শিক্ষক নিয়োগ : বিপুল সংখ্যক শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলছে রাজ্য, আবেদন করতে পারবেন কারা?

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ | প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপ | প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রবেশপত্র | প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি pdf | WB Primary TET

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২

  • এই শূন্যপদ ৭ তারিখের DPSC থেকে আপডেট।
  • নতুন টেট ২০২২ পুজোর আগে বিজ্ঞপ্তি হবে তা হবে CTET এর আদলে, কোনো নিয়োগের সম্পর্ক নেই, এক্সাম হবে পুজোর পরে।
  • রত্না বাগচী ম্যাডাম পরিষ্কার ভাবে বলেছেন ২০১৪ এর জন্য ১২০০০ এবং ২০১৭ এর জন্য ১০০০০ শূন্যপদ থাকবে, দুটো আলাদা প্রসেস হবে।
  • সর্বশেষ মমতা ব্যানার্জী ও শিক্ষা দপ্তরের অনুমোদন পেলেই প্রসেস শুরু হবে।

বার প্রাথমিক শিক্ষা বোর্ডের যুগান্তকারী সিদ্ধান্ত। পুজোর পর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার প্রাথমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা বোর্ডের নবগঠিত কমিটির বৈঠকে কার্যত এ সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।

আর কয়েকদিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা বোর্ড নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছে। প্রাথমিক শিক্ষা বোর্ড আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের কাছে নিয়োগের পথে হাঁটবে।

এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কতটি নিয়োগ দেওয়া যেতে পারে এবং কারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারে, আমি আজ বিস্তারিত আলোচনা করব। যারা ইতিমধ্যে TET পরীক্ষা পাস করেছেন তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন।

বোর্ড সূত্রে জানা গেছে, মোট শূন্য পদের সংখ্যা 20 হাজারের বেশি। খুব শিগগিরই প্রাথমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল আমাদের প্রতিনিধিকে জানান, টেট পরীক্ষার বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন TET পরীক্ষার সম্ভাব্য তারিখ শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বোসের সঙ্গে পরামর্শ করা হবে। এত বড় পরীক্ষা নেওয়ার জন্য দীর্ঘ আলোচনার প্রয়োজন। বিস্তারিত তথ্য দিতে শিক্ষা দফতরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করা হবে। তবে খুব শিগগিরই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের সভাপতি আরও বলেন, শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বোর্ড নির্দিষ্ট শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করবে। এ ব্যাপারে খুব শিগগিরই সে দিকে এগোচ্ছে। শূন্যপদ অনুযায়ী বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। কাজও শুরু হয়েছে। পুজোর পরেই নিয়োগ শুরু হবে।

এছাড়া ভুল প্রশ্ন মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হবে তাও জানানো হবে। সিলেবাস নিয়েও পরে আলোচনা হবে বলে জানান তিনি।

এখন এই রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশীরা তাকিয়ে আছে কখন নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয় এবং কখন প্রাথমিক TET পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সাথে যুক্ত হন।

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.