দার্জিলিং, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা।

প্রিমিয়ামের পরিমাণ 

WB রাজ্য সরকারের ঘোষণা হিসেবে হিসাবে কৃষকদেরকে বিনামূল্যে সম্পূর্ণ প্রিমিয়াম দিতে হবে।

বীমার জন্য কভার করা ফসল 

আমন ধান, আউশ ধান, পাট এবং ভুট্টাকে কভার করার জন্য পশ্চিমবঙ্গে BSB প্রকল্প।

বাংলা শস্য বীমা আবেদন পদ্ধতি

এই Bangla Shasya Bima Prakalpa এর এপ্লিকেশন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. বাংলা শস্য বীমা আবেদন ফর্ম : প্রথমে আপনাকে এই প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে বের করুন।

  2. তারপর, ফর্ম এ কৃষকের নাম ও ঠিকানা লিখুন।

  3. ভোটের কার্ড এর নম্বর লিখুন।

  4. জেলা ও গ্রামের বা মৌজার ঠিকানা দিন।

  5. ফসল ও জমির বিবরণ : এই বক্স এ প্রথমে কী কী ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের নাম লিখুন।

  6. তারপর ব্লক ও পঞ্চায়েত লিখুন।

  7. এই পর মৌজার নাম ও জে এল নং।

  8. এবারে জমির দাগ নং গুলি লিখতে হবে।

  9. এবারে কতটুকু জমি (শতক ) উলেখ্য করুন।

  10. নিজের জমি নাকি অন্যের ভাগি চাষ সেটি লিখুন।

  11. ফসল সম্ভাব্য রোপনের তারিখ লিখুন।

  12. কত টাকার ফসল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা উল্লেখ করুন।

  13. সর্বশেষে আপনার একটি মতামত দিন।

এভাবেই করবেন বাংলা শস্য বীমা আবেদন এবং নিচে আপনার ব্যাঙ্ক একাউন্ট ও ইফসি কোড সঠিক ভাবে লিখুন ও জমা করুন স্থানীয় কৃষিবিভাগে গিয়ে (অঞ্চল বা ব্লক অফিসে)।

বাংলা শস্য বীমা আবেদন ফর্ম PDF

 Bangla Shasya Bima Prakalpa Form Download 

বীমা প্রদানের পর্যায় 

  • পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনার অধীনে, নিচে উল্লিখিত 4টি পর্যায়ে বীমা প্রদান করা হবে।
  •  রোপণের সময় ক্ষতিগ্রস্থ হওয়ার জন্য।
  •  চাষের সময় লোকসান হয়েছে।
  •  ক্ষেতে ফসল পড়ে থাকা অবস্থায় কাটা-পরবর্তী সময়ে এই ক্ষতি হয়েছে।
  •  প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতি হয়।

ক্ষতির পরিমাণ গণনা 

রাজ্য সরকার।  প্রতি হেক্টর ভিত্তিতে বিমার পরিমাণ নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ।

বাংলা শস্য বীমা ( Bangla Shasya Bima )যোজনা স্ট্যাটাস চেক

Click Here

বাংলা শস্য বীমা (BSB) কত টাকা অব্দি পেতে পারেন চেক করুন

 Click Here

বাংলা শস্য বীমা সংক্রান্ত অন্যান্য তথ্য

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্প-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত (বাংলা শস্য বীমায় আবেদনের যোগ্য) কৃষকদের একটি দায়িত্বভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী সময়ে এমন অনেক কৃষক আছেন, যারা ঋণ নিয়ে চাষবাস করার পরে প্রাকৃতিক দুর্যোগে তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ায় অনেকে আত্মহত্যা করেছেন। তাই রাজ্য সরকার মানবিক ও কৃষক বন্ধুত্বপূর্ণ সুবিধা হিসেবে, বাংলা শস্য বীমা যোজনা এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের যাতে অসময়ে ক্ষতির মুখে পড়ে, সে অবস্থা থেকে যাতে বেরিয়ে আসা যায় এই প্রকল্পটি তারই একটি উপায় হিসেবে গড়ে উঠেছে।

বিস্তারত পড়ুন –

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সাথে যুক্ত হন।

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

Spread the love

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and love to create & share study-related content on the internet. I always try to serve you the best and correct information.