পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বই | প্রাথমিক বিদ্যালয়ের বই 2025 | প্রাথমিক বই pdf | প্রাথমিকের বই কয়টি | প্রাইমারি ইন্টারভিউ বই pdf download |
আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বই গুলির নাম দেওয়া হলো আপনাদেরই সুবিধার্থে। মূলত যারা D.El.Ed কোর্স করছেন, যারা টিউশন পড়ান অথবা যারা প্রাইমারি টেট ও আপার প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই টেক্সট বুকের নাম গুলি খুবই কাজে আসবে।
ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সমস্ত বইয়ের তালিকা
প্রাক – প্রাথমিক | Class 1 | Class 2 | Class 3 | Class 4 | Class 5 |
কুটুম কাটাম | আমার বই | আমার বই | আমাদের পরিবেশ | আমাদের পরিবেশ | আমাদের পরিবেশ |
মজারু | স্বাস্থ্য ও শারীরশিক্ষা | স্বাস্থ্য ও শারীরশিক্ষা | আমার গণিত | আমার গণিত | আমার গণিত |
সহজপাঠ | সহজপাঠ | স্বাস্থ্য ও শারীরশিক্ষা | ভাষা পাঠ | ভাষা পাঠ | |
জগৎ বাড়ি | জগৎ বাড়ি | পাতাবাহার | স্বাস্থ্য ও শারীরশিক্ষা | স্বাস্থ্য ও শারীরশিক্ষা | |
Butterfly | পাতাবাহার | পাতাবাহার | |||
Wings | Butterfly | Butterfly | |||
জগৎ বাড়ি | Wings | Wings | |||
জগৎ বাড়ি | জগৎ বাড়ি |
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিষদ বই গুলির নামকরণ
পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় যে বইগুলি পড়ানো হয় সেই বইগুলির নামকরণের পিছে একটি কারণ রয়েছে সে কারণগুলোর নিচে আলোচনা করা হলো।
মজারু
শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময় আতঙ্কহীন এবং দলগত কল্পনাভিত্তিক হয় তারই প্রয়াণ রয়েছে এই বইয়ের মধ্যে।তাই এই বইকে ছবি নির্ভর কর্মপত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে তাই এইরূপ নামকরণ।মজার ছলে হাসতে খেলতে শিখতে পারে তাই এমন নাম।
কুটুম কাটাম
কুটুম কাটাম বইয়ের মধ্যে ডট লাইনের মাধ্যমে শিশুকে লিখতে শেখানোর কৌশল অবলম্বন করা হয়েছে।বিভিন্ন লাইন বা রেখা টানা ইত্যাদি ডট লাইনের মাধ্যমে এমন নাম।
পাতাবাহার
পাতাবাহার শব্দটির অর্থ বিচিত্র বর্ণ সুন্দর পাতা বিশিষ্ট গাছ। অর্থাৎ এই গাছের মধ্যে যেমন নানান রকমের সুন্দর সুন্দর পাতা থাকে তেমনি শিক্ষার্থীর কাছে শিখন কে আনন্দময় করে তোলার জন্য এই বইয়ের পাঠ্যগুলিকে নানান রঙ্গে রঙ্গিত করে পরিবেশন করা হয়েছে।যাতে শিক্ষার্থীর কাছে শিখন আনন্দময় হয়ে ওঠে। সেজন্য পাঠ্য গুলির সঙ্গে রঙিল ছবি দিয়ে বিষয়টিকে আরো সুন্দর করে তোলা হয়েছে।
আমার বই
শিশুরা সবসময় আত্মকেন্দ্রিক হয়।সে নিজেকে ও নিজের জিনিসকে খুব বেশি চেনে ও ভালোবাসে।তাই তার বইটার নামকরণ যদি আমার বই করা হয় তাহলে সে বইটির পাঠ্য বিষয়গুলি সম্পর্কে যেমন কৌতুহলে হবে ঠিক তেমনি বইটি সম্পর্কে যত্নবান হবে।
Butterfly
একটি বাগানে বিভিন্ন রকমের যেমন ফুল থাকে সেই ফুলে প্রজাপতি যেমন আনন্দের সঙ্গে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় ঠিক তেমনি ফুল যদি একটি বাগান হয় যেখানে শিশু শিক্ষার্থী প্রজাপতি স্বরূপ আর এই প্রজাপতি স্বরূপ শিক্ষার্থী যাতে আনন্দের সঙ্গে লেখা পড়া করতে পারে সেই জন্য ইংরেজি পাঠ্যপুস্তকের পাট গুলিকে নানানা রঙে রঙিন করে শিশু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয়েছে যাতে শিক্ষার্থী হেসে খেলে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে।
Wings
Wings শব্দের অর্থ ডানা। ডানার সাহায্যে প্রজাপতি যেমন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় ঠিক তেমনি শিশু শিক্ষার্থীরা এই বইটির সহায়তায় ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন | |
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1 | প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 3 |
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 4 |
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া | ইন্টারভিউ টিপস 2025 |
প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 5 | প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 6 |
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 7 | প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 8 |