পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প 2023 | মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প 2023 pdf | কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প pdf | ভারত সরকারের বিভিন্ন প্রকল্প | রাজ্য সরকারের নতুন প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু স্কিম চালু করেছে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প গুলির তালিকা দেওয়া হয়েছে এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই প্রকল্প গুলি থেকে চাকরি পরীক্ষায় এবং ইন্টারভিউ এর সময় বিভিন্ন প্রশ্ন করতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তালিকা 2024
মাতৃযান প্রকল্প
|
২০১১ | প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। |
যুবশ্রী প্রকল্প | ২০১৩ | রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান। |
কন্যাশ্রী প্রকল্প | ২০১৩ | বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য। |
মধুর স্নেহ প্রকল্প
|
২০১৩ | মিউম্যান মিল্ক ব্যাঙ্ক। |
শিশুসাথী প্রকল্প | ২০১৩ | পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। |
গতিধারা প্রকল্প | ২০১৪ | কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। |
ঐক্যশ্রী প্রকল্প | ২০১৪ | সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। |
কর্মতীর্থ প্রকল্প | ২০১৪ | স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। |
সামাজিক সুরক্ষা যোজনা
|
২০১৪ | দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা প্রদান। |
সুফল বাংলা প্রকল্প
|
২০১৪ | চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। |
সবুজ সাথী প্রকল্প | ২০১৫ | নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান। |
মুক্তির আলো প্রকল্প | ২০১৫ | আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। |
খাদ্যসাথী প্রকল্প
|
২০১৬ | প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান। |
সবুজশ্রী প্রকল্প
|
২০১৬ | এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে। |
২০১৬ | ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। | |
রুপশ্রী প্রকল্প
|
২০১৮ | ১৮ বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান। |
কৃষক বন্ধু প্রকল্প
|
২০১৯ | কৃষকদের আর্থিক অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা। |
কর্মসাথী প্রকল্প
|
২০২০ | বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। |
২০২০ | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। | |
২০২১ | পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। | |
২০২১ | মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। | |
পথসাথী প্রকল্প
|
পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা।
|
|
উৎসশ্রী প্রকল্প
|
যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। |
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম সম্পর্কিত FAQs
ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি ?
সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
কন্যাশ্রী প্রকল্প কাদের দেয়া হয় ?
নবম শ্রেণির ছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সবাই এই প্রকল্পে বার্ষিক আর্থিক সাহায্য পেতে পারে। এছাড়াও ১৮ বছর পার হলেই পাওয়া যায় এককালীন টাকা।
কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?
পশ্চিম বঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে সর্ব নিম্ন ৪০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক টাকা খরিফ ফসল চাষের সময় ও বাকি টাকা রবি শস্য চাষের সময় দেওয়া হয়।
রূপশ্রীর বয়সসীমা কত?
আবেদনকারীদের বয়স ১৮ বছর হতে হবে। তার আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তার পাত্রের বয়স ২১ বছর হতে হবে।
বিস্তারিত করুন | |
দুয়ারে সরকার প্রকল্প | স্বাস্থ্য সাথী প্রকল্প |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প | কন্যাশ্রী প্রকল্প |
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প | ইন্টারভিউ টিপস |