Voter-Aadhar Card Link:ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করেননি?বাড়িতে বসেই এভাবে করুন আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক

voter card aadhar card link online west bengal | voter card aadhar card link bengali | how to link aadhaar with voter id through mobile | aadhaar voter card link news | aadhaar voter id link status

শুরু হয়ে গেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক । বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসছি কেন্দ্র সরকার আধার সংক্রান্ত বিভিন্ন তথ্যাদিকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য তথ্যের সঙ্গে আধার তথ্য যোগদান করার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পূর্বেই দেখা গিয়েছে কেন্দ্র সরকারের আদেশ অনুসারে ‘এক আধার এক রেশন’ উদ্যোগটি বিশেষভাবে সাফল্য লাভ করেছে।

সেই সফলতাকে সামনে রেখে এবং ভোটার কার্ডে স্বচ্ছতা আনতে ও ভোটার কার্ডে তথ্যের ভুলভ্রান্তির সংশোধনের স্বার্থে আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক প্রক্রিয়া। এ ব্যাপারে অনেক সাধারন মানুষ জানেন না, তাই এই সংযোগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক এর উদ্দেশ্য:-

১. সারা ভারতবর্ষ জুড়ে নারী-পুরুষ নির্বিশেষে বিশেষ করে নারীদের ভোটার কার্ড এর স্বচ্ছতা আনতে এবং একাধিক ভোটার কার্ড বাতিল করার জন্য কেন্দ্র সরকার এই উদ্যোগ স্থাপন করেছে।

২. অনেকে এমন আছেন যাদের পরিপূরক তথ্য হিসেবে ভোটের কার্ড ব্যবহার হয়, সেই তথ্য যাতে ভুল ভ্রান্তি যুক্ত না হয়, সেই কারণে এই প্রক্রিয়া চালু করা হয়েছে।

৩. অতীতের যে সমস্ত ভোটার কার্ডগুলি আছে সেগুলিতে জন্ম তারিখ উল্লেখ না থাকায়, বর্তমানে জনসাধারণ যে কোন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেই অসুবিধা থেকে জনসাধারণ যাতে পরিত্রাণ পায় সেই কারণে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে তাদের সেই সমস্যার সমাধানের কথা ভাবা হয়েছে।

৪. আমরা দেখে এসেছি বিভিন্ন রকম সরকারি দপ্তর তাদের কার্যকলাপ অনলাইনে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। অবশ্য ভোটার কার্ড সংক্রান্ত কাজ পূর্বে অনলাইনে করা গেলেও বর্তমানে একটি নতুন ওয়েবসাইট এর মাধ্যমে সহজতর করে তোলা হয়েছে।

৫. আধার সংক্রান্ত তথ্যাদি ভোটার কার্ডের সামনে যোগদানের পর ভবিষ্যতে কি কাজে ব্যবহার করা হবে এবং কেমন ভাবে ব্যবহার করা হবে তা এই প্রতিবেদনে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে।

ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক পদ্ধতি:-

ভোটার কার্ড এবং আধার কার্ড এর লিংক প্রক্রিয়া সম্পাদন করার জন্য দুটি ওয়েবসাইট চালু করা হয়েছে। প্রথম ওয়েবসাইটটি পুরনো ওয়েবসাইট অর্থাৎ https://www.nvsp.in/

এবং অপরটি হল নতুনভাবে জনসাধারণের সুবিধার্থে নতুন ওয়েবসাইট। অর্থাৎ https://voterportal.eci.gov.in/

১. প্রথমে আপনাকে নীচে দেওয়া লিংকে ক্লিক করে ভোটার ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে এবং সেখানে ফোন নম্বর এবং নিজের নাম ও লিঙ্গ ও রাজ্যের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Link:- https://voterportal.eci.gov.in/

২. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ওয়েবসাইট লগইন করে নিতে হবে।

৩. ওয়েব সাইটে লগইন করে নেওয়ার পর একটি মেনুবক্স সামনে ভেসে উঠবে, সেই বকস গুলোর মধ্যে একদম ডান দিকের Aadhar Linkage বাটানে ক্লিক করে আধার কার্ড সংযোগ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়ে যাবে।

৪. লিংকে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেটিতে let’s start button এ ক্লিক করে নিজের ভোটার কার্ড নম্বর সার্চ করে নিজের তথ্য যাচাই করে নিতে হবে। যাচাই করানো সম্পন্ন হলে এবং ভোটার কার্ডের সামনে সেই তথ্য মিলে গেলে proceed button এ ক্লিক করে লিংক প্রক্রিয়ার কাজ চালিয়ে যেতে হবে।

৫. আঁধার সংযোগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হলো, নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করিয়ে নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ করে নিতে হবে।

৬. ভোটার কার্ডে মোবাইল যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, সেই পেইজে আধার নম্বর লিখে সাবমিট করে দেওয়ার পর তথ্য যাচাই করনের জন্য পুনরায় জিজ্ঞাসা করা হবে। সেই তথ্য বা preview যদি সঠিক হয় তাহলে সাবমিট বাটনে ক্লিক করে আধার ও ভোটার যোগদান প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে।

 

ভোটার ও আধার সংযোগ প্রক্রিয়া অনলাইনে ইনপুট করার পর, সেই তথ্য একজন ভোটার কর্মচারী, সেই আবেদনে সম্মতি প্রদান করলে ভোটার ও আধার সংযোগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

বিস্তারিত পড়ুন

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সাথে যুক্ত হন।

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

I am an educational blogger with a couple of websites. By profession, I am a school teacher and love to create & share study-related content on the internet. I always try to serve you the best and correct information.