ইংরেজি বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন 2025 | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ইন্টারভিউ | প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সম্পর্কিত ইন্টারভিউ প্রশ্ন
ইংরেজি বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন ; প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন 2025 এর জন্য বেশ কয়েকটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া 2025 আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করার মতো বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি যাচাই করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করুন।
ইংরেজি বিষয়ে কিছু সাধারণ প্রশ্ন | |
পরীক্ষার নাম | West Bengal Teachers Eligibility Test (WB Primary TET) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার স্তর | রাজ্য-স্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbprimaryeducation.org |
প্রশ্ন-কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবে?
উত্তর-প্রথমত তাদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করতে হবে। কোন ভাবেই ইংরেজি শিখতে নিরুৎসাহিত করা যাবে না। শিশুদের মধ্যে ভোকাবুলারি বৃদ্ধি করা দরকার, সেইজন্য তাদের পরিপার্শ্ব জগতের বিভিন্ন বিষয়কে (পশুপাখি, ফুলফল, ইত্যাদি) ইংরেজিতে কি বলে সেটি যাতে বলতে পারে, লিখতে পারে সেটি অনুশীলন করাতে হবে। পাশাপাশি শ্রেণিতে ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন কম্যান্ডিং ইংরেজিতে যাতে তারা বলতে পারে বা করতে পারে সেটি অনুশীলন করাতে হবে। তাদের বিভিন্ন ডকুমেন্টরি বা ভিডিও ইংরেজিতে দেখানো যেতে পারে। এক্ষেত্রে তাদের যে সামান্য সামান্য ভুল হবে বা অসঙ্গতি থকবে তার জন্য তাদের কোন রূপ নিরুৎসাহিত বা তিরস্কার করা যাবে না।
প্রশ্ন-বাচ্চাদের A, B, C, D -এর ধারণা কিভাবে দেবেন?
উত্তর-A-Apple; B- Ball; C-Cat; D – Dog এই ধরণের ছড়ার মাধ্যমে শিশুদের A, B, C, D ধারণা দেওয়া যেতে পারে।
প্রশ্ন-আপনি আপনার ক্লাসের ছাত্রছাত্রীদের ইংরেজিতে কিভাবে দক্ষ করবেন?
উওর-যে বাচ্চা যে ভাষাভাষী অঞ্চলে জন্মায় সেই বাচ্চা কিন্তু সেই অঞ্চলের ভাষা খুব সহজেই শিখে নেয়। তার একটিই কারণ কমিউনিকেশন। তেমনি আমরা যদি আমাদের ক্লাসের বাচ্চাদের ইংরেজিতে কমিউনিকেশন করার অভ্যাসটা তৈরি করে দিতে পারি বা তাকে দিনের একটি বড়ো অংশ যদি এমন পরিবেশ দেওয়া যায় যে সমস্ত কমিউনিকেশন সে ইংরেজিতে করবে তাহলে কিন্তু সে অটোম্যাটিকালি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। এছাড়া তাকে ওয়ার্ড স্টক বাড়াতে বলতে হবে। ক্লাসের মধ্যে ইংরেজিতে ডিক্টেশন করতে হবে। তাকে ইংরেজি পত্রপত্রিকা পড়তে উৎসাহিত করতে হবে। এই সমস্ত উপায়ে আমাদের বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের ইংরেজিতে দক্ষ করা যেতে পারে।
প্রশ্ন-শিশুদের প্রিপজিশন সম্পর্কে ধারণা কি ভাবে দেবেন?
উত্তর-যে সকল শব্দ সাধারণত Noun বা pronoun এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে preposition বলা হয়।
যেমন – Put the book on the table. এখানে On হলো প্রিপজিশন। এরপর বেশ কিছু Simple Preposition উদাহরণ হিসাবে বলা যেতে পারে। যেমন at, on, in, to ইত্যাদি।
প্রশ্ন-চতুর্থ শ্রেণির বাচ্চাদের টেন্স শেখাবেন কি ভাবে?
উত্তর-চতুর্থ শ্রেণিতে বাচ্চাদের টেন্স সম্পর্কে বেসিক ধারণা কিছুটা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি বাচ্চাদের উদাহরণের সাহায্যে সংক্ষেপে বোঝাতে হবে। আর উদাহরণটি নিতে হবে তার দৈনন্দিন জীবন থেকে।
যেমন, একজন বাচ্চা যে গতদিন স্কুলে এসেছিল, আজ এসেছে আবার আগামীকাল আসবে সে আজ জানিয়েছে। এই উদাহরণটা ব্যবহার করে আমি বাচ্চাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে ধারণা দেব।
প্রশ্ন-শিশুদের আর্টিকেল কীভাবে শেখাবেন?
উত্তর-এক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের সামনে বোর্ডে কিছু ওয়ার্ড লিখলেন। যেমন- A pen, A ball, A cat, An apple, An egg, The Sun, The Moon ইত্যাদি। এরপর আপনি তাদের জিজ্ঞাসা করবেন এই রকম কোন শব্দের আগে আমরা এ লিখছি আবার কারো আগে An এবং কিছু শব্দের আগে The লিখছি এর কারণ কি? যদি কারো বিষয়টি জানা থাকে সে উত্তর দেবে। এরপর আপনি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে শব্দের আগে এ বসে বিষয়টি বলবেন, এরপর শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে শব্দের আগে An বসে ব্যাপারটি বলবেন এবং একটি মাত্র বস্তু বোঝাতে আমরা শব্দের আগে The বসায় এটি বলবেন। যদিও এই নিয়মের বাতিক্রম আছে তবুও আপনি আর্টিকেল সম্পর্কিত প্রথম ক্লাস এই ভাবে শুরু করতে পারেন।
প্রশ্ন-ছোট হাতের b ও d কি ভাবে শেখাবেন? যদি একজন শিক্ষার্থী এটা বারবার ভুল করে।
উত্তর-এটি সম্পূর্ণ ভাবে অনুশীলনের উপর নির্ভরশীল। যার অনুশীলন যত বেশি এবং মজবুত হবে, তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা তত কম। এছাড়া বাচ্চাদের এই দুটি ইংরেজি অক্ষর বারবার টাচ করিয়ে বা এই অক্ষর দুটিকে আলাদা আলাদা করে রঙ করিয়ে চেনানো যেতে পারে। তাছাড়া অ্যালফাবেটের মডেল বানিয়ে তাদেরকে দেখানো যেতে পারে। একটি অক্ষর উল্টে পাশাপাশি উল্টে দিলে আর একটি অক্ষর তৈরি হয়ে যাবে। এই ভাবেই একজন শিক্ষার্থীকে ছোট হাতের b ও d কিভাবে লিখবে তা শেখানো।
প্রশ্ন-80 কে letter marks বলা হয় কেন ?
উত্তর- 80 কে letter marks বলা হয় কারণ L=12,E=5,T=20,T=20,E=5,R=18(অক্ষরের অবস্থানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
প্রশ্ন-ইংরেজি এমন একটি শব্দ বলে যার মধ্যে কোন vowel নেই?
উত্তর-RHYTHM
প্রশ্ন-vowel যুক্ত সবথেকে ছোট শব্দ কি কি?
উত্তর-A(একটি) ও I(আমি)
প্রশ্ন-গুপ্ত হত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় কি
উত্তর-গাধা-গাধা-আমি-জাতি(ass-ass-i-nation)
প্রশ্ন-Semi Vowel কাকে বলে?
উত্তর-W এবং Y যখন কোন word এর মাঝখানে বা শেষে বসে তখন এই দুটি letter vowel এর মত আচরণ করে তাই W ও Y কে এই দুই বিশেষ ক্ষেত্রে Semi Vowel বলা হয়।