প্রাইমারি ইন্টারভিউ | Primary interview questions in bengali 13

Spread the love

প্রাইমারি ইন্টারভিউ | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন 2025 | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ইন্টারভিউ | প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সম্পর্কিত ইন্টারভিউ প্রশ্ন

প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন 2025 এর জন্য বেশ কয়েকটি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া 2025 আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করার মতো বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি যাচাই করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Primary teacher interview preparation in bengali 2025
পরীক্ষার নাম West Bengal Teachers Eligibility Test (WB Primary TET)
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা West Bengal Board of Primary Education (WBBPE)
পরীক্ষার স্তর রাজ্য-স্তর
অফিসিয়াল ওয়েবসাইট www.wbbprimaryeducation.org
Contents hide

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয় কর্মসূচি কত তারিখে উদ্বোধন হয়?

উত্তর-24-01-2022 তারিখ সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয় কর্মসূচি আরম্ভ হয় কবে থেকে?

উত্তর-07-02-2022 তারিখ

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয় প্রকল্পের নাম ও উদ্যোগ কার মস্তিষ্ক প্রসূত?

উত্তর-মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু করার আগে অবধি কোভিড পরিস্থিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়াশুনা স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাদপ্তর কি কি ভূমিকা গ্রহণ করেছিলো?

উত্তর –

  1. বিদ্যালয় থেকে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া, সেগুলি আবার জমা নেওয়া।
  2. টিভিতে ক্লাস করানো।
  3. বাংলার শিক্ষা দূরাভাষের মাধ্যমে ক্লাস করানো।
  4. অনলাইন মাধ্যমে ক্লাস করানো।

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয় প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কি?

উত্তর-বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, 5 থেকে 10 বছরের যে সমস্ত শিশু শিক্ষার্থীরা আছে, যারা করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন তাদের জন্যই প্রাথমিক ভাবে এই উদ্যোগ। এই উদ্যোগের উদ্দেশ্যগুলি হল-

  1. লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা।
  2. বাচ্চাদের মধ্যে মেলামেশার পরিবেশ তৈরি করা।
  3.  সাংস্কৃতিক অভিব্যক্তি প্রকাশ করা।
  4. খেলাধুলার পরিবেশ দেওয়া।
  5. সর্বোপরি স্কুল ছুট রুখে দেওয়া।

প্রশ্ন-পাড়ার শিক্ষালয় প্রকল্পের রূপরেখা তৈরিতে কারা সাহায্য করেছেন?

উত্তর-এই বিষয়টি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্যতেই এই উদ্যোগ। আর এই বিষয়টি মাপায়নে সাহায্য করেছেন বিদ্যালয় শিক্ষাদপ্তর, অভিজ্ঞ কমিটি, স্বাস্থ্যদপ্তর, প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সংসদ অফিস, সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানীগুণীজন। এমনকি UNICEF দ্বারাও এই প্রকল্পের উদ্যোগ প্রশংসিত হয়েছে।

প্রশ্ন-”পাড়ায় শিক্ষালয়” বসবে কেমন স্থানে?

উত্তর-পাড়ার মধ্যে উন্মুক্ত স্থানে, যে জায়গা বেশ আকার আয়তনে বড়ো এবং যথেষ্ট আলো বাতাস যুক্ত। যে স্থানে কোভিড সংক্রমণ ঘটার সম্ভাবনাও কম থাকবে।

প্রশ্ন-‘পাড়ায় শিক্ষালয়ে’ যে সমস্ত বিষয়ের উপর বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ নজর রাখতে চাইছেন সে গুলি কি?

উত্তর-

  1. শিশুদের সামাজিক সহায়তা ও সামাজিক আবেগজনিত শিক্ষা প্রদান করা। ii. স্বাস্থ্য ও সামাজিক পরিচ্ছন্নতা বৃদ্ধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা।
  2. পড়া, লেখা ও সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা
  3. গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিশেষ ভাবে শেখানো।
  4. শিল্প ও নৈপুনে দক্ষতা বৃদ্ধি।
  5. বহিরঙ্গে ও অন্তরঙ্গে ক্রিয়া সংক্রান্ত কার্যক্রমের প্রসার।

প্রশ্ন-‘পাড়ায় শিক্ষালয়’ – এই কর্মসূচীতে প্রাইভেট স্কুলগুলির ভূমিকা কি রূপ থাকছে?

উত্তর-প্রাইভেট স্কুলগুলিকে বা প্রাইভেট স্কুলের পড়ুয়াদের পাড়ায় শিক্ষালয় কর্মসূচীতে অংশগ্রহণ করতেই হবে এমন কোন নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরের থেকে নেই। কিন্তু পড়ুয়ারা যদি অংশ গ্রহণ করতে চায় করতে পারে এবং অংশগ্রহণ করার জন্য যারা পাড়ায় শিক্ষালয় কর্মসূচী পরিচালনা করবেন তাঁরা সার্বিক ভাবে সাহায্য করবেন। 

প্রশ্ন-আপনার কি মনে হয় ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচী ফলপ্রসূ হবে?

উত্তর-সত্যি কথা বলতে শিশু শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্কুলে আসতে পারছে না, আবার অতিমারির দরুণ তারা বিভিন্ন সমস্যাতে ভুগছে। এ মত অবস্থায় তাদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান, দলগত খেলাধুলা সব কিছুই বন্ধ। সুতারাং বিদ্যালয়ের বিকল হিসাবে পাড়ায় শিক্ষালয় তাদের মধ্যে কিছুটা হলেও স্বচ্ছন্দতা ফিরিয়ে আনবে। তাদের যে একঘেয়েমি জীবনযাপন থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এক কথাই পাড়ায় শিক্ষালয় বিদ্যালয়ের বিকল্প হতে পারবে না ঠিকই কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটা সঠিক বলেই আমি মনে করছি।

প্রশ্ন-পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে স্কুল ছুট রোখা কি সম্ভাব বলে আপনি মনে করবেন?

উত্তর-অবশ্যই সম্ভব, কারণ যখন পাড়ায় শিক্ষালয় কর্মসূচী ঠিক সেই ভাবেই রুপায়ন করা। যেহেতু বিষয়টি বিকল্প ধারার তার জন্যই শিশুরা এই বিষয়ের প্রতি আকর্ষণ অনুভাব করবে। তারা আস্তে আস্তে তাদের যে খেলার ছলে পড়া সেই বিষয়ে ফিরে আসবে, ফলে একেবারে পড়াশুনা থেকে দূরে সরে যাওয়া বা পরবর্তীতে বিদ্যালয়ে না আসার যে প্রবণতা তাদের মধ্যে তৈরি হচ্ছিল তা কমে যাবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন তাদের বিদ্যালয়মুখী করা অনেক সোজা হবে।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সংক্রান্ত আরো আর্টিকেল পড়ার জন্য নিচের সারণী অনুসরণ করুন
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 3
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 2 শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 4
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউ টিপস 2025
প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 5 প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 6
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 7 প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 8
শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 9 প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন পর্ব 10
5E Model কি ? প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন 11

 


Spread the love

My name is Wasif Hossain. I have been teaching children since graduation as well as writing on various topics with friends. Currently, I am a government teacher. I have also passed many government job exams.