প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2025 | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন | ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর pdf | প্রাইমারি ভাইভা সহায়িকা pdf | প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | প্রাইমারি ইন্টারভিউ বই PDF Download | ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর pdf | Primary interview questions in bengali | প্রাইমারি ভাইভা সহায়িকা pdf
প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2025 এর জন্য বেশ কয়েকটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া 2025 আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করার মতো বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি যাচাই করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করুন।
পরীক্ষার নাম | West Bengal Teachers Eligibility Test (WB Primary TET) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার স্তর | রাজ্য-স্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbprimaryeducation.org |
প্রশ্ন-CBCS System কি?
উওর-উচ্চশিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে গিয়ে পছন্দমতো বিষয় পড়ার জন্য দেশ জুড়ে সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) চালুর সিদ্ধান্ত হয়েছে। এই নতুন ব্যবস্থায় নিজের পছন্দের বিষয় পড়া যায় (মানে এতদিন কলা বিভাগের পড়য়ারা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয় পড়তে পারতেন না। নতুন ব্যবস্থা সেই সুযোগটাই করে দিচ্ছে।
প্রশ্ন-চতুর্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা কি এবং কেন হয়?
উওর-পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন নামে একটি বেসরকরি সংস্থা শুধুমাত্র চতুর্থ শ্রেণির বাচ্চাদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। বৃত্তি পরীক্ষা শুধুমাত্র চতুর্থ শ্রেণিতে পাঠরত বাচ্চারাই অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষাতে যারা অংশগ্রহণ করে তাদেরকে পরীক্ষা নিয়ামক সংস্থা শংসাপত্র এবং মানপত্র দিয়ে থাকে। কিছু কিছু বিশেষ রাঙ্ক করা ছাত্রছাত্রীদের পুরস্কারও দিয়ে থাকে। মূলত শিশুদের তো কোন বোর্ড এক্সাম হয়না বা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকে না। এই বৃত্তি পরীক্ষা হলো তরাই একটি বিকল্পরূপ। ছাত্রছাত্রীদের পড়াশুনার প্রতি উৎসাহ দিতে মূলত এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
প্রশ্ন-পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের সিলেবাস কমিটিতে কারা আছেন ? এই কমিটির কাজ কি?
উওর-পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের যে সিলেবাস কমিটি আছে সেটি বিশেষজ্ঞ কমিটি নামে পরিচিত। এই কমিটির চেয়ারম্যান হলেন অভিক মজুমদার। ইনি পেশায় হলেন একজন অধ্যাপক। বর্তমান এই কমিটির সদস্য 22 জন, এছাড়াও রয়েছেন 9 জন মেন্টর।
প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্ধন, পরিমার্জন করাই হলো এই কমিটির প্রধান কাজ। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে এই কমিটি কাজ করে এবং সম্পূর্ণ স্কুল শিক্ষার ক্ষেত্রে শ্রেণি ভিত্তিক বিষয় ভিত্তিক সিলেবাস গঠন করে। স্কুল শিক্ষাক্ষেত্রের সিলেবাস আরোও আধুনিক ও বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে তোলাই এই বিশেষজ্ঞ কমিটির প্রধান কাজ।
প্রশ্ন-কোন শিক্ষার্থী যদি আপনাকে বলে স্যার/ ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে- তাহলে আপনি তাকে কি বলবেন?
উওর-আমি এক্ষেত্রে বাচ্চাটিকে খুব মিষ্টি করে বলব থাঙ্ক ইউ। তারপর তাকে বা তাদের বলবো তোমার বা তোমাদেরও খুব সুন্দর লাগছে।
একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার কোন বাচ্চাকে যখন বলা হবে তোমাকে মিষ্টি লাগছে বা সুন্দর লাগছে তখন সে কিন্তু মনে মনে খুশি হয় এবং নিজেকে আরও যাতে গুছিয়ে রাখা যায় তার জন্য সে সচেতন হয়। তার মধ্যে আস্তে আস্তে সৌন্দর্য বোধ জন্মায় এবং সে নিজের যত্ন’ নিতে শিখবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পরিস্থিতিই আমাদের সামনে আসবে সেই পরিস্থিতেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহার করবো।
প্রশ্ন-BALA (Building As Learning Aids) কী?
উওর-BALA -এর মাধ্যমে স্কুল বিল্ডিং কে লার্নিং এইড হিসাবে ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুণগত উন্নতিতে সাহায্য করার চেষ্টা করা হয়। BALA প্রকল্পটি রূপায়নের জন্য প্রাইমারী স্কুলকে গ্র্যান্ড হিসাবে 3000 টাকা ব্যয় করার অনুমতি দিয়েছে। এছাড়া আপার প্রাইমারী স্কুলগুলি পেয়ায়েছে 5000 টাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পেয়েছে 7000 টাকা। টাকা ব্যয় করতে হবে কম্পোজিট স্কুল গ্রান্ট থেকে।
প্রশ্ন-কোন শিশু ফেল করার অর্থ কি? অর্থাৎ এতে শিক্ষকের বেশি দোষ না শিক্ষার্থীর বিষয়টি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করুন?
উওর-কোন শিক্ষার্থী ফেল করেছে অর্থাৎ সে কোন একটি শ্রেণি থেকে পরের শ্রেণিতে উঠতে গিয়ে নির্দিষ্ট কোন বিষয়ে নির্ধারিত নাম্বারের চেয়ে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হয়েছে। সব সবময় এমন বিষয়ে যে শিক্ষকের দোষ বিষয়টি এমন ভাবে না দেখা উচিত। যদি কোন শ্রেণিতে অনেক শিক্ষার্থীর মাঝে দুই একজন ফেল করে তার সমস্ত দায় কিন্তু শিক্ষকের উপর বর্তায় না।
একজন শিক্ষক সর্বক্ষেত্রেই চেষ্টা করবেন যাতে করে তাঁর ক্লাসে সব শিক্ষার্থী তাঁর ক্লাসের দ্বারা সার্বিক ভাবে উপকৃত হয়। তারজন্য তিনি যত ধরণের অভিনব পন্থা অবলম্বন করে শিক্ষার্থীদের পড়ানো যায় তার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের দোষ কোন ক্ষেত্রেই সেই ভাবে থাকে না, হতে পারে শিক্ষার্থীর উপযোগী করে সমস্ত বিষয়টি তাকে শেখানো হয়নি বা শিক্ষার্থী যেভাবে শিখেছিল সেই ভাবে সে বিষয়টি প্রকাশ করতে পারেনি। এমন হতে পারে মূল্যায়ন পদ্ধতির মধ্যে দুটি থাকতে পারে।
প্রশ্ন-কোন শিক্ষার্থী কোন প্রশ্নের ভুল উত্তর দিলে আপনি কি করবেন?
উত্তর- প্রথমত যেটা করতে হবে তার প্রশ্নের উত্তর ঠিক কোন জায়গাটা ভুল সেটা তাকে আমি সঠিক ভাবে জানাবো। তারপর আমি তাকে ব্যাখ্যাসহ জানাবো কেন তার দেওয়া উত্তরটি ভুল হলো। এরপর আমি তাকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করতে সাহায্য করবো বা সঠিক উত্তরটি তাকে জানিয়ে দেব। এই উত্তর জানিয়ে দেওয়ার পরে তাকে আমি আরও উৎসাহ দেব প্রশ্ন সঠিক ভাবে বুঝে তার সঠিক উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি লক্ষ্য রাখবো সে যেন কোন ভাবেই নিরুৎসাহিত হয়ে না পড়ে বা সে কোন ভাবে অপমানিত না হয়।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন | |
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1 | প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 3 |
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 | প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর পর্ব 4 |
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া | ইন্টারভিউ টিপস 2025 |