নেতাজি ওপেন ইউনিভার্সিটি 2021 এর ফাইনাল পরীক্ষা এবার অনলাইনে

নেতাজি ওপেন ইউনিভার্সিটি 2021 এর ফাইনাল পরীক্ষা এবার অনলাইনে |netaji subhas open university exam date 2021

আপনারা সকলেই যেমনটা জানেন যে 15/09/2021 থেকে  22/09/2021তারিখ  দুপুর 2 টো পর্যন্ত সময় ছিল বিডিপি টার্ম এন্ড এর এসাইনমেন্ট জমা দেওয়ার । এর পরেই 22/09/2021-এ নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হলো চূড়ান্ত পরীক্ষার নোটিশ । এই নোটিশে স্পষ্ট হবে বলে দেওয়া হয়েছে পরীক্ষায় কিভাবে হবে ,কখন থেকে শুরু হবে,কখন শেষ হবে ইত্যাদি জরুরী বিষয় গুলি। আজকের এই নিবন্ধে আমরা আপনাদের সাথে শেয়ার করব পরীক্ষা সঠিক তারিখ, কিভাবে পরীক্ষা দিবেন এবং পরীক্ষার উত্তর কোথায় পাবেন ইত্যাদি বিষয় জানার জন্য শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

সংক্ষিপ্ত বিবরণ

বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি
কোর্স Degree Courses
পরীক্ষা শুরু 03/10/2021
পরীক্ষা শেষ 10/10/2021
অ্যাডমিট দিবে খুব শীঘ্রই জানানো হবে
কিভাবে পরীক্ষা হবে অনলাইনে
হেল্পলাইন নম্বর 9830338974 (11am to 5 pm)

কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে?

করোনা আবহে ইউনিভার্সিটি এর তরফ থেকে অনলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেখানে আপনারা বাড়িতে বসেই কম্পিউটার বা নিজের স্মার্ট ফোন থেকেই দিতে পারবেন এই পরীক্ষা ।

নেতাজি ওপেন ইউনিভার্সিটি notic

কতদিন চলবে এই পরীক্ষা ?

ইউনিভার্সিটির নোটিশ থেকে স্পষ্টতই বুঝা যাচ্ছে যে  December 2020 & June 2021 BDP Term end (exit) এর অনলাইন  পরীক্ষা   আগামী 3/10/2021 রাত্রি 11:55 থেকে 10/10/2021 রাত্রি 11:55 পর্যন্ত চলবে । পরীক্ষার্থীদের সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট http://www.wbnsou.ac.in/ এ নজর রাখতে হবে পরীক্ষা সম্পর্কিত তথ্য পেতে হলে।

পরীক্ষার ধরন ?

পরীক্ষার ধরন হবে mcq টাইপ।

এডমিট কার্ড কবে দেবে ?

পরীক্ষা শুরু হওয়ার 4থেকে 5 দিন আগেই ইউনিভার্সিটিতে নতিভুক্ত করা মোবাইল নম্বরে একটি ম্যাসেজ যাবে যেখানে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক এবং প্রয়োজনীয় তথ্য ইউনিভার্সিটি দ্বারা প্রদান করা হবে।

F.A.Q

Q . Netaji Subhas open university exam 2021 last date?

Ans. 10/10/2021

 

যে কোন সাবজেক্ট এর উত্তরপত্র পেতে নিচে দেওয়া ফরমটি ফিলাপ করুন এরপর উত্তরপত্র সঠিক সময় আপনাকে মেইল করে দেওয়া হবে।

 

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.

Comments are closed.