প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর | প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ভাইবা পরীক্ষার প্রশ্ন ও উত্তর | প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন | শিক্ষকতার ইন্টারভিউ প্রশ্ন | প্রাইমারি ইন্টারভিউ | প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সম্পর্কিত ইন্টারভিউ প্রশ্ন
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাই আমরা বিগত বছরের ইন্টারভিউ কি কি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেগুলো বিভিন্ন প্র্যাক্টের কাছ থেকে সংগ্রহ করেছি তাই তোমাদের সুবিধার্থে জন্য সেই কোশ্চেনগুলি নিজে খুব সুন্দরভাবে আলোচনা করা হলো । আজ এই নিবন্ধে ইন্টারভিউ এর প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য সেই ধরনের কিছু কমন প্রশ্ন (WB Primary Interview) এখানে আলোচনা করছি।
প্রাথমিক ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর 2025 | |
পরীক্ষার নাম | West Bengal Teachers Eligibility Test (WB Primary TET) |
পরীক্ষা পরিচালনাকারী সংস্থা | West Bengal Board of Primary Education (WBBPE) |
পরীক্ষার স্তর | রাজ্য-স্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbbprimaryeducation.org |
প্রশ্ন-বিদ্যালয়ে ‘অরণ্য সপ্তাহ’ বা ‘বৃক্ষরোপণ কর্মসূচী’ পালনের গুরুত্ব কোথায়?
উত্তর-আমরা জানি একটি গাছ একটি প্রাণ। গাছের গুরুত্ব অপরিসীম। সেই গুরুত্ব শিশুদের বোঝাতেই বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ বা বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। বিদ্যালয়ে এই যে দিবস পালন করা হয় তার প্রভাব কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়।
প্রশ্ন-প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কেন?
উত্তর- স্বাস্থ্যই সম্পদ। একজন শিশু শিক্ষার্থীর শিশু বেলায় যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে সেটি সে সারাজীবন ব্যাপী ধারণ ও বহন করে। তাছাড়া শিশু বয়েসে বাচ্চাদের বিভিন্ন প্রকার রোগ, জ্বর-সর্দি-কাশি ইত্যাদির প্রকোপ থাকে। তাই একদম শিশু বয়স থেকে বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা প্রয়োজন। এছাড়া বিদ্যালয়ের বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলিতে সচেতন করা হয় তার একটি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সমাজ জীবনের উপরও লক্ষ্য করা যায়।
প্রশ্ন-পরিবেশ কাকে বলে?
উত্তর-উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে।
প্রশ্ন-পরিবেশ বিজ্ঞান কাকে বলে?
উত্তর-বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়, তাকে পরিবেশ বিজ্ঞান বলে।
প্রশ্ন-‘পরিবেশ ও বসতি’-এর মধ্যে সম্পর্ক কী?
উত্তর-জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মান অনুসারে শহরে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য হাজার জন পিছু সাত একর জমির প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তা সংকুচিত হয়ে মাত্র তিন একরের কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ, জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশ দূষণের মাত্রাও বৃদ্ধি পায় এবং বসতি সংকুচিত। হয়ে যায়।
প্রশ্ন-পরিবেশ সম্পর্কে কেনো জানা দরকার শিশু শিক্ষার্থীদের?
উত্তর-আমাদের সুনাগরিকদের চাহিদা মেটানোর জন্য পরিবেশগত ভাবে, অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, আধ্যাত্মিক ভাবে আরোও অনেক কিছু বোঝাব এবং সৃজনশীল সমস্যা সমাধানের প্রয়োজন। একুশ শতকের পরিবেশগত জটিল সমস্যা মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের পরিবেশগত প্রাথমিক জ্ঞান প্রয়োজন।
প্রশ্ন-আপনি কিভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেবেন?
উত্তর-আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন- গাছপালা, পাখি, গরু, ছাগল, ঘরবাড়ি, রাস্তাঘাট, নদনদী, পাহাড় সবকিছু নিয়েই আমাদের পরিবেশ।
এরপর উদাহরণ দিয়ে বলা যেতে পারে তুমি এখন স্কুলে আছো, এটা স্কুলের পরিবেশ। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন সেটি রাস্তার পরিবেশ। যখন তুমি বাড়িতে থাকো সেটি তোমার বাড়ির পরিবেশ। এমনি করে খেলার মাঠে থাকলে সেটি খেলার মঠের পরিবেশ। এইভাবে শিশুর পরিচিত জগৎই শিশুকে পরিবেশ সম্পর্কে ধারণা দিতে হবে।
প্রশ্ন-পরিবেশের জলবাযুগত দুটি উপাদানের নাম করো?
উত্তর-পরিবেশের জলবাযুগত দুটি উপাদান হল তাপমাত্রা ও বৃষ্টিপাত।
প্রশ্ন-পরিবেশের দুটি ভৌত উপাদানের নাম করো?
উত্তর-পরিবেশের দুটি ভৌত উপাদান হল- আলো, বাতাস।
প্রশ্ন-উদ্ভিদদেহে আলোর গুরুত্ব লেখো?
উত্তর-
(i) উদ্ভিদ আলোর সাহায্যে সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপন্ন করে, যা পৃথিবীর একমাত্র খাদ্যের উৎস।
(ii) আলো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন-কৃত্রিম বাস্তুতন্ত্রের দুটি উদাহরণ দাও?
উত্তর-দুটি কৃত্রিম বাস্তুতন্ত্র হল অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র ও বাগানের বাস্তুতন্ত্র।
প্রশ্ন-পরিবেশের দুটি অজৈব উপাদানের নাম করো।
উত্তর-পরিবেশের দুটি অজৈব উপাদান হল জল ও মাটি।
প্রশ্ন- বনমহাউৎসব কি ?
উত্তর-কোনো একটি নির্দিষ্ট স্থানে জনমানবের চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করাকে বনমহোৎসব বলে।
প্রশ্ন-কোথায় এক শৃঙ্গবিশিষ্ট ও কোথায় দুই শূলবিশিষ্ট গন্ডার পাওয়া যায়?
উত্তর-দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক শৃঙ্গবিশিষ্ট গন্ডার এবং আফ্রিকায় দুই শৃঙ্গবিশিষ্ট গন্ডার পাওয়া যায়।
প্রশ্ন-চিপকো কথার অর্থ কী? কোথায় কবে চিপকো আন্দোলন শুরু হয়?
উত্তর- চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। 1973 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে চিপকো আন্দোলন শুরু হয়।
প্রশ্ন-চিপকো আন্দোলনের দুজন নেতার নাম করো।
উত্তর-চিপকো আন্দোলনের দুজন নেতার নাম সুন্দরলাল বহুগুণা ও চন্দীপ্রসাদ ভট্ট।
প্রশ্ন-কোথায় সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূচনা হয়?
উত্তর-উত্তর কেরালার পালাকাত জেলায় সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূচনা হয়।
প্রশ্ন-অম্লবৃষ্টির pH কত? এতে কোন্ অ্যাসিড সবচেয়ে বেশি থাকে?
উত্তর-অম্লবৃষ্টিতে pH-5.65-এর কম হয়। এতে H2SO4 সবচেয়ে বেশি থাকে। এর পরিমাণ 60-70%।
প্রশ্ন-পশ্চিমবঙ্গের দুটো ব্যাঘ্র প্রকল্পের নাম করো?
উত্তর-পশ্চিমবঙ্গের দুটো ব্যাঘ্র প্রকল্প হল-বক্সা ও সুন্দরবন।
প্রশ্ন-জলাভূমি কাকে বলে?
উত্তর-যেসব অঞ্চল বছরের কিছু সময় 2.5 সেমি থেকে 300 সেমি পর্যন্ত জলে ঢাকা থাকে, তাকেই জলাভূমি বলে।
প্রশ্ন-বিশ্বে কতগুলি জলাভূমি আছে?
উত্তর-সারা বিশ্বে 2,167টি প্রাকৃতিক জলাভূমি ও 65,253টি মনুষ্য সৃষ্ট জলাভূমি আছে।
প্রশ্ন-সাইলেন্ট ভ্যালি আন্দোলনের দুজন নেতার নাম করো?
উত্তর-সাইলেন্ট ভ্যালি আন্দোলনের দুজন নেতা হলেন সেলিম আলি ও সুগাথা কুমারী।
প্রশ্ন-বসুন্ধরা সম্মেলন কী?
উত্তর-পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য ব্রাজিলের রিও-ডি-জেনেরিওতে 1992 খ্রিস্টাব্দে যে আন্তর্জাতিক সম্মেলন হয় তাকে বসুন্ধরা সম্মেলন বলে। এই সম্মেলনে যে কর্মসূচি গৃহীত হয় তা এজেন্ডা-21 নামে পরিচিত।
Note
- রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের “কি স্টোন প্রজাতি” (Key stone species)।
- ভারতবর্ষের চারটি হটস্পট আছে।
- বিজ্ঞানী Norman Myers, 1988 খ্রিস্টাব্দে হটস্পট শব্দটি প্রচলন করেন।
- ভারতবর্ষের এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ সংখ্যা 450টি।
- গ্রিন ডেটা বুকে বিপদগ্রস্ত, বিরল ইত্যাতি প্রজাতির উদ্ভিদের নাম তালিকাভুক্ত করা হয়।
- ব্ল্যাক ডেটা বুকে ধ্বংসসাধক বা ক্ষতিকর জীব প্রজাতির তালিকা লিপিবদ্ধ করা হয়।