প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 11 | Primary teacher interview preparation 11

প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন 2025 | Primary interview questions in bengali |প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2025 | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন | ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর pdf | প্রাইমারি ভাইভা সহায়িকা pdf | প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | প্রাইমারি ইন্টারভিউ বই PDF Download | ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর pdf | Primary teacher interview preparation | Primary teacher interview questions and answers |  Primary teacher interview questions and answers

প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন 2025 এর জন্য বেশ কয়েকটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া 2025 আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করার মতো বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি যাচাই করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Primary teacher interview preparation in bengali 2025
পরীক্ষার নাম West Bengal Teachers Eligibility Test (WB Primary TET)
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা West Bengal Board of Primary Education (WBBPE)
পরীক্ষার স্তর রাজ্য-স্তর
অফিসিয়াল ওয়েবসাইট www.wbbprimaryeducation.org
Contents hide

প্রশ্ন-সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর উন্নতিতে কতটা সাহায্য করে?

উত্তর-যে কোন বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক কারজবলির গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীর প্রাক্ষোভিক বিকাশের পথে সহপাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থী নতুন নতুন কার্য কৌশল ও সুশিক্ষার সমন্বয়ে আনন্দ লাভ করে। 

প্রশ্ন-আপনি একজন শিক্ষক হিসেবে কোন কোন সহপাঠক্রমিক কর্মসূচী বিদ্যালয়ে গ্রহণ করবেন?

উত্তর-একজন শিক্ষক হিসেবে আমি যেসব সহপাঠক্রমিক কর্মসূচী বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে প্রস্তাব দেব, সেগুলি হল-

  • বৃক্ষরোপণ কর্মসূচী।
  • বসে আঁকো প্রতিযোগিতা।
  • বিভিন্ন হাতের কাজ করা।
  • ছড়া লেখা প্রতিযোগিতা।
  • বিভিন্ন মনিষীদের জন্মদিনে ভিন্ন ভিন্ন কর্মসূচী গ্রহণ।

প্রশ্ন-প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের বসার জায়গা আলাদা আলাদা করার বিষয়টিকে কি আপনি সমর্থন করেন?

উত্তর-একেবারেই এই বিষয়টি আমি সমর্থন করছি না। কারণ এতে করে একদম শিশু বয়স থেকে বাচ্চাদের মনে লিঙ্গগত বৈষম্য সৃষ্টি হবে। তাদের মধ্যে যখনই আলাদা আলদা বসার জায়গা তৈরি হবে তখন তাদের মধ্যে লিঙ্গগত সচেতনার পরিবর্তে বৈষম্যটা আগে প্রকট ভাবে প্রকাশ পাবে। 

প্রশ্ন-শ্রেণীকক্ষে একজন শিশু পাঠ দানের সময় কোন রকম কর্ণপাত না করে ছবি আঁকছে শিক্ষক হিসাবে আপনি কি করবেন?

উত্তর-এই বিষয়টি দেখার পরে আমি আস্তে আস্তে শিশুটির কাছে যাবো। তারপর সে যে ছবিটি আঁকছে সেটি খুব মনোযোগ দিয়ে দেখবো। তারপর তাকে উৎসাহিত করবো এই ছবি আঁকার জন্য। এরপর তাকে বুঝিয়ে বলবো যে তুমি ছবি পরে আঁকবে বা বাড়ি থেকে এই দুটি ছবি এঁকে আনবে কিন্তু এখন তো এই ক্লাস চলছে তার জন্য তুমি এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো।

প্রশ্ন-Remedial Teahing বলতে কি বোঝ?

উওর-রিমেডিয়াল টিচিং-এর প্রধান লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর কোন বিষয় শেখার ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন ঘটানো। কোন একটি বিষয় শেখানোর পরে দেখা যায় কিছু শিক্ষার্থীর সেই বিষয়টি শেখার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঘারতি থেকে গেছে বা সঠিক ভাবে কিছু বিষয় শিখতে পারেনি। এই সমস্ত শিক্ষার্থীর জন্যই রিমেডিয়াল টিচিং। বিভিন্ন রকমের উদাহারন, বিভিন্ন টেকনিক, বিভিন্ন মেথড়, প্রয়োজন হলে বিভিন্ন প্র্যাকটিস সেট ব্যবহার করে শিক্ষার্থীদের যে জায়গাগুলিতে দুর্বলতা আছে সেইগুলি পুনরায় বুঝিয়ে দিতে হবে এবং বিষয় সম্পর্কে তার যেন স্বচ্ছ ধারণা জন্মায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

প্রশ্ন-ছাত্ররা ভুল উত্তর দিলে শিক্ষকের কী করণীয়?

উত্তর-প্রথামত সঠিক উত্তরটি কি তা আমি ছাত্রদের জানিয়ে দেব। তারপর তাদের দেওয়া উত্তরটি ব্যাখ্যা করে তাদের জানিয়ে দেব ঠিক কোন জায়গাটাতে তারা ভুল করছিলো এবং কি জন্য ভুল হচ্ছিল সেটাও ব্যাখ্যা করে দেখিয়ে দেবো।

প্রশ্ন-যদি তুমি ক্লাসে পড়াতে পড়াতে ভুল করো এবং ছাত্রছাত্রীরা তা ধরে ফেলে তাহলে তুমি কি করবে ?

উত্তর-প্রথমত সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে নেবো। এরপর জানিয়ে দেবো যে তারা যেটা বলছে সেটাই সঠিক, এক্ষেত্রে আমি ভুল। এই ভুল যে তারা ধরতে পেরেছে তার জন্য প্রয়োজন হলে তাদের বাহবা দেবো এবং পরবর্তীতে যেন এই ধরণের ভুল না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। 

প্রশ্ন-যে সকল শিশু বিদ্যালয় ছুট বা ড্রপ আউট তাদেরকে বাধ্যতামূলক শিক্ষার আয়ত্তে আনা সম্ভব কিভাবে?

উওর-এই সকল শিশুকে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাদান করতে হবে। এই ধরনের শিক্ষা হবে শিশুকেন্দ্রিক। শিক্ষার্থীদের শিখনের উপর বেশি জোর দিতে হবে। এই সকল শিখনের জন্য উৎকর্ষমূলক পদ্ধতি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অনুসরণ করতে হবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

প্রশ্ন-ধরুন আপনার স্কুলে 200 জনের মতো ছাত্রছাত্রী, এমোত অবস্থায় আপনি কিছু দিনের জন্য শিক্ষক হিসাবে একা হয়ে গেলেন। 

উত্তর-সাধারণ ভাবে আমরা জানি প্রাইমারী স্কুলে শিক্ষার্থী শিক্ষকের অনুপাত 30: 1 বা 35: 1, সুতারাং 200 জন বাচ্চা পড়ে এমন স্কুলে একেবারে 1 জন শিক্ষক কিছু দিনের জন্য হয়ে যাবে এমন সম্ভাবনা খুবই কম এই সময়ে । তবে যদি কোন কারণে আমি একা হয়ে যায় তবে আমি স্কুলটি কিভাবে কিছুদিন চালনো যায় সেটি নিয়ে একটি অভিভাবক সভার ডাকবো। আর সঙ্গে সঙ্গে আমার ওপরের অথরিটিকে বিষয়টি জানাবো। তাছাড়া যতদিন আমি একা থাকবো ততদিন স্কুলটিতে শিক্ষার্থীদের সমস্ত স্বার্থ সঠিকভাবে রক্ষা করে কিভাবে সর্বোচ্চ পাঠদান করা যায় সেদিকে সচেতন থাকবো।

প্রশ্ন-শিখন শৈলী কি?

  • উত্তর-শিখন শৈলী হলো শেখার যে বিভিন্ন পদ্ধতি, সেইগুলিকে একসঙ্গে শিখন শৈলী বলে। এই শিখন শৈলী তিন প্রকার-
  • ভিজুয়াল লার্নিং- এই পদ্ধতিতে শুধুমাত্র কোন বিষয় দেখে শিশু শিক্ষা লাভ করবে।
  • অডিটরি লার্নিং- এই পদ্ধতিতে শিশু শুধুমাত্র কানে শুনে কোন বিষয়ে শিক্ষা লাভ করে।
  • ট্যাকটাইল লার্নিং – এই পদ্ধতিতে শিশু কোন বিষয় শুধুমাত্র স্পর্শ করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করবে। ব্রেইল পদ্ধতি এই ট্যাকটাইল লার্নিং এর মধ্যে পড়ে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 3
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 4
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউ টিপস 2025
প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 5 প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 6
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 7 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 8

 

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.