Bdo অফিস নিয়োগ 2021 পশ্চিমবঙ্গ

Bdo অফিস নিয়োগ 2021 পশ্চিমবঙ্গ

মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস করা ছেলেমেয়েদের জন্য একটি সুখবর ।পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি ব্লকে এবং Bdo অফিস নিয়োগ এর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিভিন্ন পদে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করা হয়েছে যোগ্যতার সাথে। প্রতিটা জেলাতে একটি করে ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এবং প্রতিটা ব্লকে একজন কো-অর্ডিনেটর এবং একজন টাইপিস্ট এবং চারজন করে ব্লক সার্ভেয়র নেওয়া হবে। এই সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি দায়িত্ব দেওয়া হয়েছে GRKS অর্থাৎ গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থা কে।

কোন কোন পদের ক্ষেত্রে কতটা যোগ্যতা দরকার এবং বেতন কত হবে?

S.L NO POST NAME NUMBER OF POSTS QUALIFICATION SALARY/MONTH
    1 District Co-ordinator 1 post per District Graduation 16500  to 19500
    2 Block Co-ordinator 1 post per block   Graduation

(pass/appearing)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
15000  to 17500
    3 Computer Operator 1 post per block (10+2) with computer knowledge 13500  to 15500
    4 Block Surveyor 4 post per block 10th Pass 12000 to 14500

আবেদন করার আগে যেগুলি খেয়াল করবেন-

  1. বয়স সীমা-18 থেকে 37 বছর (SC/ST/PH- এর জন্য পাঁচ বছরের ছাড় আছে)
  2. আবেদনপত্রের ফি-( SC/ST/PH)  170 টাকা এবং অন্যান্যদের জন্য 320 টাকা
  3. নিয়োগ পদ্ধতিপরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
  4. কাজের স্থানজেলা বা ব্লকে
  5. অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি-

  1. অ্যাপ্লিকেশন শুরু হয়েছে-14 সেপ্টেম্বর 2021 থেকে
  2. অ্যাপ্লিকেশন করার শেষ দিন-12 অক্টোবর 2021
  3. পরীক্ষার স্থান-নিজ নিজ জেলা প্রধান অফিসে (District Headquarters)
  4. পরীক্ষা পদ্ধতি-অনলাইনে বা অফলাইনে পরিস্থিতি সাপেক্ষে।

পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন করা হবে

  1. সাধারণ জ্ঞান থেকে 50 নম্বরের 50 টি কোশ্চেন থাকবে,যাদের প্রতিটির মান হবে 1 নম্বর।
  2. মেন্টাল এবিলিটি বা মানসিক কর্মদক্ষতা বিষয় থেকে 50 নম্বরের 50 টি কোশ্চেন থাকবে, যাদের প্রতিটির মান হবে 1 নম্বর।
  3. সাধারণ শিক্ষা বা জেনারেল স্টাডিজ (G.S) থেকে 50 নম্বরের 50 টি কোশ্চেন থাকবে, যাদের প্রতিটির মান হবে 1 নম্বর।

সব বিষয় মিলিয়ে 150 নম্বরের পরীক্ষা হবে

  • প্রতিটি কোশ্চেন অব্জেক্টিভ টাইপ হবে l
  • পরীক্ষার সময় সীমা দু’ঘণ্টা নির্ধারিত করা হয়েছে।
  • পরীক্ষার জন্য আপনি বাংলা বা ইংরেজি যে কোন ভাষা পছন্দ করতে পারেন।
  • যে যে পদে যতটা যোগ্যতা চাওয়া হয়েছে সেই অনুযায়ী সেই পদগুলোতে প্রশ্ন করা হবে।
  • ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না।
  • প্রত্যেকটা পদের জন্য ভিন্ন ভিন্ন তারিখে পরীক্ষা নেওয়া হবে।

সিলেবাস

গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থা এর সিলেবাস pdf  click here 

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.