ভারতের প্রধানমন্ত্রীর তালিকা 2024 | List of Prime Ministers of India in Bengali

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা pdf | ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম | নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী | ভারতের প্রধানমন্ত্রীর ছবি | ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি 2024 | ভারতের প্রধানমন্ত্রীর পুরো নাম কি | ভারতের প্রধানমন্ত্রীর তালিকা pdf | ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন | ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি 2025 | ভারতের প্রধানমন্ত্রীর নাম | ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি 2024 | ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী কে ছিলেন | ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন

ভারতের প্রধানমন্ত্রী সরকার প্রধান। রাজনৈতিক দল একটি সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পরে এবং পদের জন্য একজন প্রার্থীকে মনোনীত করার পরে তিনি ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সেই রাজনৈতিক দলের নেতাকে তারপর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1947 সালে নিযুক্ত হন। 2021 সালে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই নিবন্ধটি আপনাকে ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা এবং এর পিডিএফ দেবে।

UPSC এবং অন্যান্য সরকারি পরীক্ষায় সাধারণ সচেতনতা বিভাগের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি।

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরবর্তী সাধারণ নির্বাচন 2026 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ প্রার্থীরা এই দেশে ভারতের প্রধানমন্ত্রীদের সাথে সম্পর্কিত তথ্য খুঁজে পাবেন৷

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা

ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা

স্বাধীনতার 72 বছরে, ভারত তার 19 জন প্রধানমন্ত্রী পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা এবং তারা অফিসে কতদিন কাজ করেছেন, নীচের সারণীতে দেওয়া হয়েছে:

ভারতের প্রধানমন্ত্রীর তালিকা
নাম সময়কাল
1. জওহরলাল নেহেরু 5 August 1947 – 27 May 1964
2. গুলজারি লাল নন্দা 27 May,1964 – 9 June 1964
3. লাল বাহাদুর শাস্ত্রী 9 June, 1964 – 11 Jan 1966
গুলজারি লাল নন্দা Jan 11, 1966 – Jan 24, 1966
4. ইন্দিরা গান্ধী 24 Jan 1966 – 24 March 1977
5. মোরারজি দেশাই 24 March 1977 – 28 July 1979
6. চরণ সিং 28 July, 1979 – 14 Jan. 1980
7. রাজীব গান্ধী 31 Oct, 1984 to 2 Dec. 1989
8. বিশ্বনাথ প্রতাপ সিং 2 Dec. 1989 to 10 Nov. 1990
9. চন্দ্র শেখর 10 Nov,1990 to 21 June 1991
10. পি.ভি. নরসিমা রাও 21 June 1991 to 16 May 1996
11. অটল বিহারি বাজপেয়ী 16 May, 1996 to 1 June 1996
12. এইচ.ডি দেব গৌড়া 1 June, 1996 to 21 April 1997
13. ইন্দ্র কুমার গুজরাল 21 April 1997 to 19 March, 1998
14. অটল বিহারি বাজপেয়ী 19 March, 1998 to 22 May 2004
15. ড: মনমোহন সিং 22 May 2004 to 26 May 2014
16. নরেন্দ্র মোদী 26 May 2014, – বর্তমান

প্রশ্ন : ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম?

উত্তর : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রী কে 2022 ?

উত্তর : 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি ।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর বেতন কত ?

উত্তর : ভারতের প্রধানমন্ত্রীর বেতন 1 লক্ষ 60 হাজার টাকা ।

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি

উত্তর : ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী ।

প্রশ্ন : নরেন্দ্র মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী ?

উত্তর : নরেন্দ্র মোদি ভারতের 15 তম প্রধানমন্ত্রী।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর পুরো নাম কি ?

উত্তর : নরেন্দ্র দামোদর দাস মোদী।

প্রশ্ন : ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর : লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।

প্রশ্ন : ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর : মোরারজি রণছোড়জি দেশাই ছিলেন ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী।

প্রশ্ন : ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর : ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী, ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 3
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 4
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউ টিপস 2025
প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 5 প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 6
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 7 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 8
শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 9 প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 10
5E Model কি ? প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন 11

 

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.

Comments are closed.