প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাই আমরা বিগত বছরের ইন্টারভিউ কি কি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেগুলো বিভিন্ন প্র্যাক্টের কাছ থেকে সংগ্রহ করেছি তাই তোমাদের সুবিধার্থে জন্য সেই কোশ্চেনগুলি নিজে খুব সুন্দরভাবে আলোচনা করা হলো । আজ এই নিবন্ধে ইন্টারভিউ এর প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য সেই ধরনের কিছু কমন প্রশ্ন (WB Primary Interview) এখানে আলোচনা করছি।
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর 2025 | |
পরীক্ষার নাম | West Bengal Teachers Eligibility Test (WB Primary TET) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার স্তর | রাজ্য-স্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbprimaryeducation.org |
প্রশ্ন-এই যে দুর্গাপুজোর প্রতিটি ক্লাবকে 85000 করে টাকা দেওয়া হলো, এই বিষয়টা আপনি কি ভাবে দেখছেন?
উত্তর- বর্তমান দিনে দুর্গাপুজো শুধু বাংলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুর্গাপুজোর আছে ইউনেস্কো এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি। সেই দিকটা মাথায় রেখেই দুর্গাপুজোর ক্লাবগুলিকে আরও প্রমোট করার জন্যই এই অনুদান বর্তমান রাজ্য সরকার দিয়ে থাকে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে। যেটা আগের বছর অবধি ছিলো 60 হাজার এবার সেটা করা হয়েছে 85 হাজার।
বর্তমান দিনে বাংলায় হয় দুর্গোপুজোর কার্নিভাল। চারিদিকে থাকে উৎসব উৎসব মেজাজ, সেটাতে সরকারও আর্থিক অনুদান দিয়ে ক্লাবগুলির পাশে এসে দাঁড়ায় যাতে অর্থের অভাবে কোন ভাবে সেই উৎসবের মেজাজ বা আনন্দ ফিকে না হয়ে পড়ে।
কিন্তু পাশাপাশি এই বিষয়টাও দেখা দরকার রাজ্যের বর্তমান পরিস্থিতি কি? রাজ্যে মানুষের বেসিক নিডগুলি পূরণ হচ্ছে কি না। আগে তো মানুষের মৌলিক দরকার সরকার সর্বত ভাবে মেটাবে তারপর উৎসব।
আমি ব্যক্তিগত ভাবে এই অনুদানের বিরোধী নয় তবে এই বিষয়টাও বলবো সরকার আগে তার জনগণের মৌলিক চাহিদা সুনিশ্চিত করে তবে অনুষ্ঠান, উৎসব নিয়ে আরও বেশি করে মেতে উঠুক এবং সেখানে সর্বস্তরের মানুষের উপস্থিতি থাকুক।
প্রশ্ন-শিক্ষকতা আপনার কাছে পেশা না সেবা, কি মনে করেন আপনি?
উত্তর-শিক্ষকতা একটি মহান পেশা আর এটি তো শুধুমাত্র পেশা নয় এটি একটি সমাজের স্বার্থে সেবামূলক কাজও। এমন কোন পেশা নেই যা সন্মানের দিক থেকে শিক্ষকতার সমান হতে পারে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একটি দেশ, জাতি ও সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস, মূল্যবোধ, দেশপ্রেম, দক্ষতা ও নৈতিকতা বোধ নিয়ে গড়ে তুলতে চান সেই কাজটা সম্পন্ন করেন সম্মানিত শিক্ষকবৃন্দ। এই সমস্ত দিক থেকে দেখতে গেলে শিক্ষকতা পেশার একটা তফাৎ আছে অন্য পেশার সঙ্গে। পেশার মধ্যে যেমন পেশাদারিত্ব থাকে তেমনি শিক্ষকতা পেশার মধ্যেও সেটা থাকার দরকার, ঠিক তেমনি সেবার মধ্যে যেমন ত্যাগ, মহৎ উদ্দেশ্য থাকে শিক্ষকতা পেশার মধ্যে সেটা থাকা খুবই জরুরী। সেই দিক দিয়ে দেখতে গেলে শিক্ষাকতা একটি সেবা মূলক মহান পেশা।
প্রশ্ন-যদি বলে, প্রাইভেট স্কুলে পড়াও, চাকরী তো করছো। উপার্জনও তো করছো। শিক্ষক হবার ইচ্ছেও পূরণ হয়েছে। তো সরকারী চাকরীতে আসতে চাচ্ছেন কেন?
উত্তর-আমাদের দেশের যে আর্থিক ব্যবস্থাপনা সেখানে প্রাইভেট স্কুলগুলোতে সমাজের একটি বিশেষ শ্রেণীর বাচ্চারাই পড়াশুনা করে। সুতারাং সমাজের বৃহৎ অর্থে, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য কাজ করার জন্য সরকারী স্কুলের বিকল্প নেই। সমাজের একটি বৃহৎ অংশ যারা বঞ্চিত, লাঞ্ছিত, যার মূল শিক্ষার স্রোত থেকেও হয়তো বহু দূরে, এমন শ্রেণীর মানুষের মুখে ভাষা তুলে দেওয়ার জন্যই আমার সরকারী স্কুলে শিক্ষাকতা করার ইচ্ছা। তাছাড়া সরকারী স্কুলে শিক্ষাকতার যে চাকরী তার নিরাপত্তা, কোন প্রাইভেট স্কুল কখনই দিতে পারবে না। হয়তো বেতন কোন ক্ষেত্রে বেশি দিতে পারে, কিন্তু নিরাপত্তা, সন্মান, মর্যাদা, ইত্যাদি দিক দিয়ে সরকারী স্কুলের চাকরী অনেক এগিয়ে। আর এই সমস্ত কারণেই আমি সরকারী স্কুলের শিক্ষক হতে চাই।
প্রশ্ন-শিক্ষার্থীদের মতো শিক্ষক-শিক্ষিকাদের উইনিফর্ম আপনি কি সমর্থন করেন?
উত্তর-আমি ব্যক্তিগত ভাবে বিষয়টা সমর্থন করি না। কারণ শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট উনিফরম হওয়ার পিছনে অনেক কারণ আছে। যে কারণগুলি শিক্ষক- শিক্ষিকাদের ক্ষেত্রে প্রায় গুরুত্বহীন। তাছাড়া একটা বিদ্যালয়ে বিভিন্ন বয়সের শিক্ষক-শিক্ষিকা থাকেন। আমারা জানি বয়স অনুযায়ী পোশাক পরিচ্ছেদ অনেকটা পরিবর্তন হয়। এই সমস্ত কারণ থেকে আমি মনে করি শিক্ষক-শিক্ষিকাদের নির্দিষ্ট উইনিফরম হতে হবে এই বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে যদি বিশেষ (ধর্মীয়) ধরণের বিদ্যালয় হয়, সেখানে শিক্ষক- শিক্ষিকাদের নির্দিষ্ট উইনিফর্ম থাকতে পারে।
প্রশ্ন-যদি বোর্ড কর্তা এমন প্রশ্ন করেন যে আচ্ছা বলুন তো এমন অনেক সরকারি স্কুল টিচার আছেন যারা নিজেদের সন্তানকে সরকারি স্কুলে না ভর্তি করে বেসরকারি স্কুলে ভর্তি করেন, এক্ষেত্রে কি উত্তর দেবো।
উত্তর-যেহেতু সরকারি এবং বেসরকারি দুটি স্কুলেই তিনি তাঁর বাচ্চাকে ভর্তি করার সুযোগ পাচ্ছেন, সেহেতু তিনি তাঁর পছন্দ মতো স্কুলে বাচ্চাকে ভর্তি করতে পারেন। তবে উচিত হবে সরকারি স্কুলে ভর্তি করা। কারণ সরকার শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন নীতি গ্রহণ করেছে তার প্রয়োগের ফলে প্রাথমিক সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষার সার্বিক উন্নতি ঘটেছে। আর একজন সরকারী স্কুলের শিক্ষক যখন নিজের স্কুলের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন তখন সাধারণ মানুষের আস্থাও তো চলে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয়ে উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর বাড়ি থেকে বিদ্যালয়ের
দূরত্ব ইত্যাদি কারণে সরকারী স্কুলের শিক্ষকও বাধ্য হন তাঁর বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিতে।
প্রশ্ন-বাংলা হিন্দি সহ ৪ টি ভাষায় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ার ওপর কেন্দ্রসরকার গুরুত্ব দিচ্ছে, বিষয়টি আপনি কীভাবে দেখছেন? বিষয়টি কতটা ফলদায়ক হবে বলে আপনি মনে করেন?
উওর-আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশে ডাক্তারি (MBBS) বইয়ের হিন্দি সংস্করণ চালু করে দিয়েছে এবং তিনি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এই হিন্দি সংস্করণ চালু করার প্রস্তাব রেখেছেন। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন বাংলা হিন্দি তামিল সহ আরও সাতটি ভাষায় এবার থেকে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়েনি তাদের ক্ষেত্রেও ডাক্তারি বা ইঞ্জেনিয়ারিং পড়তে প্রথম দিকে ভাষাগত যে সমস্যা থাকতো সেটাও আর থাকবে না। এতে করে ছাত্রছাত্রীবা তাদের নিজ ভাষাতে ডিগ্রি কোর্স পড়তে পারবে ঠিকই, কিন্তু ইংরেজি সঠিকভাবে না শেখার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।