রাজ্যের স্কুলে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত সংস্থা। সমগ্র পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন স্কুলগুলির শিক্ষাগত খ্যাতি সর্বজনীনভাবে স্বীকৃত। সম্প্রতি রামকৃষ্ণ মিশন রাহরা দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, মাসিক বেতনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পদের নাম Group D (Lab Attendant)
মোট শূন্যপদ 1
শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন প্রতিমাসে 19000/- টাকা।
বয়সসীমা আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
Group D Notification Download Now
Application Form:
Download Now

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
পদের নাম Assistant Teacher (Male)
মোট শূন্যপদ 2
শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ের স্নাতক পাশ সহ B.Ed ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন প্রতিমাসে 36000/- টাকা।
বয়সসীমা আবেদনকারীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।
Assistant Teacher Notification Download Now
Application Form Download Now

 

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করুন। তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিসহ পূরণকৃত আবেদনপত্রটি বেশ কয়েকটি সিল করা খামে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন ফি- অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন আবেদন ফি Rs.500/- এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন আবেদন ফি Rs.400/- (পরীক্ষা ফি) ধার্য করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Ramakrishna Mission Boys’ Home High School (H.S), Rahara, P.O. + P.S – Rahara, S.D – Barrackpore, Dist.- North 24 Parganas, Kolkata – 700118, Phone No. (033) 2523-6969, Email- rkmhighschoolrahara@gmail.com

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন আবেদনকারীরা।

আবেদনের শেষ তারিখ- 22 আগস্ট, 2023।

WhatsApp Group Click Here
Telegram Click Here
Facebook Page Click Here

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.