ভারতীয় সংবিধানের নীতি নিয়মকে মেনে নিয়ে সর্বশিক্ষা অভিযানে। অবৈতনিক ও বাধ্যতামূলক করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। 6 থেকে 14 বছরের সমস্ত শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
1999 সালে সংবিধানের ৪6 তম সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শিশুর মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং সেই সঙ্গে ওই বয়সের অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে বিদ্যালয়ের পাঠানোর দায়িত্ব অভিভাবকদের উপর প্রেরণ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে 2000 সালে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শুরু করা হয়। পরে 2011 সালে এটি সর্বশিক্ষা মিশন নামে পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছে। আর আমাদের রাজ্যে 2003 সাল থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়।
সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও সময়সীমা:-
- 2007 সালের মধ্যে সকল শিশুকে পাঁচ বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা।
- ছেলে-মেয়েদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।
- কুসংস্কারমুক্ত বিজ্ঞান চেতনা মূলক সমাজ তৈরি করা।
- শিক্ষা ক্ষেত্রে লিঙ্গবৈষম্য ও অন্যান্য সামাজিক বৈষম্য দূর করা।
- 6 থেকে 14 বছর বয়সী সকল ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষায় শিক্ষকের সুনিশ্চিত করা।
- 2010 খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুকে ৪ বছরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন।
- জীবন ধর্ম শিক্ষার গুরুত্ব আরোপ করে গুণগত মান অর্জনে সহায়তা করা।
- 2010 সালের মধ্যে 5 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা সুনিশ্চিত করা।
সমগ্র শিক্ষা মিশন – সমগ্র শিক্ষা মিশন বা অভিযান হলো পূর্বের সর্ব শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক-শিক্ষণ এই কর্মসূচী গুলির সংযুক্তি করণের একটি জাতীয় প্রকল্প। 2011 সালের পরবর্তীতে সর্বশিক্ষা অভিযানই সমগ্র শিক্ষা মিশন রূপে আত্ম প্রকাশ করে।
প্রধান লক্ষ্য:-
- গুণগত মানের শিক্ষা।
- শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার।
- কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া।
- বিদ্যালয় গুলির উন্নতি সাধন।
- নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ।